ক্রীড়া ডেস্ক
আইপিএল মানেই চার-ছক্কার বন্যা, অঢেল টাকা-পয়সার ছড়াছড়ি। অল্প সময়ে অধিক টাকা উপার্জন করা যায় বলে বিশ্বের অধিকাংশ ক্রিকেটারই খেলতে মুখিয়ে থাকেন। ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের নতুন অধিনায়ক হ্যারি ব্রুক এখানেই একটু আলাদা।
২০২৫ আইপিএল সামনে রেখে গত বছরের নভেম্বরে জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলাম থেকে দিল্লি ক্যাপিটালস কিনেছিল ব্রুককে। ইংল্যান্ডের তারকা ক্রিকেটারকে কিনতে দিল্লি খরচ করেছিল ৫ লাখ ৯০ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় সেটা ৯ কোটি ২৫ লাখ টাকা। কিন্তু টুর্নামেন্ট শুরুর কিছু দিন আগে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেন ব্রুক।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া জস বাটলারের শূন্যস্থান পূরণ করেছেন ব্রুক। অধিনায়ক হওয়ার পর
লিডসে গতকাল সাংবাদিকদের ব্রুক বলেছেন আইপিএলের সেই পুরোনো কাহিনি। ২৬ বছর বয়সী ইংল্যান্ডের এই ক্রিকেটার বলেন, ‘অবশ্যই এটা তেমন কিছু নয়। ইংল্যান্ডের হয়েই শুধু খেলতে চাই। যেভাবে গত কয়েক বছর দেশের প্রতিনিধিত্ব করেছি, সেটা এখনো করতে চাই।’
আইপিএলসহ বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে ক্রিকেটাররা যেখানে মুখিয়ে থাকেন, ব্রুক সবকিছু ছাপিয়ে ইংল্যান্ডের জার্সিকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। ইংল্যান্ডের এই মারকুটে ব্যাটার বলেন, ‘ইংল্যান্ডই আমার কাছে প্রথম অগ্রাধিকার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে অল্প সময়ের জন্য পিছিয়ে রাখছি। দিন শেষে অন্য যেকোনো কিছুর চেয়ে ইংল্যান্ডের হয়ে খেলতে বেশি উপভোগ করি। জাতীয় দলের স্বার্থে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে কিছু টাকা হারানো লাগলেও সেটা মেনে নেব।’
২২ মার্চ কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হয়েছে আইপিএল। রাওয়ালপিন্ডিতে আগামীকাল শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আইপিএল শেষ হবে ২৫ মে। আর পিএসএলের ফাইনাল ১৮ মে। অন্যদিকে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সাদা বলের ক্রিকেটের সিরিজ শুরু হচ্ছে ২৯ মে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দল দুটি।
সীমিত ওভারের ক্রিকেটে সদ্য অধিনায়কত্ব পাওয়া ব্রুকের দায়িত্ব এখন আরও বেশি। লিডসে গতকাল সেটাই মনে করিয়ে দিলেন ইংল্যান্ডের এই ক্রিকেটার। ব্রুক বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট একেবারেই ছাড়িনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটের সূচির দিকে তাকালে দেখা যাবে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে আমার কাছে তেমন একটা সময় নেই। সময় বের করার সুযোগও পাচ্ছি না।’
এবারের আগে গত বছরও আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ব্রুক। টানা দুইবার নাম প্রত্যাহার করে নেওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল থেকে তাঁকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে। ইংল্যান্ডকে এর আগেও নেতৃত্ব দিয়েছিলেন ব্রুক। ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তাঁর নেতৃত্বে সুপার লিগের প্লে-অফ সেমিফাইনালে খেলেছিল ইংল্যান্ড। আর বাটলার চোটে পড়ায় গত বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো অধিনায়ক হয়েছিলেন ব্রুক। ইংল্যান্ড সেই ওয়ানডে সিরিজ হেরেছিল ৩-২ ব্যবধানে।
আইপিএল মানেই চার-ছক্কার বন্যা, অঢেল টাকা-পয়সার ছড়াছড়ি। অল্প সময়ে অধিক টাকা উপার্জন করা যায় বলে বিশ্বের অধিকাংশ ক্রিকেটারই খেলতে মুখিয়ে থাকেন। ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের নতুন অধিনায়ক হ্যারি ব্রুক এখানেই একটু আলাদা।
২০২৫ আইপিএল সামনে রেখে গত বছরের নভেম্বরে জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলাম থেকে দিল্লি ক্যাপিটালস কিনেছিল ব্রুককে। ইংল্যান্ডের তারকা ক্রিকেটারকে কিনতে দিল্লি খরচ করেছিল ৫ লাখ ৯০ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় সেটা ৯ কোটি ২৫ লাখ টাকা। কিন্তু টুর্নামেন্ট শুরুর কিছু দিন আগে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেন ব্রুক।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া জস বাটলারের শূন্যস্থান পূরণ করেছেন ব্রুক। অধিনায়ক হওয়ার পর
লিডসে গতকাল সাংবাদিকদের ব্রুক বলেছেন আইপিএলের সেই পুরোনো কাহিনি। ২৬ বছর বয়সী ইংল্যান্ডের এই ক্রিকেটার বলেন, ‘অবশ্যই এটা তেমন কিছু নয়। ইংল্যান্ডের হয়েই শুধু খেলতে চাই। যেভাবে গত কয়েক বছর দেশের প্রতিনিধিত্ব করেছি, সেটা এখনো করতে চাই।’
আইপিএলসহ বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে ক্রিকেটাররা যেখানে মুখিয়ে থাকেন, ব্রুক সবকিছু ছাপিয়ে ইংল্যান্ডের জার্সিকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। ইংল্যান্ডের এই মারকুটে ব্যাটার বলেন, ‘ইংল্যান্ডই আমার কাছে প্রথম অগ্রাধিকার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে অল্প সময়ের জন্য পিছিয়ে রাখছি। দিন শেষে অন্য যেকোনো কিছুর চেয়ে ইংল্যান্ডের হয়ে খেলতে বেশি উপভোগ করি। জাতীয় দলের স্বার্থে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে কিছু টাকা হারানো লাগলেও সেটা মেনে নেব।’
২২ মার্চ কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হয়েছে আইপিএল। রাওয়ালপিন্ডিতে আগামীকাল শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আইপিএল শেষ হবে ২৫ মে। আর পিএসএলের ফাইনাল ১৮ মে। অন্যদিকে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সাদা বলের ক্রিকেটের সিরিজ শুরু হচ্ছে ২৯ মে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দল দুটি।
সীমিত ওভারের ক্রিকেটে সদ্য অধিনায়কত্ব পাওয়া ব্রুকের দায়িত্ব এখন আরও বেশি। লিডসে গতকাল সেটাই মনে করিয়ে দিলেন ইংল্যান্ডের এই ক্রিকেটার। ব্রুক বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট একেবারেই ছাড়িনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটের সূচির দিকে তাকালে দেখা যাবে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে আমার কাছে তেমন একটা সময় নেই। সময় বের করার সুযোগও পাচ্ছি না।’
এবারের আগে গত বছরও আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ব্রুক। টানা দুইবার নাম প্রত্যাহার করে নেওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল থেকে তাঁকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে। ইংল্যান্ডকে এর আগেও নেতৃত্ব দিয়েছিলেন ব্রুক। ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তাঁর নেতৃত্বে সুপার লিগের প্লে-অফ সেমিফাইনালে খেলেছিল ইংল্যান্ড। আর বাটলার চোটে পড়ায় গত বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো অধিনায়ক হয়েছিলেন ব্রুক। ইংল্যান্ড সেই ওয়ানডে সিরিজ হেরেছিল ৩-২ ব্যবধানে।
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৪ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৪ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
৯ ঘণ্টা আগে