Ajker Patrika

পাপন বললেন, নির্বাচনের পরেই বিসিবির নির্বাচক কমিটির ভাগ্য নির্ধারণ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১৮: ১৫
পাপন বললেন, নির্বাচনের পরেই বিসিবির নির্বাচক কমিটির ভাগ্য নির্ধারণ

অনেক দিন ধরেই গুঞ্জন চলছে মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটির পরিবর্তন হতে যাচ্ছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই কমিটির মেয়াদ রয়েছে। তাই সময় ঘনিয়ে আসায় নির্বাচক প্যানেল নিয়ে আলোচনা জোরেশোরে চলছে। 

আব্দুর রাজ্জাক বাদে দীর্ঘদিন ধরেই নির্বাচক প্যানেলে আছেন প্রধান নির্বাচক নান্নু ও হাবিবুল বাশার সুমন। ২০১১ সাল থেকে নির্বাচক প্যানেলে আছেন দুজনে। আর ২০১৬ সাল থেকে প্রধান নির্বাচকের ভূমিকায় আছেন সাবেক অধিনায়ক নান্নু। অন্যদিকে ২০২১ সালে নির্বাচক প্যানেল জায়গা পেয়েছেন সাবেক বাঁহাতি স্পিনার রাজ্জাক। দীর্ঘদিন ধরে থাকায় এবার তাই পরিবর্তনের কথা জানিয়েছেন নাজমুল হাসান পাপন। 

বিজয় দিবস উপলক্ষে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত প্রদর্শনী ম্যাচের পুরস্কার দিতে এসে এমনটিই জানিয়েছেন বিসিবি সভাপতি পাপন। তিনি বলেছেন, ‘পরিবর্তন হওয়াটা স্বাভাবিক প্রক্রিয়া। অনেক দিন হয়েছে। সব সময়ই পরিবর্তন হওয়াটা ভালো। তবে কাউকে দায় দিয়ে বাদ দেওয়া, মিথ্যা অপবাদে বাদ দেওয়া, এটা খুব খারাপ ঘটনা সৃষ্টি করবে।’

নির্বাচক হতে সাবেক ক্রিকেটার হতে হবে কি না—এমন প্রশ্ন করা হলে, পাপনের জবাব, ‘এই রকম আসলে কিছু নেই।’ আর মোহাম্মদ আশরাফুলের নির্বাচক হওয়ার আগ্রহের বিষয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘আমাদের একটা কমিটি আছে, ওই কমিটি আমাদের কাছে নাম প্রস্তাব করবে। ওনারা দেখবে কারা কারা আগ্রহী আর ওদের পছন্দ কী। সেটা নিয়ে বোর্ডে আলোচনা হবে। সেখান থেকে আমরা নির্বাচন করব। আসলে কে কে হবে, কে আসবে—এই মুহূর্তে এটা বলা খুব কঠিন। তবে কারও যদি ইচ্ছা থাকে, তাহলে সে প্রকাশ করতে পারে। কোনো সমস্যা নেই।’ 

জাতীয় নির্বাচনের পরেই নির্বাচক প্যানেলের পরিবর্তন আসবে বলে জানিয়েছেন পাপন। কারণ, এই সময়টায় নিজ এলাকায় নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবেন বিসিবি সভাপতি। তিনি বলেছেন, ‘আমি তো ৮ তারিখের আগে ঢাকায় ফেরত আসতে পারছি না। আমি (কিশোরগঞ্জ) চলে যাচ্ছি। একবারে নির্বাচন শেষ করে, ফলাফল ঘোষণা হওয়ার পরই আসতে হবে। এরপরেই আমরা বোর্ড সভা দিয়ে সিদ্ধান্ত নিয়ে নেব, যত দ্রুত সম্ভব। পারলে দুই-তিন দিনের মধ্যে নিয়ে নেব, বিপিএলের মধ্যেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত