ভারতের বিপক্ষে ম্যাচের আগে ৫ দিন বিরতি পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর চেন্নাই শেষে বাংলাদেশ দল এরই মধ্যে চলে গেছে পুনেতে। পুনেতে গেলেও যে স্বস্তিতে নেই বাংলাদেশ দল। কেননা নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের খেলা নিয়ে রয়েছে শঙ্কা।
ঘটনা ঘটেছে মূলত চেন্নাইতে শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের দিন। সেই ম্যাচে ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের ঊরুর সামনের দিকে চোট পান তিনি। চোট পাওয়ায় সাকিব ফিল্ডিং করেছেন স্লিপ ও শর্ট থার্ডম্যানের মতো জায়গায়। কোনোভাবে শর্ট রানআপে বোলিং করে গেছেন ১০ ওভার। ব্যাটিংয়ে ফিফটি মিস করেছেন। উইকেট পেলেও খরুচে বোলিং করেছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব না আসায় এসেছেন সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর তাঁর (সাকিব) এমআরআই স্ক্যান করার পর বিসিবির এক বিজ্ঞপ্তিতে দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছেন জানিয়েছেন, প্রতিদিনের অগ্রগতি পর্যবেক্ষণ করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পুনের কনরাড হোটেলে আজ বিসিবির টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কাছেও এসেছে সাকিবের ফিটনেস প্রসঙ্গ। ওয়ানডের নিয়মিত অধিনায়ক সম্পর্কে আশার কথা শুনিয়েছেন সুজন। একই সঙ্গে জানিয়েছেন, আগামীকাল অনুশীলনের পর সাকিব সম্পর্কে বোঝা যাবে অনেক কিছু। পুনের টিম হোটেলে সংবাদমাধ্যমকে বিসিবি টিম ডিরেক্টর বলেন, ‘আগের থেকে ভালো। সে (সাকিব) এখন ব্যথামুক্ত। তবে যেহেতু মাঠে নামেনি, তাই পুরো ব্যাপারটা এখন বলা যাবে না। কালকে অনুশীলন করে হয়তোবা রানিং বিটুইন দ্য উইকেট করবে একটু। করলে তখন বোঝা যাবে। তবে আমরা আশাবাদী যে সে এই ম্যাচের আগে তাকে পাব। আমাদের ধারণা সে খেলতে পারবে। আজকে সুইমিং ছিল। আপার পার্টে জিম করবে। কাল ব্যাটিংয়ের পর বুঝতে পারব। তারপর স্ক্যান করা হবে। স্ক্যান করার পর সবকিছু আমরা স্পষ্ট বুঝতে পারব।’
ভারতের বিপক্ষে পুনেতে বৃহস্পতিবার সাকিবের খেলা নির্ভর করছে তাঁর ফিটনেসের ওপর। সুজনের কথায় ঘুরেফিরে বারবার এসেছে সেই (সাকিবের ফিটনেস) প্রসঙ্গ। তবে সাকিব বলে কথা। তিনি কি এত সহজে হাল ছাড়ার পাত্র। সুজন জানিয়েছেন, সাকিব ভারতের বিপক্ষে যে করেই হোক খেলবেন। বিসিবির টিম ডিরেক্টর বলেন, ‘যেহেতু মাংসপেশিতে ছিদ্র আছে, তাতে ব্যথা তো থাকবেই। কতটুকু সেরে উঠেছে সাকিব, সেটাই দেখার। বিভিন্ন ক্ষেত্রে যেটা হয় যে হাঁটতেও ব্যথা হয়। কিন্তু সাকিবের ওরকম আসলে কিছুই নেই। তাতে আমরা আশাবাদী। কিন্তু ধীর গতিতে হাঁটা আর দৌড়ানোর মধ্যে অবশ্যই পার্থক্য আছে। যেহেতু গত ম্যাচে সে রান নিতে গিয়েই ব্যথা পেয়েছে। শেষ ম্যাচে ব্যথা পাওয়ার পরও যেহেতু সে টাইট করে ব্যাটিং করেছে, ১০ ওভার বোলিং করেছে। আর সাকিব নিজেই চাচ্ছে ম্যাচটা খেলতে। তবে সবকিছু নির্ভর করছে তার ফিটনেসের ওপর।’
ভারতের বিপক্ষে ম্যাচের আগে ৫ দিন বিরতি পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর চেন্নাই শেষে বাংলাদেশ দল এরই মধ্যে চলে গেছে পুনেতে। পুনেতে গেলেও যে স্বস্তিতে নেই বাংলাদেশ দল। কেননা নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের খেলা নিয়ে রয়েছে শঙ্কা।
ঘটনা ঘটেছে মূলত চেন্নাইতে শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের দিন। সেই ম্যাচে ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের ঊরুর সামনের দিকে চোট পান তিনি। চোট পাওয়ায় সাকিব ফিল্ডিং করেছেন স্লিপ ও শর্ট থার্ডম্যানের মতো জায়গায়। কোনোভাবে শর্ট রানআপে বোলিং করে গেছেন ১০ ওভার। ব্যাটিংয়ে ফিফটি মিস করেছেন। উইকেট পেলেও খরুচে বোলিং করেছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব না আসায় এসেছেন সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর তাঁর (সাকিব) এমআরআই স্ক্যান করার পর বিসিবির এক বিজ্ঞপ্তিতে দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছেন জানিয়েছেন, প্রতিদিনের অগ্রগতি পর্যবেক্ষণ করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পুনের কনরাড হোটেলে আজ বিসিবির টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কাছেও এসেছে সাকিবের ফিটনেস প্রসঙ্গ। ওয়ানডের নিয়মিত অধিনায়ক সম্পর্কে আশার কথা শুনিয়েছেন সুজন। একই সঙ্গে জানিয়েছেন, আগামীকাল অনুশীলনের পর সাকিব সম্পর্কে বোঝা যাবে অনেক কিছু। পুনের টিম হোটেলে সংবাদমাধ্যমকে বিসিবি টিম ডিরেক্টর বলেন, ‘আগের থেকে ভালো। সে (সাকিব) এখন ব্যথামুক্ত। তবে যেহেতু মাঠে নামেনি, তাই পুরো ব্যাপারটা এখন বলা যাবে না। কালকে অনুশীলন করে হয়তোবা রানিং বিটুইন দ্য উইকেট করবে একটু। করলে তখন বোঝা যাবে। তবে আমরা আশাবাদী যে সে এই ম্যাচের আগে তাকে পাব। আমাদের ধারণা সে খেলতে পারবে। আজকে সুইমিং ছিল। আপার পার্টে জিম করবে। কাল ব্যাটিংয়ের পর বুঝতে পারব। তারপর স্ক্যান করা হবে। স্ক্যান করার পর সবকিছু আমরা স্পষ্ট বুঝতে পারব।’
ভারতের বিপক্ষে পুনেতে বৃহস্পতিবার সাকিবের খেলা নির্ভর করছে তাঁর ফিটনেসের ওপর। সুজনের কথায় ঘুরেফিরে বারবার এসেছে সেই (সাকিবের ফিটনেস) প্রসঙ্গ। তবে সাকিব বলে কথা। তিনি কি এত সহজে হাল ছাড়ার পাত্র। সুজন জানিয়েছেন, সাকিব ভারতের বিপক্ষে যে করেই হোক খেলবেন। বিসিবির টিম ডিরেক্টর বলেন, ‘যেহেতু মাংসপেশিতে ছিদ্র আছে, তাতে ব্যথা তো থাকবেই। কতটুকু সেরে উঠেছে সাকিব, সেটাই দেখার। বিভিন্ন ক্ষেত্রে যেটা হয় যে হাঁটতেও ব্যথা হয়। কিন্তু সাকিবের ওরকম আসলে কিছুই নেই। তাতে আমরা আশাবাদী। কিন্তু ধীর গতিতে হাঁটা আর দৌড়ানোর মধ্যে অবশ্যই পার্থক্য আছে। যেহেতু গত ম্যাচে সে রান নিতে গিয়েই ব্যথা পেয়েছে। শেষ ম্যাচে ব্যথা পাওয়ার পরও যেহেতু সে টাইট করে ব্যাটিং করেছে, ১০ ওভার বোলিং করেছে। আর সাকিব নিজেই চাচ্ছে ম্যাচটা খেলতে। তবে সবকিছু নির্ভর করছে তার ফিটনেসের ওপর।’
৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ জেলা। ৩ দিনের ম্যাচে কুমিল্লা জেলাকে ১৮৪ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা।
২ ঘণ্টা আগেভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়া-নেইমারদের নতুন কোচ কে? এই প্রশ্নে শেষ হয়ে আসছে অপেক্ষার পালা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে নাম ঘোষণা করতে পারে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
৩ ঘণ্টা আগেপাসপোর্ট হাতে পাওয়ার মাত্র একদিনের ভেতরই ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পেয়ে গেলেন সমিত সোম। তাই বাংলাদেশের জার্সিতে খেলতে আর বাধা নেই তাঁর। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে এএফসি এশিয়া কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হওয়ার
৩ ঘণ্টা আগেকানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পর বাংলাদেশের পাসপোর্টও হাতে পেয়েছেন সোমিত সোম। বাকি রইল শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র। সেটি পেলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না তাঁর। এর মধ্যেই সোমিত পেয়েছেন আরেকটি সুখবর। কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহের সেরা দলে জায়গা করে নিয়
৪ ঘণ্টা আগে