Ajker Patrika

‘অর্ধেক’ সাকিবকে পেয়েই খুশি রংপুর

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ২১: ৩৫
‘অর্ধেক’ সাকিবকে পেয়েই খুশি রংপুর

এবারের বিপিএলে এরই মধ্যে পাঁচ ম্যাচ খেলে ফেলেছে রংপুর রাইডার্স। যার মধ্যে সাকিব আল হাসান খেলেছেন চার ম্যাচ। চার ম্যাচে দেখা মেলেনি পুরো ‘অলরাউন্ডার’ সাকিবের। বোলিং নিয়মিত করলেও ব্যাটিংয়ে তিনি নামছেনই না।

শুধূ তাই নয়, সাকিবের ব্যাটিং অর্ডারও বেশ অদ্ভুত এবারের বিপিএলে। সচরাচর তিনি যে তিন নম্বরে ব্যাটিং করেন, সেই পজিশনে তিনি ব্যাটিং করেছেন একবারই। ফরচুন বরিশালের বিপক্ষে সেই ম্যাচে তিনি করেন ২ রান। এই ম্যাচটা ছিল পেশাদার ক্রিকেটে সাকিবের ফেরার ম্যাচ। এরপর চোখের ডাক্তার দেখাতে সিঙ্গাপুরে যাওয়ায় সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে তিনি খেলতে পারেননি। এক ম্যাচ বিরতি দিয়ে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে নেমেছেন ৮ নম্বরে। একই মাঠে দুর্দান্ত ঢাকার বিপক্ষে রংপুর ৮ উইকেট পড়ার পরও ব্যাটিংয়ে নামেননি। আজও কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে রংপুরের ৫ উইকেট পড়েছে। অথচ দেখা মেলেনি সাকিবের। টুর্নামেন্টে এখন পর্যন্ত ২ গড় ও ৫৭.১৪ স্ট্রাইকরেটে করেন ৪ রান।

অন্যদিকে দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখছেন সাকিব। ৬.৭৩ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। চার ম্যাচে চারটিতে বোলিং করলেও ব্যাটিং করেছেন ২ ম্যাচে। রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহানের মতে, সাকিবের পারফরম্যান্স যেমনই হোক, তিনি উপস্থিত থাকলেই চলবে। ম্যাচ শেষে আজ সংবাদ সম্মেলনে সোহান বলেন, ‘সাকিব বিশ্বের সেরা অলরাউন্ডার। এখনও সে অলরাউন্ডার। তিনি চোখের সমস্যার কারণে একটু সংগ্রাম করছেন। তবে আমার কাছে মনে হয় যে, আমাদের দলের জন্য মাঠে তাঁর উপস্থিত থাকাটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

সিলেটে আজ বিকালের কুমিল্লা-রংপুর ম্যাচ শেষে সংবাদ সম্মেলন যেন ছিল ‘সাকিবময়’। সাকিবকে নিয়েই বেশি প্রশ্ন করা হয়েছে সোহানকে। সোহানও উত্তর দিয়েছেন মজার ছলেই, ‘আমার কাছে মনে হয়, পরের সংবাদ সম্মেলনে অবশ্যই আমি সাকিব ভাইকে অনুরোধ করব। যাতে সংবাদ সম্মেলনে এসে আপনাদের অনেক প্রশ্নের উত্তর আছে, যাতে তিনি সেগুলো দিতে পারেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

বিপুল বকেয়া সত্ত্বেও ব্যবসা হারানোর ভয়ে বাংলাদেশ-নেপালে সম্প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় চ্যানেলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত