Ajker Patrika

ভারতের লেজে বাংলাদেশের হতাশা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১২: ৪৩
ভারতের লেজে বাংলাদেশের হতাশা

দ্বিতীয় দিনের শুরুতে গলার কাঁটা হয়ে থাকা শ্রেয়াস আইয়ারের উইকেট তুলে নিয়েও সেশনটা নিজেদের করে নিতে ব্যর্থ বাংলাদেশ। স্বাগতিক বোলারদের হতাশার কারণ হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদব। অষ্টম উইকেটে দুজন যোগ করেছেন ৫৫ রান। ৭ উইকেটে ৩৪৮ রান নিয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষ করেছে ভারত।

দ্বিতীয় দিনের প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৭০ রান তুলেছে ভারত। গতকাল এই উইকেটে প্রথম ইনিংসে ৩৫০ রানকে পাখির চোখ করার কথা জানিয়েছিলেন চেতেশ্বর পূজারা। সেই লক্ষ্য থেকে আর ২ রান দূরে সফরকারীরা। তবে দিনের শুরুতে অবশ্য ভিন্ন বার্তাই দিচ্ছিল বাংলাদেশ। ৮২ রান নিয়ে দিন শুরু করা শ্রেয়াস আইয়ার আর ৪ রান যোগ করে আউট হন। ভাগ্যকে সঙ্গে নিয়ে নামা আইয়ারকে অবশেষে বোল্ড করে ফেরান ইবাদত হোসেন।

ভারত রান তখন ৭ উইকেটে ২৯৩। সেশনের বাকি গল্পটা অশ্বিন ও কুলদীপের। বাংলাদেশের বোলারদের হতাশায় ডুবিয়েছেন দুজন। ৮১ বলে ৪০ রান নিয়ে দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন অশ্বিন। তাঁর সঙ্গী কুলদীপ অপরাজিত আছেন ২১ রানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত