ক্রীড়া ডেস্ক
ভারত-ইংল্যান্ড এজবাস্টন টেস্ট এখনো শেষ হয়নি। ম্যাচ শেষ না হতেই ঘটে চলেছে একের পর এক আলোচিত ঘটনা। যার মধ্যে গতকাল জো রুটের আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ধারাভাষ্যকার থেকে সামাজিকমাধ্যম—সব জায়গায় এই আউট নিয়ে চলছে আলোচনা।
চলমান ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের গতকাল চতুর্থ দিনে ঘটেছে রুটের আউটের ঘটনা। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ১১ তম ওভারের দ্বিতীয় বলে আকাশ দীপের অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন রুট। কিন্তু রিপ্লেতে দেখা যায়, আকাশ দীপ নো বল করেছেন। সেই নো বল হয়েছে সামনের পা এগিয়ে যাওয়ার কারণে নয়। পেছনের পা দাগ স্পর্শ করার কারণে। সামাজিক মাধ্যমে এই ছবি ভাইরাল হতে রুটের আউট নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাব কী বলে
২১.৫. ১ নিয়ম অনুসারে স্বচ্ছ ডেলিভারির ক্ষেত্রে বোলারের পেছনের পা অবশ্যই লাইনের মধ্যে থাকতে হবে। সেক্ষেত্রে রিটার্ন ক্রিজে পা যেতে পারবে না। ২১.৫. ২ নিয়মটা একটু ব্যাখ্যা করা যাক। পপিং ক্রিজ ও দুই মিডল স্টাম্পের মধ্যে সংযোগকারী একটি কাল্পনিক রেখা কল্পনা করা হলো। বোলারের সামনের পায়ের কিছু অংশ এর মধ্যে পড়তে হবে।
ব্যাপারটা একটু ভেঙে বলা যাক। পপিং ক্রিজের ক্ষেত্রে ফ্রন্ট ফুটের কিছু অংশ যদি ক্রিজের পেছনে থাকে, তাহলে সেটা বৈধ ডেলিভারি। রিটার্ন ক্রিজের ক্ষেত্রে ব্যাকফুট যদি এই দাগ স্পর্শ করে, তাহলে সেটা নো বল বিবেচিত হবে। আকাশের পেছনের পায়ের অবস্থান ঠিক না হওয়াতেই রুটের আউট নিয়ে প্রশ্ন উঠেছে।
টিভি রিপ্লেতে গতকাল যখন আকাশ দীপের পেছনের পা দাগ স্পর্শ করে, ধারাভাষ্যকার অ্যালিসন মিচেল তৎক্ষণাৎ বিষয়টি লক্ষ্য করেছিলেন। বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালে গতকাল মিচেল বলেছিলেন, ‘আকাশ দীপের বোলিংটা আমরা বলতে পারি ক্রিজের ওয়াইড লাইন থেকে বোলিং করেছে। পেছনের ক্রিজে তার পা অনেকটা বাইরে চলে গেছে। দুই ইঞ্চি বা তার চেয়েও বেশি হতে পারে। তার ব্যাক ফুট যেখানে লাইনের মধ্যে থাকার কথা, সেটা লাইনের দুই ইঞ্চি ওপরে। এই ঘটনা ধরা পড়ল না।’
রুটের আউট ছাড়াও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে বেন স্টোকসের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এটা হয়েছে পরশু তৃতীয় দিনে। ভারতের দ্বিতীয় ইনিংসের অষ্টম ওভারের চতুর্থ বলে যশস্বী জয়সওয়ালের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেন জশ টাঙ। বাংলাদেশি আম্পায়ার সৈকত দ্রুতই আঙুল তুলে দেন। জয়সওয়াল তাঁর সঙ্গী লোকেশ রাহুলের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ-আলোচনা করেন। আলোচনা শেষে জয়সওয়াল রিভিউ নিলে স্টোকস তেড়ে যান সৈকতের দিকে। ইংল্যান্ড অধিনায়ক বোঝাতে চেয়েছেন, রিভিউর জন্য যে ১৫ সেকেন্ড প্রয়োজন, সেই সময় শেষ হওয়ার পরও কেন জয়সওয়ালের আবেদন সৈকত গ্রহণ করলেন।
বৃষ্টির কারণে আজ পঞ্চম দিনের খেলা শুরু হয়েছে নির্ধারিত সময়ের চেয়ে ১ ঘণ্টা ৪০ মিনিট পরে। এই টেস্টে ভারতের জয় এখন সময়ের ব্যাপার মাত্র। ৬০৮ রানের লক্ষ্যে নেমে দ্বিতীয় ইনিংসে ২৩ ওভারে ৫ উইকেটে ৯২ রান করেছে ইংলিশরা। আকাশ দীপ নিয়েছেন ৪ উইকেট। অপর উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ।
ভারত-ইংল্যান্ড এজবাস্টন টেস্ট এখনো শেষ হয়নি। ম্যাচ শেষ না হতেই ঘটে চলেছে একের পর এক আলোচিত ঘটনা। যার মধ্যে গতকাল জো রুটের আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ধারাভাষ্যকার থেকে সামাজিকমাধ্যম—সব জায়গায় এই আউট নিয়ে চলছে আলোচনা।
চলমান ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের গতকাল চতুর্থ দিনে ঘটেছে রুটের আউটের ঘটনা। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ১১ তম ওভারের দ্বিতীয় বলে আকাশ দীপের অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন রুট। কিন্তু রিপ্লেতে দেখা যায়, আকাশ দীপ নো বল করেছেন। সেই নো বল হয়েছে সামনের পা এগিয়ে যাওয়ার কারণে নয়। পেছনের পা দাগ স্পর্শ করার কারণে। সামাজিক মাধ্যমে এই ছবি ভাইরাল হতে রুটের আউট নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাব কী বলে
২১.৫. ১ নিয়ম অনুসারে স্বচ্ছ ডেলিভারির ক্ষেত্রে বোলারের পেছনের পা অবশ্যই লাইনের মধ্যে থাকতে হবে। সেক্ষেত্রে রিটার্ন ক্রিজে পা যেতে পারবে না। ২১.৫. ২ নিয়মটা একটু ব্যাখ্যা করা যাক। পপিং ক্রিজ ও দুই মিডল স্টাম্পের মধ্যে সংযোগকারী একটি কাল্পনিক রেখা কল্পনা করা হলো। বোলারের সামনের পায়ের কিছু অংশ এর মধ্যে পড়তে হবে।
ব্যাপারটা একটু ভেঙে বলা যাক। পপিং ক্রিজের ক্ষেত্রে ফ্রন্ট ফুটের কিছু অংশ যদি ক্রিজের পেছনে থাকে, তাহলে সেটা বৈধ ডেলিভারি। রিটার্ন ক্রিজের ক্ষেত্রে ব্যাকফুট যদি এই দাগ স্পর্শ করে, তাহলে সেটা নো বল বিবেচিত হবে। আকাশের পেছনের পায়ের অবস্থান ঠিক না হওয়াতেই রুটের আউট নিয়ে প্রশ্ন উঠেছে।
টিভি রিপ্লেতে গতকাল যখন আকাশ দীপের পেছনের পা দাগ স্পর্শ করে, ধারাভাষ্যকার অ্যালিসন মিচেল তৎক্ষণাৎ বিষয়টি লক্ষ্য করেছিলেন। বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালে গতকাল মিচেল বলেছিলেন, ‘আকাশ দীপের বোলিংটা আমরা বলতে পারি ক্রিজের ওয়াইড লাইন থেকে বোলিং করেছে। পেছনের ক্রিজে তার পা অনেকটা বাইরে চলে গেছে। দুই ইঞ্চি বা তার চেয়েও বেশি হতে পারে। তার ব্যাক ফুট যেখানে লাইনের মধ্যে থাকার কথা, সেটা লাইনের দুই ইঞ্চি ওপরে। এই ঘটনা ধরা পড়ল না।’
রুটের আউট ছাড়াও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে বেন স্টোকসের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এটা হয়েছে পরশু তৃতীয় দিনে। ভারতের দ্বিতীয় ইনিংসের অষ্টম ওভারের চতুর্থ বলে যশস্বী জয়সওয়ালের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেন জশ টাঙ। বাংলাদেশি আম্পায়ার সৈকত দ্রুতই আঙুল তুলে দেন। জয়সওয়াল তাঁর সঙ্গী লোকেশ রাহুলের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ-আলোচনা করেন। আলোচনা শেষে জয়সওয়াল রিভিউ নিলে স্টোকস তেড়ে যান সৈকতের দিকে। ইংল্যান্ড অধিনায়ক বোঝাতে চেয়েছেন, রিভিউর জন্য যে ১৫ সেকেন্ড প্রয়োজন, সেই সময় শেষ হওয়ার পরও কেন জয়সওয়ালের আবেদন সৈকত গ্রহণ করলেন।
বৃষ্টির কারণে আজ পঞ্চম দিনের খেলা শুরু হয়েছে নির্ধারিত সময়ের চেয়ে ১ ঘণ্টা ৪০ মিনিট পরে। এই টেস্টে ভারতের জয় এখন সময়ের ব্যাপার মাত্র। ৬০৮ রানের লক্ষ্যে নেমে দ্বিতীয় ইনিংসে ২৩ ওভারে ৫ উইকেটে ৯২ রান করেছে ইংলিশরা। আকাশ দীপ নিয়েছেন ৪ উইকেট। অপর উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ।
এজবাস্টনে ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টটা হয়ে ওঠে গিলময়। ভারতীয় অধিনায়ক দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন। এমনি ইংল্যান্ডের ইনিংসের শেষটাও হয়েছে তাঁর হাত ধরে। তিনি ক্যাচ ধরতেই ভারতীয় ক্রিকেট দলের উল্লাস শুরু। ৩৩৬ রানে জিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ সমতায়।
১ ঘণ্টা আগেজুনে লর্ডসে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। সেই উদ্যাপনের রেশ কাটতে না-কাটতেই শুরু হয়েছে নতুন চক্রের মিশন। সফরে এসেছে জিম্বাবুয়েতে, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। সিরিজের প্রথম টেস্টে বুলাওয়েতে ৩২৮ রানের বিশাল জয় পায় প্রোটিয়ারা, যেখানে অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন.
৩ ঘণ্টা আগেমুগ্ধতা ছড়িয়েই চলেছেন লিওনেল মেসি। বয়স ৩৮ পেরোলেও গোলের পর গোল করে চলেছেন। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল—সব জায়গায় তিনি আছেন দারুণ ছন্দে। মাঝেমধ্যে এমন গোল করেন আর্জেন্টাইন ফুটবলার, যা দেখে ভক্ত-সমর্থক, কোচরা রীতিমতো অবাক হয়ে যান।
৭ ঘণ্টা আগেকলম্বোয় গতকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ১৬ রানের রুদ্ধশ্বাস জয়ে ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। জিতলেও খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে এখন নাজমুল হোসেন শান্তর খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
৮ ঘণ্টা আগে