Ajker Patrika

বারবার ফাইনালে হারা মিরাজ এবারই চান বিপিএলে চ্যাম্পিয়ন হতে

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ২০
বারবার ফাইনালে হারা মিরাজ এবারই চান বিপিএলে চ্যাম্পিয়ন হতে

মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ—দুটি জায়গায় বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার মিলেছেন এক বিন্দুতে। প্রথমত, তিনজনই এবারের বিপিএলে খেলছেন ফরচুন বরিশালের হয়ে। অন্যদিকে তাঁদের মধ্যে রয়েছে একটা সাধারণ আক্ষেপও। সেই আক্ষেপ হলো বিপিএলে ফাইনালে উঠে শিরোপা না ছোঁয়ার আক্ষেপ।

২০১৬ সালে রাজশাহী কিংসের হয়ে বিপিএলে পথচলা শুরু হয় মিরাজের। সেবারই ফাইনালে উঠে বাজেভাবে হেরে যায় রাজশাহী কিংস। সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা ডায়নামাইটস সেবার জেতে ৫৬ রানে। মিরাজ এরপর বিপিএল ফাইনাল খেলেন ২০১৯-২০ মৌসুমে খুলনা টাইগার্সের হয়ে। এবারের ফাইনালে খুলনা টাইগার্সকে ২১ রানে হারায় রাজশাহী রয়্যালস।  দুবার রানার্সআপ হওয়া মিরাজ ফাইনালে উঠেছেন এবারের বিপিএলে। এবার তাঁর দল ফরচুন বরিশাল। প্রতিপক্ষ টুর্নামেন্টে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। ফাইনাল শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। তার আগে আজ ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে ফাইনালে ট্রফি নিয়ে ফটোসেশন হয়েছে। বরিশালের প্রতিনিধি হিসেবে আসা মিরাজ সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি কখনো বিপিএলে ট্রফি জিতিনি। এবার জিতলে প্রথমবার চ্যাম্পিয়ন হবো। এর আগে দুবার ফাইনাল খেলেছি, এ নিয়ে তিনবার ফাইনাল খেলব। চ্যাম্পিয়ন হতে সবাই চায় । যারা মাঠে ভালো খেলবে, তারাই জিতবে।’

মিরাজের মতো বরিশালেরও চ্যাম্পিয়ন না হওয়ার আক্ষেপ রয়েছে। বরিশাল বার্নার্স, বরিশাল বুলস, ফরচুন বরিশাল—এখন পর্যন্ত তিনবার তিন নামে ফাইনালে খেলে প্রত্যেকবারই হয়েছে রানার্সআপ। যার মধ্যে ২০১৫ ও ২০২২ দুবারই কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হেরে রানার্সআপ হতে হয়েছে বরিশালকে। দুটো ফাইনালেই ফলের জন্য অপেক্ষা করতে হয়েছে শেষ বল পর্যন্ত। রোমাঞ্চকর এক ফাইনাল এবার হবে বলে আশা করছেন মিরাজ। বাংলাদেশের অলরাউন্ডার বলেন,  ‘ক্রিকেট এমন এক খেলা, যেদিন যে ভালো করবে, সে-ই জিতবে। বরিশাল-কুমিল্লা ফাইনাল এর আগেও হয়েছে। ১ রানে হেরেছে বরিশাল। আশা করি আরও একটা ভালো ম্যাচ এবার উপহার দিতে পারব। সবাই উপভোগ করবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত