আজকের পত্রিকা ডেস্ক
আজ আবার আলোচনায় দুর্বার রাজশাহী। এবারও সেই পারিশ্রমিক ইস্যু। বেঁকে বসেছেন বিদেশি ক্রিকেটাররা, পারিশ্রমিক বুঝে না পেলে আজ সন্ধ্যায় তাঁরা রংপুরের বিপক্ষে ম্যাচ খেলবেন না—বিষয়টি নিয়ে আজ দুপুরে আজকের পত্রিকায় একটি প্রতিবেদনও প্রকাশ হয়েছে। তাঁদের ম্যাচ বয়কটের হুমকি শেষ পর্যন্ত সত্যি হয় কি না, এমন সংশয় দেখা দেয় বিকেলেও।
প্রতিপক্ষ রংপুর রাইডার্স যেখানে নিয়ম মেনে খেলা শুরুর দুই ঘণ্টা আগে চলে এসেছে, সেখানে দুর্বার রাজশাহীর দেখা নেই! বিকেল ৫টার দিকে, রংপুর মাঠে আসার প্রায় ১ ঘণ্টা পর স্টেডিয়ামে প্রবেশ করে রাজশাহী দল। ম্যাচের আগে গা গরমের অনুশীলনে মাঠে উপস্থিত বিদেশিদের মধ্যে শুধু কোচ এজাজ আহমেদকেই দেখা গেল। প্রধান কোচ এজাজ আহমেদ এলেও বাকি বিদেশি কোচিং স্টাফরা আসেননি।
হোটেল ওয়েস্টিনের সামনে আজ সকালে দেখা যায় রাজশাহীর ক্রিকেটারদের ব্যাগপত্তর পড়ে আছে সিঁড়িতে। কাল গভীর রাতে আকস্মিকভাবে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয় হোটেল বদলের কথা। ম্যাচের কয়েক ঘণ্টা আগে টিম হোটেল বদলে দলের খেলোয়াড়েরা বিরক্ত, হতাশ। একই সঙ্গে দুর্বার রাজশাহীর পেশাদারি নিয়ে ফের উঠেছে প্রশ্ন। বিপিএল ২০২৫ শুরু হওয়ার পর থেকেই বিতর্কিত দুর্বার রাজশাহী। বকেয়া পারিশ্রমিকের ইস্যুটা আঁটার লেগেই আছে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে। চট্টগ্রামে অনুশীলন বাতিলের ঘটনার পর এবার চরম অসন্তুষ্টি কাজ করছে তাদের বিদেশি ক্রিকেটারদের মধ্যেও।
সকালে রাজশাহীর এক বিদেশি ক্রিকেটার আজকের পত্রিকাকে বলেছেন, ‘বিপিএল শেষ হয়ে যাচ্ছে, এখন আমাদের হাতে একটি চুক্তিপত্র এল, কিন্তু টাকা-পয়সার বিষয়টার সুরাহা এখনো হয়নি। ভবিষ্যতে এখানে খেলতে আসার আগে খুব ভেবে সিদ্ধান্ত নেব।’ আরেকজন বিদেশি ক্রিকেটার জানিয়েছেন, তাঁদের কাছে পারিশ্রমিকের বিষয়টি পরিষ্কার নয়, এই পরিস্থিতিতে খেলা চালিয়ে যাওয়া কঠিন বলে তিনি মনে করেন।
আরও পড়ুন:
আজ আবার আলোচনায় দুর্বার রাজশাহী। এবারও সেই পারিশ্রমিক ইস্যু। বেঁকে বসেছেন বিদেশি ক্রিকেটাররা, পারিশ্রমিক বুঝে না পেলে আজ সন্ধ্যায় তাঁরা রংপুরের বিপক্ষে ম্যাচ খেলবেন না—বিষয়টি নিয়ে আজ দুপুরে আজকের পত্রিকায় একটি প্রতিবেদনও প্রকাশ হয়েছে। তাঁদের ম্যাচ বয়কটের হুমকি শেষ পর্যন্ত সত্যি হয় কি না, এমন সংশয় দেখা দেয় বিকেলেও।
প্রতিপক্ষ রংপুর রাইডার্স যেখানে নিয়ম মেনে খেলা শুরুর দুই ঘণ্টা আগে চলে এসেছে, সেখানে দুর্বার রাজশাহীর দেখা নেই! বিকেল ৫টার দিকে, রংপুর মাঠে আসার প্রায় ১ ঘণ্টা পর স্টেডিয়ামে প্রবেশ করে রাজশাহী দল। ম্যাচের আগে গা গরমের অনুশীলনে মাঠে উপস্থিত বিদেশিদের মধ্যে শুধু কোচ এজাজ আহমেদকেই দেখা গেল। প্রধান কোচ এজাজ আহমেদ এলেও বাকি বিদেশি কোচিং স্টাফরা আসেননি।
হোটেল ওয়েস্টিনের সামনে আজ সকালে দেখা যায় রাজশাহীর ক্রিকেটারদের ব্যাগপত্তর পড়ে আছে সিঁড়িতে। কাল গভীর রাতে আকস্মিকভাবে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয় হোটেল বদলের কথা। ম্যাচের কয়েক ঘণ্টা আগে টিম হোটেল বদলে দলের খেলোয়াড়েরা বিরক্ত, হতাশ। একই সঙ্গে দুর্বার রাজশাহীর পেশাদারি নিয়ে ফের উঠেছে প্রশ্ন। বিপিএল ২০২৫ শুরু হওয়ার পর থেকেই বিতর্কিত দুর্বার রাজশাহী। বকেয়া পারিশ্রমিকের ইস্যুটা আঁটার লেগেই আছে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে। চট্টগ্রামে অনুশীলন বাতিলের ঘটনার পর এবার চরম অসন্তুষ্টি কাজ করছে তাদের বিদেশি ক্রিকেটারদের মধ্যেও।
সকালে রাজশাহীর এক বিদেশি ক্রিকেটার আজকের পত্রিকাকে বলেছেন, ‘বিপিএল শেষ হয়ে যাচ্ছে, এখন আমাদের হাতে একটি চুক্তিপত্র এল, কিন্তু টাকা-পয়সার বিষয়টার সুরাহা এখনো হয়নি। ভবিষ্যতে এখানে খেলতে আসার আগে খুব ভেবে সিদ্ধান্ত নেব।’ আরেকজন বিদেশি ক্রিকেটার জানিয়েছেন, তাঁদের কাছে পারিশ্রমিকের বিষয়টি পরিষ্কার নয়, এই পরিস্থিতিতে খেলা চালিয়ে যাওয়া কঠিন বলে তিনি মনে করেন।
আরও পড়ুন:
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে হার দিয়ে শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ তারা ৭৯ রানে হরে গেছে পাকিস্তান শাহিনস তথা পাকিস্তান ‘এ’ দলের কাছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে তাওহীদ হৃদয় ফেসবুকে সাধারণত যেকোনো বিষয়ে পোস্ট দেন বিস্তারিত লিখে। আজ ফেসবুকে তিনি যেটা লিখেছেন, সেখানে রীতিমতো ক্ষোভই ঝেড়েছেন। কিন্তু কী নিয়ে খেপলেন বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটার?
২ ঘণ্টা আগেবাবা কিংবদন্তি ক্রিকেটার। ছেলে নিজেও ক্রিকেট খেলেন। কিন্তু বাবা এতই বড় ক্রিকেটার ছিলেন যে—তাঁর ছায়া থেকে বেরিয়ে আসা হয়নি অর্জুন টেন্ডুলকারের। এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলার কথা, বলা হচ্ছে শচীন টেন্ডুলকার তনয় অর্জুনের কথা।
২ ঘণ্টা আগে