Ajker Patrika

আড়াই বছর পর ব্যাটিংয়ে নামতে গিয়ে হতভম্ব চাহাল

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১৬: ১৩
আড়াই বছর পর ব্যাটিংয়ে নামতে গিয়ে হতভম্ব চাহাল

বোলার হওয়ায় ব্যাটিংয়ে নামার সুযোগ এমনিতে কম পান যুজবেন্দ্র চাহাল। সর্বশেষ প্রায় আড়াই বছর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। এরপর গতকাল ব্যাটিংয়ে নামার সুযোগ পান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামতে গিয়ে একটা হতভম্বেই পড়ে গিয়েছিলেন ভারতীয় লেগ স্পিনার। 

৯ম ব্যাটার হিসেবে আর্শদীপ সিংয়ের সঙ্গী হতে মাঠে নেমেও প্রায় মাঠের বাইরেই থাকতে হচ্ছিল চাহালকে। শেষ পর্যন্ত অবশ্য তিনিই ব্যাটিং করেছেন ক্রিকেটের নিয়মের কারণে। ঘটনাটি ঘটে শেষ ওভারে। কুলদীপ যাদব আউট হলে ব্যাটিংয়ে নামার মতো তিনি আর মুকেশ কুমার একাদশে ছিলেন। 

মুকেশের অভিষেক ম্যাচ হওয়ায় ব্যাট–প্যাড পরে তাই মাঠে নেমেছিলেন চাহাল। ক্রিজে থাকা আর্শদীপের কাছাকাছিও চলে যান। কিন্তু ভারতীয় পেসার চাহালকে ড্রেসিংরুমের সিদ্ধান্তের কথা জানালে মাঠ থেকে বেরিয়ে যান। তখন মুকেশ নামতে যাচ্ছিলেন। কিন্তু সে সময় মাঠের আম্পায়াররা চাহালকেই ব্যাটিংয়ে নামার জন্য ডাক দেন। এতে করে দীর্ঘ অপেক্ষার পর আবারও ব্যাটিং করার সুযোগ পান।

ক্রিকেট আইনের ২৫.২ নম্বর ধারা অনুযায়ী ব্যাটিং করতে হয়েছে চাহালকে। ধারায় বলা হয়েছ, যখনই কোনো ব্যাটার মাঠে প্রথম পা রাখবেন তখন ধরে নেওয়া হবে যে তাঁর ইনিংস শুরু হয়ে গেছে। এ কারণে ড্রেসিংরুমে চলে যেতে গিয়েও চাহালকে ফিরে আসতে হয়। 

ব্যাটিং করলেও দলকে আর জেতাতে পারেননি চাহাল। অবশ্য ম্যাচ জেতানোর আশাও করা যায় না তাঁর কাছ থেকে। আগের ৭৫ ম্যাচে যে করতে পেরেছেন মাত্র ৫ রান। তার উপর তিনি যখন মাঠে নেমেছিলেন সে সময় ভারতের প্রয়োজন ছিল ৫ বলে ১০ রান। মুখোমুখি প্রথম বলে ১ রান নিয়ে নিজের কাজটা অবশ্য ঠিকঠাক মতোই করেছেন তিনি। এরপর আর্শদীপের উপর ম্যাচ জেতানোর দায়িত্ব পড়লে ওভারের পঞ্চম বলে ২ রান নিতে গিয়ে রান আউট হলে ভারতের আশা শেষ হয়। শেষ বলে ৬ মারতে পারলে জিততে পারত ভারত। শেষ বলে ১ রানের বেশি করতে পারেননি অভিষিক্ত মুকেশ। এতে প্রথম টি–টোয়েন্টিতে ৪ রানের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত