বাংলাদেশের কাছে ডেভিড মালান নাম তেমন একটা অপরিচিত হওয়ার কথা নয়। এই তো এ বছরই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন তিনি। সেই ‘চেনা’ মালানের কাছেই আজ ধর্মশালায় বাংলাদেশকে বেশ অচেনা লাগছে। সাকিব আল হাসান, তাসকিন আহমেদদের বেধড়ক পিটিয়ে রানের বন্যা বইয়ে দিয়েছেন। মালানের উইকেট পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ৩৮ ওভার পর্যন্ত।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মালান এবারের বিপিএলে খেলেছেন দুই ম্যাচ। ২ ম্যাচে ২৭ গড় ও ১১২.৫০ গড়ে করেছেন ৫৪ রান। এ দুই ম্যাচেই যেন বাংলাদেশের বোলারদের ভালোমতো চিনে ফেলেছেন মালান। সেই সুযোগটা আজ ধর্মশালায় ভালোমতোই কাজে লাগাচ্ছেন তিনি। যেখানে ইনিংসের প্রথম ওভারে বাউন্ডারি মেরে শুরু করেছেন। তাণ্ডব শুরু করেছেন পঞ্চম ওভার থেকে। ওভারের তৃতীয় ও চতুর্থ বলে মোস্তাফিজুর রহমানকে চার ও ছক্কা মারেন। ঠিক তার পরের বলেই ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ফ্লিকে ইনিংসের প্রথম ছক্কা মারেন ইংল্যান্ডের বাঁহাতি ব্যাটার। ৩৯ বলে তুলে নিয়েছেন বিশ্বকাপে নিজের প্রথম ফিফটি। জনি বেয়ারস্টোর ১০৭ বলে ১১৫ রানের উদ্বোধনী জুটি গড়তে অবদান রেখেছেন মালান।
উদ্বোধনী জুটি ভাঙার পর কিছুটা রয়েসয়ে খেলেন মালান। বিশ্বকাপে নিজের প্রথম ফিফটির পর তা সেঞ্চুরিতে রূপান্তর করতে লেগেছে আরও ৫২ বল। ৯১ বলে ওয়ানডের ষষ্ঠ সেঞ্চুরি তোলার পর আরও বিধ্বংসী হয়ে ওঠেন তিনি। ৩৩তম ওভারে মেহেদী হাসান মিরাজের ওপর ঝড় বইয়ে দিয়েছেন। তৃতীয় থেকে ষষ্ঠ বলে ২টি করে চার ও ছক্কায় মালান নিয়ে ফেলেন ২০ রান। ইংল্যান্ডের বাহাতি ব্যাটারকে থামানোই যেন কঠিন হয়ে পড়ে বাংলাদেশের জন্য। মনে হচ্ছিল বিশ্বকাপেই ওয়ানডের প্রথম ডাবল সেঞ্চুরি পেয়ে যাবেন। তবে তা আর হতে দেননি শেখ মেহেদি হাসান। ৩৮তম ওভারের দ্বিতীয় বলে মেহেদির কুইকার লেগ সাইডে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন মালান। ১০৭ বলে ১৬ চার ও ৫ ছক্কায় ১৪০ রান করেন ইংল্যান্ডের বাঁহাতি ব্যাটার। রুটের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১১৭ বলে ১৫১ রানের জুটি ভেঙেছেন মেহেদি।
মালানের পর উইকেটে আসেন অধিনায়ক জস বাটলার। রুটের সঙ্গে তৃতীয় উইকেটে ১৪ বলে ৩০ রানের ঝোড়ো জুটি গড়েছেন ইংল্যান্ড অধিনায়ক। ১০ বলে ১ চার ও ১ ছক্কায় ২০ রান করা বাটলার বোল্ড হয়েছেন শরীফুল ইসলামের বলে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ২৯৮ রান। ৬৩ বলে ৮০ রানে ব্যাটিং করছেন রুট। আর ব্রুক ১ বলে ১ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের কাছে ডেভিড মালান নাম তেমন একটা অপরিচিত হওয়ার কথা নয়। এই তো এ বছরই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন তিনি। সেই ‘চেনা’ মালানের কাছেই আজ ধর্মশালায় বাংলাদেশকে বেশ অচেনা লাগছে। সাকিব আল হাসান, তাসকিন আহমেদদের বেধড়ক পিটিয়ে রানের বন্যা বইয়ে দিয়েছেন। মালানের উইকেট পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ৩৮ ওভার পর্যন্ত।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মালান এবারের বিপিএলে খেলেছেন দুই ম্যাচ। ২ ম্যাচে ২৭ গড় ও ১১২.৫০ গড়ে করেছেন ৫৪ রান। এ দুই ম্যাচেই যেন বাংলাদেশের বোলারদের ভালোমতো চিনে ফেলেছেন মালান। সেই সুযোগটা আজ ধর্মশালায় ভালোমতোই কাজে লাগাচ্ছেন তিনি। যেখানে ইনিংসের প্রথম ওভারে বাউন্ডারি মেরে শুরু করেছেন। তাণ্ডব শুরু করেছেন পঞ্চম ওভার থেকে। ওভারের তৃতীয় ও চতুর্থ বলে মোস্তাফিজুর রহমানকে চার ও ছক্কা মারেন। ঠিক তার পরের বলেই ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ফ্লিকে ইনিংসের প্রথম ছক্কা মারেন ইংল্যান্ডের বাঁহাতি ব্যাটার। ৩৯ বলে তুলে নিয়েছেন বিশ্বকাপে নিজের প্রথম ফিফটি। জনি বেয়ারস্টোর ১০৭ বলে ১১৫ রানের উদ্বোধনী জুটি গড়তে অবদান রেখেছেন মালান।
উদ্বোধনী জুটি ভাঙার পর কিছুটা রয়েসয়ে খেলেন মালান। বিশ্বকাপে নিজের প্রথম ফিফটির পর তা সেঞ্চুরিতে রূপান্তর করতে লেগেছে আরও ৫২ বল। ৯১ বলে ওয়ানডের ষষ্ঠ সেঞ্চুরি তোলার পর আরও বিধ্বংসী হয়ে ওঠেন তিনি। ৩৩তম ওভারে মেহেদী হাসান মিরাজের ওপর ঝড় বইয়ে দিয়েছেন। তৃতীয় থেকে ষষ্ঠ বলে ২টি করে চার ও ছক্কায় মালান নিয়ে ফেলেন ২০ রান। ইংল্যান্ডের বাহাতি ব্যাটারকে থামানোই যেন কঠিন হয়ে পড়ে বাংলাদেশের জন্য। মনে হচ্ছিল বিশ্বকাপেই ওয়ানডের প্রথম ডাবল সেঞ্চুরি পেয়ে যাবেন। তবে তা আর হতে দেননি শেখ মেহেদি হাসান। ৩৮তম ওভারের দ্বিতীয় বলে মেহেদির কুইকার লেগ সাইডে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন মালান। ১০৭ বলে ১৬ চার ও ৫ ছক্কায় ১৪০ রান করেন ইংল্যান্ডের বাঁহাতি ব্যাটার। রুটের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১১৭ বলে ১৫১ রানের জুটি ভেঙেছেন মেহেদি।
মালানের পর উইকেটে আসেন অধিনায়ক জস বাটলার। রুটের সঙ্গে তৃতীয় উইকেটে ১৪ বলে ৩০ রানের ঝোড়ো জুটি গড়েছেন ইংল্যান্ড অধিনায়ক। ১০ বলে ১ চার ও ১ ছক্কায় ২০ রান করা বাটলার বোল্ড হয়েছেন শরীফুল ইসলামের বলে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ২৯৮ রান। ৬৩ বলে ৮০ রানে ব্যাটিং করছেন রুট। আর ব্রুক ১ বলে ১ রানে অপরাজিত আছেন।
রাজনৈতিক টানাপোড়েনে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ এখন আর দেখা যায় না। দুই দলের ম্যাচ নিয়ে সংশয়, অনিশ্চয়তা তৈরি হয় বহুজাতীয় টুর্নামেন্টেও। ২০২৫ এশিয়া কাপ আয়োজন নিয়ে তো আর কম জলঘোলা হয়নি। জটিলতা কাটিয়ে এশিয়া কাপ ঠিক সময়েই হতে যাচ্ছে।
১১ ঘণ্টা আগেবড় লক্ষ্য বাংলাদেশ ‘এ’ দল দিতে পারেনি মেলবোর্ন স্টারস একাডেমিকে। টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয়ের জন্য স্বাগতিক দলের লক্ষ্য ছিল ১৫৭। ৩ উইকেট ও ৪ বল হাতে রেখেই সেই লক্ষ্যে পৌঁছে ৩ উইকেটে জিতেছে মেলবোর্ন স্টারস একাডেমি।
১২ ঘণ্টা আগেসিলেটে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। এর মধ্যে দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে খবর—বাংলাদেশ দলের ওপেনার তানজিদ তামিম বাগদান সেরেছেন। তাঁর নামে খোলা একটি অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট আসায় বেশ কিছু গণমাধ্যমও উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রকাশ করে।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশের বিপক্ষে গত মাসে ওয়ানডে সিরিজে কাঁপিয়ে দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হাসারাঙ্গা নিয়েছিলেন ৯ উইকেট। এক মাস পর এবার জিম্বাবুয়ে সিরিজে তাঁকে পাচ্ছে না শ্রীলঙ্কা।
১৪ ঘণ্টা আগে