Ajker Patrika

প্রথম ম্যাচে ধাক্কার পর বড় জয় বাংলাদেশ যুবাদের

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১২: ১৫
প্রথম ম্যাচে ধাক্কার পর বড় জয় বাংলাদেশ যুবাদের

ইংল্যান্ডের কাছে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ইংলিশদের কাছে ধরাশায়ী হলেও দ্বিতীয় ম্যাচে বড় জয়ের দেখা পেয়েছেন যুবারা। এই জয়ে টুর্নামেন্টের শিরোপা ধরে রাখার মিশনে পরের রাউন্ডের আশা জিইয়ে রাখল রকিবুল হাসানের দল। 

রিপন মণ্ডল, এস এম মেহেরবের বোলিং তোপের পর ব্যাটিংয়ে ওপেনার ইফতিখারের ফিফটি। ফলশ্রুতিতে কানাডাকে ৮ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। কানাডার দেওয়া ১৩৭ রানের লক্ষ্য ১১৯ বল হাতে রেখেই পেরিয়ে যান যুবারা। ইফতিখার ৮৯ বলে ৭ চারে ৬১ অপরাজিত এক ইনিংস খেলেন। ৩৩ রান আসে প্রান্তিক নওরোজ নাবিলের ব্যাট থেকে। 

ইফতিখারের সঙ্গে ২০ রান করে অপরাজিত থাকেন আইচ মোল্লা। মাহফিজুল ইসলামের ব্যাট থেকে আসে ১২ রান। ২ উইকেট হারিয়ে ৩০.১ ওভারে ১৪১ রান করে কানাডার দেওয়া লক্ষ্য পেরিয়ে যায় বাংলাদেশ। কানাডার হয়ে একটি করে উইকেট নেন পার্মবীর খারুদ ও ইথান গিবসন।

এর আগে টস জিতে ব্যাটিং বেছে নেয় কানাডা। কিন্তু বাংলাদেশ যুবাদের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়ে তারা। বাংলাদেশের হয়ে বোলিংয়ে দাপট দেখান রিপন ও মেহেরব। দুজনেই চারটি করে উইকেট নেন। দুটি উইকেট নেন আশিকুর জামান। ৪৪.৩ ওভারে কানাডার স্কোর যে ১৩৬-এ পোঁছায়, তার বড় কৃতিত্ব ওপেনার অনুপ চিমার ফিফটি। ১১৭ বলে ৭ চারে ৬৩ রান করেন অনুপ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত