Ajker Patrika

বাংলাদেশের ভবিষ্যৎ তারকার নাম বললেন পাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ মে ২০২৩, ০৯: ৪২
বাংলাদেশের ভবিষ্যৎ তারকার নাম বললেন পাপন

বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডবের অবদান অনন্য। টানা দেড় দশকের বেশি সময় দেশের ক্রিকেটে অনেক স্মরণীয় মুহূর্ত এনে দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবালরা। তাঁদের ক্যারিয়ার গোধূলিলগ্নে আসায় এখন প্রশ্ন উঠেছে বাংলাদেশকে পথ দেখাবেন কারা। 

ইতিমধ্যে দু-একজন ভিন্ন ভিন্ন সংস্করণকে বিদায়ও জানিয়েছেন। ভবিষ্যৎ তারকার বিষয়ে আজ নাজমুল হাসান পাপনকেও প্রশ্ন করা হয়। বিসিবি সভাপতি প্রশ্নের জবাবে বেশ কয়েকজন ক্রিকেটারের নাম উল্লেখ করেছেন। 
 
আজ গুলশানে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) ১০ বছর পূর্তি অনুষ্ঠানে পাপন বলেছেন, ‘পাইপলাইনে আমাদের কিছু তারকা আছে। সমস্যা হচ্ছে তুলনা করতে গেলে। আমি যদি সবচেয়ে সাধারণ নামগুলো বাদও দিই, মিরাজ গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। তার ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ 

এরপর একে একে আরো কয়েকজনের নাম জানান পাপন। তিনি বলেছেন, ‘শান্তর কথা চিন্তা করেন, লিটন দাস—যতগুলো নামই বলব, সবাই সম্ভাবনাময়ী। হাসান মাহমুদ, তাসকিন তো আছেই। তবে এরা যে সবাই তারকা হয়ে গেছে তা না। কিন্তু তারা প্রক্রিয়ার মধ্যে আছে। ব্যক্তিগতভাবে মনে করি, আরও অনেক খেলোয়াড় আছে। তবে টি-টোয়েন্টির কথা ধরলে সাকিব ছাড়া কেউ নেই, পুরোনোদের মধ্যে। আমার ধারণা, পরের বিশ্বকাপে এই দলের কাছ থেকে ভালো পারফরম্যান্স দেখতে পাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত