Ajker Patrika

মাইলফলকের ম্যাচে হেরে কী বললেন পান্ডিয়া 

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১৬: ৫৬
মাইলফলকের ম্যাচে হেরে কী বললেন পান্ডিয়া 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গতকাল ‘ডাবল সেঞ্চুরি’ পূর্ণ করল ভারত। ভারতের মাইলফলকের এই ম্যাচ ছিল শ্বাসরুদ্ধকর। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ ওভারে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ৪ রানে হেরে যায় হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারত। 
 
ত্রিনিদাদের তারুবায় ব্রায়ান লারা স্টেডিয়ামে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় ভারত-ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রান করে উইন্ডিজ। রান তাড়া করতে নেমে ১৫ ওভারে ৪ উইকেটে ১১৩ রান করে ভারত। তখন ব্যাটিং করছিলেন পান্ডিয়া ও সাঞ্জু স্যামসন। ১৬তম ওভারে পান্ডিয়া, স্যামসন এই দুটো উইকেটই হারায় ভারত। যেখানে শেষ ওভারে জয়ের জন্য সফরকারীদের দরকার ছিল ১০ রান, হাতে ৩ উইকেট। শেষ পর্যন্ত ভারত করতে পারে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৫ রান। 

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েই ভারত হেরে গেছে বলে মনে করছেন পান্ডিয়া। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় এই অলরাউন্ডার বলেন, ‘আমরা রান তাড়ায় সঠিক অবস্থাতেই ছিলাম। কিছু ভুলের মূল্য দিতে হয়েছে আমাদের। তবু ঠিক আছে। তরুণ দল ভুল করবে। পুরো ম্যাচেই আমরা দাপট দেখিয়ে খেলেছি। আমি বিশ্বাস করি যে টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেট হারালে রান তাড়া করা কঠিন হয়ে যায়।’ 
 
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুকেশ কুমারের। প্রথমে টেস্ট, তারপর ওয়ানডে আর গতকাল টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে মুকেশের। ৩ ওভারে ২৪ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রথম ম্যাচ গতকাল খেলেন তিলক ভার্মা। ২২ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৯ রান করেন তিলক। অভিষিক্ত এই দুই ক্রিকেটারের প্রশংসা করেছেন হার্দিক, ‘দুই সপ্তাহ আগে মুকেশের অভিষেক হয়েছে এবং তিন সংস্করণে তার (মুকেশ) অভিষেক ম্যাচ দারুণ ছিল। তিলক যেভাবে ইনিংস শুরু করেছে, তাতে আমি খুশি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত