নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চেন্নাইতে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণের তোপে পড়ে এলোমেলো বাংলাদেশের ব্যাটিং অর্ডার। ৫৬ রানেই ৪ উইকেট হারিয়েছে তারা। বিপর্যয়ের শুরু লিটন দাসকে দিয়েই। ‘গোল্ডেন ডাক’ মেরে ট্রেন্ট বোল্টের করা ইনিংসের প্রথম বলেই ড্রেসিংরুমে ফিরেছেন এই ওপেনার।
আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও শুরু থেকে ছিলেন নড়বড়ে। এর মধ্যেও চারটা বাউন্ডারি মেরেছেন, কিন্তু যখনই থিতু হচ্ছিলেন, তখনই উইকেট দিয়ে ফিরেছেন। অষ্টম ওভারের শেষ বলে লকি ফার্গুসনের শিকার হয়েছেন তানজিদ তামিম। ১৭ বলে ১৬ রান করে স্কয়ার লেগে ডেভন কনওয়েকে ক্যাচ দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
তিন নম্বরে নেমে দারুণ শুরু করেছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি এই অলরাউন্ডার। ফার্গুসনের বলে পুল করতে গিয়ে ডিপ ফাইন লেগে হেনরিকে ক্যাচ দিয়ে ফিরেছেন মিরাজ। ৪৬ বলে ৪ চারে ৩০ রান করেন মিরাজ। এরপর ১৩তম ওভারে গ্লেন ফিলিপসের বলে কনওয়েকে ক্যাচ দিয়ে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। ৭ রান এসেছে তাঁর ব্যাট থেকে।
এই প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৭ রান। মুশফিকুর রহিম ৫ রানে অপরাজিত আছেন। রানের খাতা খোলার অপেক্ষায় আছেন সাকিব আল হাসান।
বাংলাদেশে দলের ভঙ্গুর ওপেনিং নিয়ে দুশ্চিন্তা অনেক দিন ধরেই লেগে আছে। বিশ্বকাপেও সময় মতো জ্বলে উঠতে পারছেন না টপ অর্ডার ব্যাটাররা। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওপেনিং জুটির স্থায়িত্ব ছিল মাত্র ১৯ রান। ২৭ রানের মধ্যে ফিরেছিলেন দুই ওপেনার—লিটন দাস ও তানজিদ হাসান তামিম। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৪ রানে ভাঙে ওপেনিং জুটি। আজ তো নিউজিল্যান্ডের বিপক্ষে রানের খাতা খোলার আগেই জুটি ভাঙল।
চেন্নাইতে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণের তোপে পড়ে এলোমেলো বাংলাদেশের ব্যাটিং অর্ডার। ৫৬ রানেই ৪ উইকেট হারিয়েছে তারা। বিপর্যয়ের শুরু লিটন দাসকে দিয়েই। ‘গোল্ডেন ডাক’ মেরে ট্রেন্ট বোল্টের করা ইনিংসের প্রথম বলেই ড্রেসিংরুমে ফিরেছেন এই ওপেনার।
আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও শুরু থেকে ছিলেন নড়বড়ে। এর মধ্যেও চারটা বাউন্ডারি মেরেছেন, কিন্তু যখনই থিতু হচ্ছিলেন, তখনই উইকেট দিয়ে ফিরেছেন। অষ্টম ওভারের শেষ বলে লকি ফার্গুসনের শিকার হয়েছেন তানজিদ তামিম। ১৭ বলে ১৬ রান করে স্কয়ার লেগে ডেভন কনওয়েকে ক্যাচ দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
তিন নম্বরে নেমে দারুণ শুরু করেছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি এই অলরাউন্ডার। ফার্গুসনের বলে পুল করতে গিয়ে ডিপ ফাইন লেগে হেনরিকে ক্যাচ দিয়ে ফিরেছেন মিরাজ। ৪৬ বলে ৪ চারে ৩০ রান করেন মিরাজ। এরপর ১৩তম ওভারে গ্লেন ফিলিপসের বলে কনওয়েকে ক্যাচ দিয়ে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। ৭ রান এসেছে তাঁর ব্যাট থেকে।
এই প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৭ রান। মুশফিকুর রহিম ৫ রানে অপরাজিত আছেন। রানের খাতা খোলার অপেক্ষায় আছেন সাকিব আল হাসান।
বাংলাদেশে দলের ভঙ্গুর ওপেনিং নিয়ে দুশ্চিন্তা অনেক দিন ধরেই লেগে আছে। বিশ্বকাপেও সময় মতো জ্বলে উঠতে পারছেন না টপ অর্ডার ব্যাটাররা। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওপেনিং জুটির স্থায়িত্ব ছিল মাত্র ১৯ রান। ২৭ রানের মধ্যে ফিরেছিলেন দুই ওপেনার—লিটন দাস ও তানজিদ হাসান তামিম। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৪ রানে ভাঙে ওপেনিং জুটি। আজ তো নিউজিল্যান্ডের বিপক্ষে রানের খাতা খোলার আগেই জুটি ভাঙল।
দুই দিনের ব্যবধানে আবাহনী-বসুন্ধরা কিংস আবারও মুখোমুখি হলো। আবাহনীর সামনে সুযোগ ছিল দারুণ কিছু করে ফেডারেশন কাপের ফাইনালে হারের দুঃখ কিছুটা মোচন করার। সেটি তো সম্ভব হলোই না, উল্টো বসুন্ধরার কাছে ২-০ গোলে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাদৌড়ে কিছুটা পিছিয়েই পড়ল তারা। দুই অর্ধের শুরুতে দুটি গোলই
৯ ঘণ্টা আগেকাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এর মধ্যেই ভারত সরকার পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংবাদমাধ্যম, ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে তাদের দেশে। রেহায় পায়নি ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও। শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ব্লক করেছে তারা। এবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতি
১১ ঘণ্টা আগেসাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।
১২ ঘণ্টা আগেতিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
১৩ ঘণ্টা আগে