টেস্ট অভিষেকের প্রথম ইনিংসেই বাজে শটে আউট হয়েছিলেন জাকের আলী অনিক। করেছিলেন মাত্র ২ রান। মিরপুর শেরেবাংলায় দ্বিতীয় ইনিংসে সেই জাকেরকে দেখা গেল ভিন্ন রূপে। ধ্বংসতূপে দাঁড়িয়ে প্রতিরোধ গড়েছেন মেহেদী হাসান মিরাজের সঙ্গে জুটি বেঁধে। তবে জুটির রেকর্ড নতুন করে গড়তে না গড়তেই ড্রেসিংরুমের পথ ধরলেন জাকের।
জাকের ও মিরাজের অবশ্য পরিসংখ্যান, রেকর্ড নিয়ে অত ভাববার সময় ছিল না। কারণ মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ তৃতীয় দিনে লাঞ্চ বিরতির আগেই ইনিংস হার চোখ রাঙাচ্ছিল বাংলাদেশকে। বিপদসংকুল পরিস্থিতিতে সপ্তম উইকেটে জাকের-মিরাজ গড়েছেন ১৩৮ রানের জুটি। যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এর আগের এই রেকর্ডটা ছিল ২০০৩ সালে। চট্টগ্রামে প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে ১৩১ রান যোগ করেছিলেন হাবিবুল বাশার সুমন ও জাভেদ ওমর বেলিম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এই দুইবারই ১০০ পেরিয়েছে বাংলাদেশের জুটি।
২০২ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ গতকাল দ্বিতীয় দিনেই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে যায়। তৃতীয় দিনে আজ ব্যাটিংয়ে নামার সময় স্বাগতিকদের স্কোর ২৭.১ ওভরে ৩ উইকেটে ১০১ রান। সকালের শুরুতে মেঘাচ্ছন্ন আবহাওয়ার সুবিধা সুন্দরভাবে কাজে লাগাতে থাকে দক্ষিণ আফ্রিকা। প্রথমে জোড়া আঘাতে কাগিসো রাবাদা ফিরিয়েছেন মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিমকে। লিটন দাসও দ্রুত (৭ বলে ৭ রান) ড্রেসিংরুমের পথ ধরলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৬ উইকেটে ১১২ রান।
রাবাদা, কেশব মহারাজদের বলগুলো যখন ‘মৃত্যুবাণের’ মতো কাজ করছিল, তখন মোটেও বিচলিত হননি জাকের ও মিরাজ। বাংলাদেশের এই ব্যাটার ঠাণ্ডা মাথায় প্রোটিয়া বোলারদের সামলেছেন। দুজনেই ফিফটি তুলে নিয়েছেন। টেস্ট ক্যারিয়ারের নবম ফিফটি মিরাজ পেয়েছেন ৯৪ বল। অভিষিক্ত জাকের তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি ছুঁয়েছেন ১০২ বলে। ৭৩তম ওভারের চতুর্থ বলে ডেন পিটকে চার মেরে ফিফটি তুলে নিয়েছেন জাকের। সপ্তম উইকেটে ১৩৮ রানের রেকর্ড জুটি গড়তে জাকের-মিরাজ খেলেছেন ২৪৫ বল। ৭৬তম ওভারের প্রথম বলে জাকেরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন মহারাজ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি জাকের। ১১১ বলে করেছেন ৫৮ রান। মোসাদ্দেক হোসেনের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৮ নম্বরে নেমে অভিষেক টেস্টে ফিফটির কীর্তি জাকেরের।
মিরপুরে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের দুই দিন আলোক স্বল্পতার কারণে আগেভাগে খেলা শেষ করতে হয়েছিল। তৃতীয় দিনে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮০ ওভারে ৭ উইকেটে ২৬৭ রান করেছে বাংলাদেশ। মিরাজ ৭৭ রানে ব্যাটিং করছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের সেরা পাঁচ জুটি
রান উইকেট ভেন্যু সাল
জাকের আলী অনিক-মেহেদী হাসান মিরাজ ১৩৮ সপ্তম মিরপুর ২০২৪
হাবিবুল বাশার সুমন-জাভেদ ওমর বেলিম ১৩১ দ্বিতীয় চট্টগ্রাম ২০০৩
মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিম ৯৪ চতুর্থ মিরপুর ২০১৫
মাহমুদউল্লাহ রিয়াদ-তামিম ইকবাল ৮৯ তৃতীয় চট্টগ্রাম ২০১৫
হাবিবুল বাশার সুমন-হান্নান সরকার ৮৪ দ্বিতীয় পচেফস্ট্রুম ২০০২
টেস্ট অভিষেকের প্রথম ইনিংসেই বাজে শটে আউট হয়েছিলেন জাকের আলী অনিক। করেছিলেন মাত্র ২ রান। মিরপুর শেরেবাংলায় দ্বিতীয় ইনিংসে সেই জাকেরকে দেখা গেল ভিন্ন রূপে। ধ্বংসতূপে দাঁড়িয়ে প্রতিরোধ গড়েছেন মেহেদী হাসান মিরাজের সঙ্গে জুটি বেঁধে। তবে জুটির রেকর্ড নতুন করে গড়তে না গড়তেই ড্রেসিংরুমের পথ ধরলেন জাকের।
জাকের ও মিরাজের অবশ্য পরিসংখ্যান, রেকর্ড নিয়ে অত ভাববার সময় ছিল না। কারণ মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ তৃতীয় দিনে লাঞ্চ বিরতির আগেই ইনিংস হার চোখ রাঙাচ্ছিল বাংলাদেশকে। বিপদসংকুল পরিস্থিতিতে সপ্তম উইকেটে জাকের-মিরাজ গড়েছেন ১৩৮ রানের জুটি। যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এর আগের এই রেকর্ডটা ছিল ২০০৩ সালে। চট্টগ্রামে প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে ১৩১ রান যোগ করেছিলেন হাবিবুল বাশার সুমন ও জাভেদ ওমর বেলিম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এই দুইবারই ১০০ পেরিয়েছে বাংলাদেশের জুটি।
২০২ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ গতকাল দ্বিতীয় দিনেই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে যায়। তৃতীয় দিনে আজ ব্যাটিংয়ে নামার সময় স্বাগতিকদের স্কোর ২৭.১ ওভরে ৩ উইকেটে ১০১ রান। সকালের শুরুতে মেঘাচ্ছন্ন আবহাওয়ার সুবিধা সুন্দরভাবে কাজে লাগাতে থাকে দক্ষিণ আফ্রিকা। প্রথমে জোড়া আঘাতে কাগিসো রাবাদা ফিরিয়েছেন মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিমকে। লিটন দাসও দ্রুত (৭ বলে ৭ রান) ড্রেসিংরুমের পথ ধরলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৬ উইকেটে ১১২ রান।
রাবাদা, কেশব মহারাজদের বলগুলো যখন ‘মৃত্যুবাণের’ মতো কাজ করছিল, তখন মোটেও বিচলিত হননি জাকের ও মিরাজ। বাংলাদেশের এই ব্যাটার ঠাণ্ডা মাথায় প্রোটিয়া বোলারদের সামলেছেন। দুজনেই ফিফটি তুলে নিয়েছেন। টেস্ট ক্যারিয়ারের নবম ফিফটি মিরাজ পেয়েছেন ৯৪ বল। অভিষিক্ত জাকের তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি ছুঁয়েছেন ১০২ বলে। ৭৩তম ওভারের চতুর্থ বলে ডেন পিটকে চার মেরে ফিফটি তুলে নিয়েছেন জাকের। সপ্তম উইকেটে ১৩৮ রানের রেকর্ড জুটি গড়তে জাকের-মিরাজ খেলেছেন ২৪৫ বল। ৭৬তম ওভারের প্রথম বলে জাকেরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন মহারাজ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি জাকের। ১১১ বলে করেছেন ৫৮ রান। মোসাদ্দেক হোসেনের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৮ নম্বরে নেমে অভিষেক টেস্টে ফিফটির কীর্তি জাকেরের।
মিরপুরে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের দুই দিন আলোক স্বল্পতার কারণে আগেভাগে খেলা শেষ করতে হয়েছিল। তৃতীয় দিনে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮০ ওভারে ৭ উইকেটে ২৬৭ রান করেছে বাংলাদেশ। মিরাজ ৭৭ রানে ব্যাটিং করছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের সেরা পাঁচ জুটি
রান উইকেট ভেন্যু সাল
জাকের আলী অনিক-মেহেদী হাসান মিরাজ ১৩৮ সপ্তম মিরপুর ২০২৪
হাবিবুল বাশার সুমন-জাভেদ ওমর বেলিম ১৩১ দ্বিতীয় চট্টগ্রাম ২০০৩
মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিম ৯৪ চতুর্থ মিরপুর ২০১৫
মাহমুদউল্লাহ রিয়াদ-তামিম ইকবাল ৮৯ তৃতীয় চট্টগ্রাম ২০১৫
হাবিবুল বাশার সুমন-হান্নান সরকার ৮৪ দ্বিতীয় পচেফস্ট্রুম ২০০২
বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২৪ মিনিট আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
১ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
২ ঘণ্টা আগেনতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
৩ ঘণ্টা আগে