টেস্ট অভিষেকের প্রথম ইনিংসেই বাজে শটে আউট হয়েছিলেন জাকের আলী অনিক। করেছিলেন মাত্র ২ রান। মিরপুর শেরেবাংলায় দ্বিতীয় ইনিংসে সেই জাকেরকে দেখা গেল ভিন্ন রূপে। ধ্বংসতূপে দাঁড়িয়ে প্রতিরোধ গড়েছেন মেহেদী হাসান মিরাজের সঙ্গে জুটি বেঁধে। তবে জুটির রেকর্ড নতুন করে গড়তে না গড়তেই ড্রেসিংরুমের পথ ধরলেন জাকের।
জাকের ও মিরাজের অবশ্য পরিসংখ্যান, রেকর্ড নিয়ে অত ভাববার সময় ছিল না। কারণ মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ তৃতীয় দিনে লাঞ্চ বিরতির আগেই ইনিংস হার চোখ রাঙাচ্ছিল বাংলাদেশকে। বিপদসংকুল পরিস্থিতিতে সপ্তম উইকেটে জাকের-মিরাজ গড়েছেন ১৩৮ রানের জুটি। যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এর আগের এই রেকর্ডটা ছিল ২০০৩ সালে। চট্টগ্রামে প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে ১৩১ রান যোগ করেছিলেন হাবিবুল বাশার সুমন ও জাভেদ ওমর বেলিম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এই দুইবারই ১০০ পেরিয়েছে বাংলাদেশের জুটি।
২০২ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ গতকাল দ্বিতীয় দিনেই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে যায়। তৃতীয় দিনে আজ ব্যাটিংয়ে নামার সময় স্বাগতিকদের স্কোর ২৭.১ ওভরে ৩ উইকেটে ১০১ রান। সকালের শুরুতে মেঘাচ্ছন্ন আবহাওয়ার সুবিধা সুন্দরভাবে কাজে লাগাতে থাকে দক্ষিণ আফ্রিকা। প্রথমে জোড়া আঘাতে কাগিসো রাবাদা ফিরিয়েছেন মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিমকে। লিটন দাসও দ্রুত (৭ বলে ৭ রান) ড্রেসিংরুমের পথ ধরলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৬ উইকেটে ১১২ রান।
রাবাদা, কেশব মহারাজদের বলগুলো যখন ‘মৃত্যুবাণের’ মতো কাজ করছিল, তখন মোটেও বিচলিত হননি জাকের ও মিরাজ। বাংলাদেশের এই ব্যাটার ঠাণ্ডা মাথায় প্রোটিয়া বোলারদের সামলেছেন। দুজনেই ফিফটি তুলে নিয়েছেন। টেস্ট ক্যারিয়ারের নবম ফিফটি মিরাজ পেয়েছেন ৯৪ বল। অভিষিক্ত জাকের তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি ছুঁয়েছেন ১০২ বলে। ৭৩তম ওভারের চতুর্থ বলে ডেন পিটকে চার মেরে ফিফটি তুলে নিয়েছেন জাকের। সপ্তম উইকেটে ১৩৮ রানের রেকর্ড জুটি গড়তে জাকের-মিরাজ খেলেছেন ২৪৫ বল। ৭৬তম ওভারের প্রথম বলে জাকেরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন মহারাজ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি জাকের। ১১১ বলে করেছেন ৫৮ রান। মোসাদ্দেক হোসেনের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৮ নম্বরে নেমে অভিষেক টেস্টে ফিফটির কীর্তি জাকেরের।
মিরপুরে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের দুই দিন আলোক স্বল্পতার কারণে আগেভাগে খেলা শেষ করতে হয়েছিল। তৃতীয় দিনে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮০ ওভারে ৭ উইকেটে ২৬৭ রান করেছে বাংলাদেশ। মিরাজ ৭৭ রানে ব্যাটিং করছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের সেরা পাঁচ জুটি
রান উইকেট ভেন্যু সাল
জাকের আলী অনিক-মেহেদী হাসান মিরাজ ১৩৮ সপ্তম মিরপুর ২০২৪
হাবিবুল বাশার সুমন-জাভেদ ওমর বেলিম ১৩১ দ্বিতীয় চট্টগ্রাম ২০০৩
মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিম ৯৪ চতুর্থ মিরপুর ২০১৫
মাহমুদউল্লাহ রিয়াদ-তামিম ইকবাল ৮৯ তৃতীয় চট্টগ্রাম ২০১৫
হাবিবুল বাশার সুমন-হান্নান সরকার ৮৪ দ্বিতীয় পচেফস্ট্রুম ২০০২
টেস্ট অভিষেকের প্রথম ইনিংসেই বাজে শটে আউট হয়েছিলেন জাকের আলী অনিক। করেছিলেন মাত্র ২ রান। মিরপুর শেরেবাংলায় দ্বিতীয় ইনিংসে সেই জাকেরকে দেখা গেল ভিন্ন রূপে। ধ্বংসতূপে দাঁড়িয়ে প্রতিরোধ গড়েছেন মেহেদী হাসান মিরাজের সঙ্গে জুটি বেঁধে। তবে জুটির রেকর্ড নতুন করে গড়তে না গড়তেই ড্রেসিংরুমের পথ ধরলেন জাকের।
জাকের ও মিরাজের অবশ্য পরিসংখ্যান, রেকর্ড নিয়ে অত ভাববার সময় ছিল না। কারণ মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ তৃতীয় দিনে লাঞ্চ বিরতির আগেই ইনিংস হার চোখ রাঙাচ্ছিল বাংলাদেশকে। বিপদসংকুল পরিস্থিতিতে সপ্তম উইকেটে জাকের-মিরাজ গড়েছেন ১৩৮ রানের জুটি। যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এর আগের এই রেকর্ডটা ছিল ২০০৩ সালে। চট্টগ্রামে প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে ১৩১ রান যোগ করেছিলেন হাবিবুল বাশার সুমন ও জাভেদ ওমর বেলিম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এই দুইবারই ১০০ পেরিয়েছে বাংলাদেশের জুটি।
২০২ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ গতকাল দ্বিতীয় দিনেই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে যায়। তৃতীয় দিনে আজ ব্যাটিংয়ে নামার সময় স্বাগতিকদের স্কোর ২৭.১ ওভরে ৩ উইকেটে ১০১ রান। সকালের শুরুতে মেঘাচ্ছন্ন আবহাওয়ার সুবিধা সুন্দরভাবে কাজে লাগাতে থাকে দক্ষিণ আফ্রিকা। প্রথমে জোড়া আঘাতে কাগিসো রাবাদা ফিরিয়েছেন মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিমকে। লিটন দাসও দ্রুত (৭ বলে ৭ রান) ড্রেসিংরুমের পথ ধরলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৬ উইকেটে ১১২ রান।
রাবাদা, কেশব মহারাজদের বলগুলো যখন ‘মৃত্যুবাণের’ মতো কাজ করছিল, তখন মোটেও বিচলিত হননি জাকের ও মিরাজ। বাংলাদেশের এই ব্যাটার ঠাণ্ডা মাথায় প্রোটিয়া বোলারদের সামলেছেন। দুজনেই ফিফটি তুলে নিয়েছেন। টেস্ট ক্যারিয়ারের নবম ফিফটি মিরাজ পেয়েছেন ৯৪ বল। অভিষিক্ত জাকের তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি ছুঁয়েছেন ১০২ বলে। ৭৩তম ওভারের চতুর্থ বলে ডেন পিটকে চার মেরে ফিফটি তুলে নিয়েছেন জাকের। সপ্তম উইকেটে ১৩৮ রানের রেকর্ড জুটি গড়তে জাকের-মিরাজ খেলেছেন ২৪৫ বল। ৭৬তম ওভারের প্রথম বলে জাকেরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন মহারাজ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি জাকের। ১১১ বলে করেছেন ৫৮ রান। মোসাদ্দেক হোসেনের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৮ নম্বরে নেমে অভিষেক টেস্টে ফিফটির কীর্তি জাকেরের।
মিরপুরে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের দুই দিন আলোক স্বল্পতার কারণে আগেভাগে খেলা শেষ করতে হয়েছিল। তৃতীয় দিনে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮০ ওভারে ৭ উইকেটে ২৬৭ রান করেছে বাংলাদেশ। মিরাজ ৭৭ রানে ব্যাটিং করছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের সেরা পাঁচ জুটি
রান উইকেট ভেন্যু সাল
জাকের আলী অনিক-মেহেদী হাসান মিরাজ ১৩৮ সপ্তম মিরপুর ২০২৪
হাবিবুল বাশার সুমন-জাভেদ ওমর বেলিম ১৩১ দ্বিতীয় চট্টগ্রাম ২০০৩
মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিম ৯৪ চতুর্থ মিরপুর ২০১৫
মাহমুদউল্লাহ রিয়াদ-তামিম ইকবাল ৮৯ তৃতীয় চট্টগ্রাম ২০১৫
হাবিবুল বাশার সুমন-হান্নান সরকার ৮৪ দ্বিতীয় পচেফস্ট্রুম ২০০২
পেশাদার কারিয়ারে সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলার রেকর্ড কার? এই প্রশ্নে এখন নাম নিতে হবে ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক ফ্যাবিওর। ৪৪ বছর বয়সী এই খেলোয়াড় সবচেয়ে বেশি ১ হাজার ৩৯১টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনকে।
৩ ঘণ্টা আগেএপ্রিলে এএইচএফ কাপে ছিলেন দলের অধিনায়ক। অথচ হকি এশিয়া কাপের দলে সুযোগ পাননি পুষ্কর খীসা মিমো। শুধু তা-ই নয়, বাদ পড়েছেন মঈনুল ইসলাম কৌশিক ও নাঈম উদ্দিন। মিমোর দাবি, সিনিয়রদের পূর্বপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। দল নির্বাচনে হকি ফেডারেশনে গতকাল বাগ্বিতণ্ডাও হয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে।
৩ ঘণ্টা আগেদারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে আজ ৩-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।
৫ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেওয়া ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ উদ্যোগের প্রশংসায় করছেন মুশফিকুর রহিম। কিন্তু এই উদ্যোগের ভালো দিকগুলো যত দিন না বাস্তবায়ন করা হবে, তত দিন কোনো ফল আসবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
৬ ঘণ্টা আগে