টপ এন্ড সিরিজের শুরুটা বিসিবি এইচপি পারফরম্যান্স (এইচপি) শুরু করেছে দারুণভাবে। মেলবোর্ন রেনেগেডসকে নিয়ে ছেলেখেলা করেছে আকবর আলীর নেতৃত্বাধীন এইচপি। অস্ট্রেলিয়ায় চলমান টুর্নামেন্টে দাপট দেখিয়ে খেলে যেতে চায় এইচপি।
ডারউইনের গার্ডেনস ওভাল যেন ছিল আজ ‘এক টুকরো বাংলাদেশ’। গ্যালারিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন প্রবাসী দর্শকেরা। প্রবাসী ভক্ত-সমর্থকদের উপস্থিতিতে ৭৭ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছেন আকবর-রিপন মন্ডল-রাকিবুল ইসলামরা। যেখানে শেষ ৫ উইকেট মেলবোর্ন রেনেগেডস ১৫.২ ওভারে অলআউট হয়েছে ৯৩ রানে। রিপন, রাকিবুল নিয়েছেন তিনটি করে উইকেট। যেখানে ৩.২ ওভার বোলিং করে ২১ রান খরচ করেন রাকিবুল। দুর্দান্ত জয়ের পর বিসিবি প্রচারিত ভিডিওতে রাকিবুল বলেছেন, ‘প্রথমত আলহামদুলিল্লাহ। এরকম একটা টুর্নামেন্টের শুরুতে ম্যাচ জেতা খুবই প্রয়োজন ছিল। ব্যাটিং, বোলিং পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পেরেছি। সামনের ম্যাচগুলোতে কাজে দেবে। ইনশা আল্লাহ, আল্লাহর রহমতে আমরা যেভাবে প্রথম ম্যাচটা জিতে শুরু করেছি, এই আত্মবিশ্বাস ধরে রেখে বাকি ম্যাচগুলো খেলব।’
রেনেগেডস ম্যাচের পরের দিনই মাঠে নামতে হচ্ছে বিসিবি এইচপিকে। বাংলাদেশ সময় আগামীকাল বেলা আড়াইটায় বিগ ব্যাশের আরেক দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে এইচপি। বিগ ব্যাশে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন পার্থ স্করচার্সের বিরুদ্ধে বিসিবি এইচপি খেলবে ১৭ আগস্ট। অস্ট্রেলিয়ার মাঠে বিগ ব্যাশের টিমের বিপক্ষে এমন পারফরম্যান্স অনেক অনুপ্রাণিত করবে বলে মনে করেন রাকিবুল। এই অভিজ্ঞতা বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেলে কাজে লাগাতে চান তরুণ বাঁহাতি স্পিনার।
প্রথমে ব্যাটিং করে বিসিবি এইচপি ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করেছে বিসিবি এইচপি। ইনিংস সর্বোচ্চ ৬৯ রান করেছেন পারভেজ হোসেন ইমন। তিন নম্বরে নেমে ৪৮ বলের ইনিংসে ৭ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। যেখানে বিধ্বংসী ব্যাটিংয়ের পথে এইচপির এক পর্যায়ে স্কোর হয়ে যায় ১০.৫ ওভারে ৪ উইকেটে ৯২ রান। পঞ্চম উইকেট জুটিতে অনূর্ধ্ব-১৯ দলের আরেক সতীর্থ শামীম হোসেন পাটোয়ারীর সঙ্গে ইমন ৫১ রানের জুটি গড়েছেন। ইমন বলেন,
‘লক্ষ্য ছিল যতক্ষণ ব্যাটিং করব, নিজের প্রক্রিয়া মেনে ব্যাটিং করব। একটা সময় দেখা গেছে, আমরা শুরুতে তাড়াতাড়ি উইকেট হারিয়েছি। চেষ্টা করছি আসলে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করার।’ রাকিবুলের মতো ইমনও মনে করেন, বিগ ব্যাশের দলের সঙ্গে খেলার অভিজ্ঞতা ভবিষ্যতে অনেক কাজে দেবে।
টপ এন্ড সিরিজের শুরুটা বিসিবি এইচপি পারফরম্যান্স (এইচপি) শুরু করেছে দারুণভাবে। মেলবোর্ন রেনেগেডসকে নিয়ে ছেলেখেলা করেছে আকবর আলীর নেতৃত্বাধীন এইচপি। অস্ট্রেলিয়ায় চলমান টুর্নামেন্টে দাপট দেখিয়ে খেলে যেতে চায় এইচপি।
ডারউইনের গার্ডেনস ওভাল যেন ছিল আজ ‘এক টুকরো বাংলাদেশ’। গ্যালারিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন প্রবাসী দর্শকেরা। প্রবাসী ভক্ত-সমর্থকদের উপস্থিতিতে ৭৭ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছেন আকবর-রিপন মন্ডল-রাকিবুল ইসলামরা। যেখানে শেষ ৫ উইকেট মেলবোর্ন রেনেগেডস ১৫.২ ওভারে অলআউট হয়েছে ৯৩ রানে। রিপন, রাকিবুল নিয়েছেন তিনটি করে উইকেট। যেখানে ৩.২ ওভার বোলিং করে ২১ রান খরচ করেন রাকিবুল। দুর্দান্ত জয়ের পর বিসিবি প্রচারিত ভিডিওতে রাকিবুল বলেছেন, ‘প্রথমত আলহামদুলিল্লাহ। এরকম একটা টুর্নামেন্টের শুরুতে ম্যাচ জেতা খুবই প্রয়োজন ছিল। ব্যাটিং, বোলিং পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পেরেছি। সামনের ম্যাচগুলোতে কাজে দেবে। ইনশা আল্লাহ, আল্লাহর রহমতে আমরা যেভাবে প্রথম ম্যাচটা জিতে শুরু করেছি, এই আত্মবিশ্বাস ধরে রেখে বাকি ম্যাচগুলো খেলব।’
রেনেগেডস ম্যাচের পরের দিনই মাঠে নামতে হচ্ছে বিসিবি এইচপিকে। বাংলাদেশ সময় আগামীকাল বেলা আড়াইটায় বিগ ব্যাশের আরেক দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে এইচপি। বিগ ব্যাশে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন পার্থ স্করচার্সের বিরুদ্ধে বিসিবি এইচপি খেলবে ১৭ আগস্ট। অস্ট্রেলিয়ার মাঠে বিগ ব্যাশের টিমের বিপক্ষে এমন পারফরম্যান্স অনেক অনুপ্রাণিত করবে বলে মনে করেন রাকিবুল। এই অভিজ্ঞতা বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেলে কাজে লাগাতে চান তরুণ বাঁহাতি স্পিনার।
প্রথমে ব্যাটিং করে বিসিবি এইচপি ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করেছে বিসিবি এইচপি। ইনিংস সর্বোচ্চ ৬৯ রান করেছেন পারভেজ হোসেন ইমন। তিন নম্বরে নেমে ৪৮ বলের ইনিংসে ৭ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। যেখানে বিধ্বংসী ব্যাটিংয়ের পথে এইচপির এক পর্যায়ে স্কোর হয়ে যায় ১০.৫ ওভারে ৪ উইকেটে ৯২ রান। পঞ্চম উইকেট জুটিতে অনূর্ধ্ব-১৯ দলের আরেক সতীর্থ শামীম হোসেন পাটোয়ারীর সঙ্গে ইমন ৫১ রানের জুটি গড়েছেন। ইমন বলেন,
‘লক্ষ্য ছিল যতক্ষণ ব্যাটিং করব, নিজের প্রক্রিয়া মেনে ব্যাটিং করব। একটা সময় দেখা গেছে, আমরা শুরুতে তাড়াতাড়ি উইকেট হারিয়েছি। চেষ্টা করছি আসলে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করার।’ রাকিবুলের মতো ইমনও মনে করেন, বিগ ব্যাশের দলের সঙ্গে খেলার অভিজ্ঞতা ভবিষ্যতে অনেক কাজে দেবে।
প্রীতি ম্যাচ খেলতে গত বছর হংকংয়ে এসেছিল ইন্টার মায়ামি। লিওনেল মেসিকে সরাসরি খেলতে দেখার সুযোগ তো বারবার আসে না। ম্যাচটি নিয়ে তাই তুমুল আগ্রহ ছিল হংকংয়ের মানুষের। কিন্তু মাঠে না নেমে মেসি শুধু বেঞ্চ গরম করেন। ফলে জনশত্রুতে পরিণত হন তিনি। আজ সেখানেই মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো পেলেন
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট থেকে ফিক্সিং ও দুর্নীতি মুক্ত করতে কাজ শুরু করে দিয়েছেন বিসিবির দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া অ্যালেক্স মার্শাল। গতকাল রাজধানীর এক হোটেলে বাংলাদেশের ক্রিকেটার, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক ও কর্মকর্তাদের সামনে নিজের কর্মপরিকল্পনা
২ ঘণ্টা আগেজয়ে ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল। অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি প্রতিযোগিতায় আজ ২২ রানে হারিয়েছে নর্দান টেরিটরি স্ট্রাইককে। বাংলাদেশের ১৭২ রানের জবাবে নর্দান টেরিটরি স্ট্রাইক ২০ ওভার খেললেও ৭ উইকেটে ১৫০ রানের বেশি তুলতে পারেনি।
৪ ঘণ্টা আগে২৯৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা খুব খারাপ ছিল না। ট্রাভিস হেডকে নিয়ে অধিনায়ক মিচেল মার্শ ৭ ওভারেই তুলে ফেলেছিলেন ৬০ রান। কিন্তু এরপরই ‘মিনি’ মোড়ক অস্ট্রেলিয়ার ইনিংসে। ৬০ থেকে ৬৯—এই ২৯ রানের মধ্যেই অস্ট্রেলিয়া হারিয়ে ফেলে ৬ উইকেট! যার ৫টিই নেন কেশব মহারাজ।
৬ ঘণ্টা আগে