কাজটা তাঁর বল হাতে। তবে দলের প্রয়োজনের সময় ব্যাটিংটাও খারাপ করেন না তানজিম হাসান সাকিব। গতকাল চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টপ অর্ডারদের ব্যর্থতাটা বুঝতে দেননি যে কজন টেলএন্ডার—তাদের একজন এই পেসার। আরেক পেসার তাসকিন আহমেদের মতন ছক্কা-চার হাঁকাননি বটে, তবে তাওহীদ হৃদয়কে দারুণ সাপোর্ট দিয়ে তানজিম আগলে রেখেছিলেন একপ্রান্ত। সপ্তম ব্যাটার হিসেবে প্রমোদ মাদুশানের বলে ফেরার আগে ৩৩ বলে ১ চার করেন ১৮ রান।
দলের প্রয়োজনের সময় সেটিও বা কম কিসে! আর এই রান যদি আসে স্বীকৃত ব্যাটার নন এমন কারও কাছ থেকে! তবে বোলিংয়ে খুব বেশি প্রভাব রাখতে পারেননি তানজিম। ১০ ওভারে ৬৫ রান দিয়ে নিয়েছেন মাত্র ১ উইকেট। তবে তাতে খেদ নেই তাঁর। উল্টো ব্যাটিংয়ে আরও ভালো করতে না পারার কষ্ট সাকিবের মুখে, ‘যখন ব্যাটিংয়ে নামি আমার চেষ্টা ছিল হৃদয় (তাওহীদ) ভাইকে সাপোর্ট দেব। শেষের দিকে আমি একটু চার্জ করব। আমি হৃদয় ভাইকে সাপোর্ট দিচ্ছিলাম, কিন্তু আমি যে শটে আউট হয়েছি আমি আসলে সন্তুষ্ট না।’
দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয়ে ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে বাংলাদেশ সৌম্য সরকারের ৬৮ ও হৃদয়ের অপরাজিত ৯৬ রানের সুবাদে করে ২৮৬ রান। ১৩০ রানে ৪ উইকেট হারিয়ে বসা বাংলাদেশকে টেনে তোলেন হৃদয়। মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহদের মতো সিনিয়রদের ব্যর্থতার দিনে তাঁকে সঙ্গ দেন তানজিম-তাসকিনরা। তবে ব্যাটিংয়ে আরও বেশি অবদান রাখতে না পারায় যত আক্ষেপ ঝরল তানজিমের কণ্ঠে, ‘আমার মনে হয়েছে, যদি আরও ২ ওভার হৃদয় ভাইকে সাপোর্ট দেওয়ার পরে শেষের ২ ওভার চার্জ করতাম আমরা আরও একটু বেশি রান করতে পারতাম, দলের জন্য আরও অবদান রাখতে পারতাম।’
বাংলাদেশকে হারিয়ে দিয়েছে মূলত ওপেনার পাতুম নিশাঙ্কা ও চরিত আসালাঙ্কার জুটি। লক্ষ্য তাড়ায় চতুর্থ উইকেটে দুজনে গড়েন ১৮৫ রান। এ নিয়ে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় তানজিম বলেন, ‘কালকে উইকেট কিন্তু তুলনামূলক ভালো ছিল অনেক। শেষের দিকে একটু শিশির পড়তেছিল। বল ব্যাটে সহজেই যাচ্ছিল। তারপরও আমরা...ওই একটা জুটি ম্যাচটা একটু কঠিন করে দিয়েছিল। আমরা একটা বেকথ্রুর আশা করছিলাম। ওরা খুব ভালো ব্যাটিং করছে, বলা যায়। আসালাঙ্কা ও নিশাঙ্কা অনেক ভালো ব্যাটিং করছে। আমার মনে হয়, একটা ডিফেন্ড করতে পারতাম, যদি ওই সময় একটা ব্রেকথ্রু দিতে পারতাম।’
তানজিম অবশ্য এই হার ভুলে নতুন করে স্বপ্ন দেখতে চান। অবদান রাখতে চান বোলিং, ব্যাটিং, ফিল্ডিংয়ে, ‘মানুষ তো স্বপ্ন দেখেই। আমি যখন দলের হয়ে খেলি আমি চেষ্টা করি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন দিকে অবদান রাখার। তিন দিক দিয়ে যদি সাপোর্ট দিতে পারি তাহলে দল অবশ্যই ভালো কিছু পাবে। আমি এটাই চেষ্টা করি। আমি যদি ব্যাটিংয়ে যাই ব্যাটিংয়ের মাধ্যমে দলকে সাপোর্ট দিতে চাই। বোলিংয়ে গেলে বোলিংয়ের মাধ্যমে, ফিল্ডিংয়ে গেলে ফিল্ডিংয়ের মাধ্যমে। তাহলেই দল ভালো করবে। আমি যদি প্রতিটা ক্ষেত্রে ভালো করি তাহলে দল ভালো পাবে আমার কাছ থেকে।’
কাজটা তাঁর বল হাতে। তবে দলের প্রয়োজনের সময় ব্যাটিংটাও খারাপ করেন না তানজিম হাসান সাকিব। গতকাল চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টপ অর্ডারদের ব্যর্থতাটা বুঝতে দেননি যে কজন টেলএন্ডার—তাদের একজন এই পেসার। আরেক পেসার তাসকিন আহমেদের মতন ছক্কা-চার হাঁকাননি বটে, তবে তাওহীদ হৃদয়কে দারুণ সাপোর্ট দিয়ে তানজিম আগলে রেখেছিলেন একপ্রান্ত। সপ্তম ব্যাটার হিসেবে প্রমোদ মাদুশানের বলে ফেরার আগে ৩৩ বলে ১ চার করেন ১৮ রান।
দলের প্রয়োজনের সময় সেটিও বা কম কিসে! আর এই রান যদি আসে স্বীকৃত ব্যাটার নন এমন কারও কাছ থেকে! তবে বোলিংয়ে খুব বেশি প্রভাব রাখতে পারেননি তানজিম। ১০ ওভারে ৬৫ রান দিয়ে নিয়েছেন মাত্র ১ উইকেট। তবে তাতে খেদ নেই তাঁর। উল্টো ব্যাটিংয়ে আরও ভালো করতে না পারার কষ্ট সাকিবের মুখে, ‘যখন ব্যাটিংয়ে নামি আমার চেষ্টা ছিল হৃদয় (তাওহীদ) ভাইকে সাপোর্ট দেব। শেষের দিকে আমি একটু চার্জ করব। আমি হৃদয় ভাইকে সাপোর্ট দিচ্ছিলাম, কিন্তু আমি যে শটে আউট হয়েছি আমি আসলে সন্তুষ্ট না।’
দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয়ে ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে বাংলাদেশ সৌম্য সরকারের ৬৮ ও হৃদয়ের অপরাজিত ৯৬ রানের সুবাদে করে ২৮৬ রান। ১৩০ রানে ৪ উইকেট হারিয়ে বসা বাংলাদেশকে টেনে তোলেন হৃদয়। মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহদের মতো সিনিয়রদের ব্যর্থতার দিনে তাঁকে সঙ্গ দেন তানজিম-তাসকিনরা। তবে ব্যাটিংয়ে আরও বেশি অবদান রাখতে না পারায় যত আক্ষেপ ঝরল তানজিমের কণ্ঠে, ‘আমার মনে হয়েছে, যদি আরও ২ ওভার হৃদয় ভাইকে সাপোর্ট দেওয়ার পরে শেষের ২ ওভার চার্জ করতাম আমরা আরও একটু বেশি রান করতে পারতাম, দলের জন্য আরও অবদান রাখতে পারতাম।’
বাংলাদেশকে হারিয়ে দিয়েছে মূলত ওপেনার পাতুম নিশাঙ্কা ও চরিত আসালাঙ্কার জুটি। লক্ষ্য তাড়ায় চতুর্থ উইকেটে দুজনে গড়েন ১৮৫ রান। এ নিয়ে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় তানজিম বলেন, ‘কালকে উইকেট কিন্তু তুলনামূলক ভালো ছিল অনেক। শেষের দিকে একটু শিশির পড়তেছিল। বল ব্যাটে সহজেই যাচ্ছিল। তারপরও আমরা...ওই একটা জুটি ম্যাচটা একটু কঠিন করে দিয়েছিল। আমরা একটা বেকথ্রুর আশা করছিলাম। ওরা খুব ভালো ব্যাটিং করছে, বলা যায়। আসালাঙ্কা ও নিশাঙ্কা অনেক ভালো ব্যাটিং করছে। আমার মনে হয়, একটা ডিফেন্ড করতে পারতাম, যদি ওই সময় একটা ব্রেকথ্রু দিতে পারতাম।’
তানজিম অবশ্য এই হার ভুলে নতুন করে স্বপ্ন দেখতে চান। অবদান রাখতে চান বোলিং, ব্যাটিং, ফিল্ডিংয়ে, ‘মানুষ তো স্বপ্ন দেখেই। আমি যখন দলের হয়ে খেলি আমি চেষ্টা করি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন দিকে অবদান রাখার। তিন দিক দিয়ে যদি সাপোর্ট দিতে পারি তাহলে দল অবশ্যই ভালো কিছু পাবে। আমি এটাই চেষ্টা করি। আমি যদি ব্যাটিংয়ে যাই ব্যাটিংয়ের মাধ্যমে দলকে সাপোর্ট দিতে চাই। বোলিংয়ে গেলে বোলিংয়ের মাধ্যমে, ফিল্ডিংয়ে গেলে ফিল্ডিংয়ের মাধ্যমে। তাহলেই দল ভালো করবে। আমি যদি প্রতিটা ক্ষেত্রে ভালো করি তাহলে দল ভালো পাবে আমার কাছ থেকে।’
নতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
৩ মিনিট আগেসিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
২ ঘণ্টা আগে