Ajker Patrika

থাইল্যান্ডের কাছে ধরা খেল পাকিস্তান

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১৪: ১৬
থাইল্যান্ডের কাছে ধরা খেল পাকিস্তান

নারী এশিয়া কাপে দুর্দান্ত শুরু করা পাকিস্তান আজ নেমেছিল টানা তিন জয়ের মিশনে। তবে তাঁদের ‘হ্যাটট্রিকের’ পথে বাধা হয়ে দাঁড়ায় থাইল্যান্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর  ম্যাচে  ৪ উইকেটের  জয় পায় থাইল্যান্ড। 

১১৭ রানের লক্ষ্যে বেশ সাবধানে শুরু করে থাইল্যান্ড। ওপেনিং জুটিতে নান্নাপাত কোঞ্চারোএনকাই ও নাত্থাকান চ্যান্থাম মিলে যোগ করেন ৪০ রান। এরপর তুবা হাসান ১ ওভারে ২ উইকেট নিয়ে ম্যাচে ফেরান পাকিস্তানকে। তবে সেখান থেকে আবার ঘুরে দাঁড়ায় থাইল্যান্ড। তৃতীয় উইকেটে ৪২ রানের জুটি গড়ে পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দিতে থাকেন চ্যান্থাম ও নারুইমল চাইওয়াই। ১ বল হাতে রেখে ৪ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পায় থাইল্যান্ড। তাতে এবারের এশিয়া কাপে প্রথম জয় পান থাই নারীরা। ৫১ বলে ৬১ রান করে ম্যাচ-সেরা হয়েছেন চ্যান্থাম। 

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানি অধিনায়ক বিসমাহ মারুফ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে পাকিস্তান করে ১১৬ রান। ৬৪ বলে ৫৬ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন সিদরা আমিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত