নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য সময় জানিয়েছে বিসিবি। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হতে বিপিএলের ১১তম সংস্করণের প্লেয়ার্স ড্রাফট। গতবার টুর্নামেন্টের ড্রাফট হয়েছিল সেপ্টেম্বরের শেষ দিকে।
অক্টোবরে বাংলাদেশ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর ব্যস্ততার মাঝে যেন বিপিএল নিয়ে সমস্যায় পড়তে না হয়, একটু আগেই কাজ সেরে রাখতে চাইছে বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন আজ জানিয়েছেন, গত টুর্নামেন্টে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলো সঙ্গে যোগাযোগ শুরু করেছেন তাঁরা।
কোন কোন ফ্র্যাঞ্চাইজি আগামী বিপিএলে থাকছে বা নতুন কোনো দল যুক্ত হবে কি না, এ ব্যাপারটি পরিষ্কার করতে পারেননি নিজামউদ্দিন। মিরপুরে শেরেবাংলা স্টেডিয়াম নিজামউদ্দিন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা ইতিমধ্যে গত বিপিএলে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে যোগাযোগ করেছি। বেশির ভাগ জানিয়েছে তারা থাকছে, দুই-একটা দল এখনো আমাদের জানায়নি। তারা জানালে পরবর্তীতে কী করণীয় আমরা করব।’
প্লেয়ার্স ড্রাফটের তারিখ নির্ধারণ না হলেও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে করতে চায় বিসিবি। কাল পরিচালনা পর্ষদের সভায় হয়তো সেটিও চূড়ান্ত হয়ে যেতে পারে। এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘ইতিমধ্যে একটা সময় নির্ধারণ করা হয়েছে ড্রাফটের জন্য এবং ধাপে ধাপে যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা করব। প্লেয়ার ড্রাফট সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকে হতে পারে।’
মাঠের খেলা যেমনই হোক জাঁকজমক আয়োজন ও প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনায় ছিল সর্বশেষ বিপিএল। এবারও জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে বিপিএল আয়োজনের লক্ষ্য বিসিবির। কারণ, এরপরই পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাবে বাংলাদেশ।
২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য সময় জানিয়েছে বিসিবি। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হতে বিপিএলের ১১তম সংস্করণের প্লেয়ার্স ড্রাফট। গতবার টুর্নামেন্টের ড্রাফট হয়েছিল সেপ্টেম্বরের শেষ দিকে।
অক্টোবরে বাংলাদেশ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর ব্যস্ততার মাঝে যেন বিপিএল নিয়ে সমস্যায় পড়তে না হয়, একটু আগেই কাজ সেরে রাখতে চাইছে বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন আজ জানিয়েছেন, গত টুর্নামেন্টে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলো সঙ্গে যোগাযোগ শুরু করেছেন তাঁরা।
কোন কোন ফ্র্যাঞ্চাইজি আগামী বিপিএলে থাকছে বা নতুন কোনো দল যুক্ত হবে কি না, এ ব্যাপারটি পরিষ্কার করতে পারেননি নিজামউদ্দিন। মিরপুরে শেরেবাংলা স্টেডিয়াম নিজামউদ্দিন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা ইতিমধ্যে গত বিপিএলে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে যোগাযোগ করেছি। বেশির ভাগ জানিয়েছে তারা থাকছে, দুই-একটা দল এখনো আমাদের জানায়নি। তারা জানালে পরবর্তীতে কী করণীয় আমরা করব।’
প্লেয়ার্স ড্রাফটের তারিখ নির্ধারণ না হলেও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে করতে চায় বিসিবি। কাল পরিচালনা পর্ষদের সভায় হয়তো সেটিও চূড়ান্ত হয়ে যেতে পারে। এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘ইতিমধ্যে একটা সময় নির্ধারণ করা হয়েছে ড্রাফটের জন্য এবং ধাপে ধাপে যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা করব। প্লেয়ার ড্রাফট সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকে হতে পারে।’
মাঠের খেলা যেমনই হোক জাঁকজমক আয়োজন ও প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনায় ছিল সর্বশেষ বিপিএল। এবারও জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে বিপিএল আয়োজনের লক্ষ্য বিসিবির। কারণ, এরপরই পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাবে বাংলাদেশ।
জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার প্রথম পর্ব থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ। ‘এ’ গ্রুপ থেকে ৩ ম্যাচে ৯ পয়েন্ট আনসারের। ‘বি’ গ্রুপ থেকে ৪ ম্যাচের সব কটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ।
১২ ঘণ্টা আগেনেপাল ম্যাচ সামনে রেখে চলছে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। কিন্তু এখনো পূর্ণাঙ্গ স্কোয়াড অনুশীলনে পাননি কোচ হাভিয়ের কাবরেরা। বাধা হয়ে দাঁড়িয়েছে বসুন্ধরা কিংস। চোটে পড়ার ঝুঁকির কারণ দেখিয়ে জাতীয় দলে ডাক পাওয়া নিজেদের ১০ ফুটবলারকে ছাড়পত্র দেয়নি তারা। এ নিয়ে বাফুফে ও বসুন্ধরা কিংসের মধ্যে চলছে...
১৫ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এমন সময়ে দলে হঠাৎ পরিবর্তন আনল দক্ষিণ আফ্রিকা।
১৬ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে গত কয়েক দিন ধরে চলছে ফিটনেস ক্যাম্প ও স্কিল অনুশীলন। লিটন দাস, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্তদের অনুশীলন সেশন করিয়েছেন বিসিবির স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি। অনুশীলনে শিষ্যরা কী করছেন, সবই কেলি বিশেষ একটা ডিভাইসের মাধ্যমে ধরতে পারেন।
১৭ ঘণ্টা আগে