Ajker Patrika

কোহলিদের সামনে বাটলারদের লজ্জার রেকর্ড 

আপডেট : ১৪ মে ২০২৩, ২২: ০৫
কোহলিদের সামনে বাটলারদের লজ্জার রেকর্ড 

শুরুর দিকে শীর্ষে থাকলেও এখন রাজস্থান রয়্যালসের সেরা চারে থাকাটায় শঙ্কার মুখে। আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এমন বিধ্বস্ত না হলে হয়তো সেরা চারে থাকা আশাটা আরেকটু করতেই পারত তারা। 

কিন্তু জয়পুরে রীতিমতো বিধ্বস্ত হয়েছে রাজস্থান। ১১২ রানে হেরে গড়েছে লজ্জার রেকর্ড। বেঙ্গালুরুর দেওয়া ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫৯ রানে গুটিয়ে গেছেন জস বাটলার-সঞ্জু স্যামসনরা। ওয়েইন পারনেল-মিচেল ব্রেসওয়েলদের সামনে রাজস্থান টিকতে পেরেছে মাত্র ১০.৩ ওভার। 

যা একটু লড়েছেন শিমরন হেটমায়ার। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার ১৯ বলে ৪ ছয়ে ৩৫ রানের ঝোড়ো ইনিংসটি না খেললে হয়তো আরও বড় ব্যবধানে হারত রাজস্থান। দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান করেন জো রুট। এ দুজন ছাড়া আর দেখা পায়নি দুই অঙ্কের দেখা। 

এটি রাজস্থানের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ২০০৯ সালে কেপটাউনে বেঙ্গালুরুর বিপক্ষেই ৫৮ রানে বিধ্বস্ত হয়েছিল তারা। আইপিএল ইতিহাসেও এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ২০১৭ সালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাত্র ৪৯ রানে গুটিয়ে গিয়েছিল বেঙ্গালুরু। 

রাজস্থান এমন বিধ্বস্ত হবে হয়তো সেটি বেঙ্গালুরুও চিন্তা করেনি। ওপেনার বিরাট কোহলি ইনিংস বড় করতে না পারলেও আরেক ওপেনার-অধিনায়ক ফাফ ডু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েল মিলে বেঙ্গালুরুর ইনিংসটা লম্বা করে নেন। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ৬৯ রানের জুটি। ডু প্লেসি ৫৫ ও ম্যাক্সওয়েল ফেরেন ৫৪ রানে। বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন পারনেল। 

এই জয়ে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চারে ওঠে এসেছে বেঙ্গালুরু। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে রাজস্থান। নেট রান রেটে এগিয়ে থাকায় ওপরে উঠে এসেছেন কোহলিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত