Ajker Patrika

অধিনায়ক কোহলির সেরা পুরস্কার হতে পারে বিশ্বকাপ

অধিনায়ক কোহলির সেরা পুরস্কার হতে পারে বিশ্বকাপ

বিরাট কোহলি ব্যর্থতার ষোলোকলা পূরণ করে ছেড়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব। অধিনায়ক কোহলি ভারতীয় দলকেও এখন পর্যন্ত জেতাতে পারেননি আইসিসির কোনো শিরোপা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির সামনে সুযোগ আছে অধিনায়ক হিসেবে ভারতকে শিরোপা জেতানোর। আর এই সুযোগ কাজে লাগাতে পারলে সেটিই হবে এই সংস্করণে তাঁর সেরা পুরস্কার মনে করেন সুনীল গাভাস্কার। 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২০১৩ থেকে এই মৌসুম পর্যন্ত বেঙ্গালুরুর অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন কোহলি। সব মিলিয়ে নয়বারের একবারও বেঙ্গালুরুকে চ্যাম্পিয়নের মুকুট এনে দিতে পারেননি তিনি। জাতীয় দলের হয়েও তাঁর অধিনায়কত্বে সময়ে ভারত জিততে পারেনি আইসিসির কোনো শিরোপা। 

কিংবদন্তি গাভাস্কারের মতে সবকিছু সব সময় পরিকল্পনা মেনে হয় না। তিনি বলেছেন, ‘কোহলি বিশ্বকাপ জিতলে দুর্দান্ত ব্যাপার হবে। কারণ টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সেটাই ওর সেরা কৃতিত্ব হবে। একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা আর দেশের হয়ে খেলা সম্পূর্ণ আলাদা ব্যাপার। দেশের হয়ে বিশ্বকাপ জেতা সবচেয়ে আনন্দের অনুভূতি।’ 

ফ্র্যাঞ্চাইজি ও জাতীয় দলকে শিরোপা জেতাতে না পারা কোহলিকে সাফল্যের কৌশলও বাতলে দিয়েছেন গাভাস্কার। সাফল্য পেতে গেলে কোহলিকে আইপিএলের ব্যর্থতা ভুলে যাওয়ার পরামর্শ দিয়ে গাভাস্কার বলেছেন, ‘বেঙ্গালুরুর সঙ্গে যেটা হয়েছে তা মাথায় রাখার কোনো দরকারই নেই। ওর সামনে বিশ্বকাপের ট্রফি তোলার সুযোগ আছে। জীবনের অন্যতম সেরা মুহূর্তের সামনে আছে সে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত