নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগের সাত আসরে দুইবার শিরোপার খুব কাছে গিয়েও ট্রফি হাতছাড়া হয়েছিল বরিশালের। ‘বার্নার্স’ ও ‘বুলস’ এরপর ‘ফরচুন’ বরিশালও সেই অধরা শিরোপার স্বাদ দিতে পারেনি বরিশালকে। ফাইনালের ত্রাস কুমিল্লা ভিক্টোরিয়ানসের হাতেই উঠল অষ্টম আসরের শিরোপা। এ নিয়ে তিনবার ফাইনালে উঠে তিনবারই শিরোপা জিতেছে কুমিল্লা।
আজ শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরের শিরোপা ১ রান থাকতেই নিশ্চিত করেছে বরিশাল। কুমিল্লার দেওয়া ১৫২ রানের লক্ষ্য বরিশালের হয়ে দারুণ ব্যাটিং করেও দলকে শিরোপা জেতাতে পারেননি সৈকত আলী। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত সাকিব আল হাসান আরও একবার শিরোপার কাছ থেকে ফিরলেন খালি হাতে।
টস জিতে ব্যাটিংয়ে এসে শুরুতেই তাণ্ডব চালান সুনীল নারাইন। প্রথম ওভারে মুজিব উর রহমানকে দুটি ছয় ও একটি চার হাঁকান তিনি। প্রতিটি ওভারে নতুন নতুন বোলার এনেও নারাইনকে থামাতে ব্যর্থ হয় বরিশাল। ২১ বলে নারাইন তুলে নেন বিপিএলের চলতি আসরের দ্বিতীয় অর্ধশতক। অবশ্য তৃতীয় ওভারে লিটনকে (৬ বলে ৪ রান) বোল্ড করেন সাকিব।
নারাইনে দিশেহারা বরিশালকে পথ দেখান পেসার খালেদ আহমেদ। ষষ্ঠ ওভারে বল করতে এসেই দ্বিতীয় বলে এই বিধ্বংসী ওপেনারকে ফেরান তিনি। ২৩ বলে ৫টি করে চার-ছক্কায় ৫৭ রানের ক্যামিও ইনিংস খেলেন নারাইন। তিনে আসা মাহমুদুল হাসান জয়কে (৭ বলে ৮ রান) থিতু হওয়ার আগেই রানআউট করে বরিশাল। দলীয় ৮৩ রানে কুমিল্লার বড় তারকা ফাফ ডু প্লেসিকে (৭ বলে ৪ রান) কট অ্যান্ড বোল্ড করেন মুজিব।
গত কয়েক ম্যাচ ধরে নিজের ছায়া হয়ে আছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। ১২ বলে ১২ রান করে ডোয়াইন ব্রাভোর শিকার হন তিনি। আরিফুল ইসলাম ফেরেন রানের খাতা খোলার আগেই। ছয় ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকা কুমিল্লার হাল ধরেন মঈন আলী ও আবু হায়দার রনি। তাদের ৫৪ রানের জুটি ভাঙলে সাজঘরে ফেরেন মঈন (৩২ বলে ৩৮)। শেষ ওভারে মঈন রান আউটে ফিরলে রনি (১৯) এবং শহিদুল ইসলামকে ফেরান শফিকুল ইসলাম। এতেই ১৫১ রানে থামে কুমিল্লার ইনিংস।
রান তাড়ায় শুরুতেই বড় ধাক্কা খায় বরিশাল। দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুনিম শাহরিয়ার ফেরেন শূন্য রানে। দ্বিতীয় ওভারে এই ওপেনারকে ডু প্লেসির ক্যাচে সাজঘরে ফেরান শহিদুল ইসলাম। প্রথম তিন ম্যাচের পর দলের একাদশে ছিলেন না সৈকত আলী। আজ জিয়াউর রহমানের পরিবর্তে একাদশে ফিরেই তিনে আসেন তিনি। আর এসেই ঝড় তোলেন কুমিল্লার বোলারদের ওপর। ২৬ বলে ব্যক্তিগত অর্ধশতক হাঁকান তিনি।
ওপেনার ক্রিস গেইল সেখানে ধীর গতির ব্যাট করেছিলেন সেখানে ঝড়ো ব্যাট করেন সৈকত। তাদের ৭৪ রানের দারুণ জুটি ভাঙলে ৩৩ বলে ১১ চার ও এক ছক্কায় ৫৮ রানে ফেরেন সৈকত। দশম ওভারের পর প্রথম বাউন্ডারি হাঁকান গেইল, তাও ২০ বল মোকাবিলার পর মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা। তারপর চার-ছক্কার ঝড় দেখা যায় গেইলের ব্যাটে। ৩১ বলে ৩২ রান করে সাজঘরে ফেরেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার।
পাঁচে এসে ৭ রান করে ফেরেন সাকিব। তানভীর ইসলামের বলে মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত ক্যাচ হন তিনি। শেষ দিকে ব্রাভো, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহানদের ফিরিয়ে ম্যাচের চিত্রই বদলে দেয় কুমিল্লার বোলাররা। এক রানে জিতে তৃতীয় শিরোপা ঘরে তুলে কুমিল্লা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগের সাত আসরে দুইবার শিরোপার খুব কাছে গিয়েও ট্রফি হাতছাড়া হয়েছিল বরিশালের। ‘বার্নার্স’ ও ‘বুলস’ এরপর ‘ফরচুন’ বরিশালও সেই অধরা শিরোপার স্বাদ দিতে পারেনি বরিশালকে। ফাইনালের ত্রাস কুমিল্লা ভিক্টোরিয়ানসের হাতেই উঠল অষ্টম আসরের শিরোপা। এ নিয়ে তিনবার ফাইনালে উঠে তিনবারই শিরোপা জিতেছে কুমিল্লা।
আজ শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরের শিরোপা ১ রান থাকতেই নিশ্চিত করেছে বরিশাল। কুমিল্লার দেওয়া ১৫২ রানের লক্ষ্য বরিশালের হয়ে দারুণ ব্যাটিং করেও দলকে শিরোপা জেতাতে পারেননি সৈকত আলী। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত সাকিব আল হাসান আরও একবার শিরোপার কাছ থেকে ফিরলেন খালি হাতে।
টস জিতে ব্যাটিংয়ে এসে শুরুতেই তাণ্ডব চালান সুনীল নারাইন। প্রথম ওভারে মুজিব উর রহমানকে দুটি ছয় ও একটি চার হাঁকান তিনি। প্রতিটি ওভারে নতুন নতুন বোলার এনেও নারাইনকে থামাতে ব্যর্থ হয় বরিশাল। ২১ বলে নারাইন তুলে নেন বিপিএলের চলতি আসরের দ্বিতীয় অর্ধশতক। অবশ্য তৃতীয় ওভারে লিটনকে (৬ বলে ৪ রান) বোল্ড করেন সাকিব।
নারাইনে দিশেহারা বরিশালকে পথ দেখান পেসার খালেদ আহমেদ। ষষ্ঠ ওভারে বল করতে এসেই দ্বিতীয় বলে এই বিধ্বংসী ওপেনারকে ফেরান তিনি। ২৩ বলে ৫টি করে চার-ছক্কায় ৫৭ রানের ক্যামিও ইনিংস খেলেন নারাইন। তিনে আসা মাহমুদুল হাসান জয়কে (৭ বলে ৮ রান) থিতু হওয়ার আগেই রানআউট করে বরিশাল। দলীয় ৮৩ রানে কুমিল্লার বড় তারকা ফাফ ডু প্লেসিকে (৭ বলে ৪ রান) কট অ্যান্ড বোল্ড করেন মুজিব।
গত কয়েক ম্যাচ ধরে নিজের ছায়া হয়ে আছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। ১২ বলে ১২ রান করে ডোয়াইন ব্রাভোর শিকার হন তিনি। আরিফুল ইসলাম ফেরেন রানের খাতা খোলার আগেই। ছয় ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকা কুমিল্লার হাল ধরেন মঈন আলী ও আবু হায়দার রনি। তাদের ৫৪ রানের জুটি ভাঙলে সাজঘরে ফেরেন মঈন (৩২ বলে ৩৮)। শেষ ওভারে মঈন রান আউটে ফিরলে রনি (১৯) এবং শহিদুল ইসলামকে ফেরান শফিকুল ইসলাম। এতেই ১৫১ রানে থামে কুমিল্লার ইনিংস।
রান তাড়ায় শুরুতেই বড় ধাক্কা খায় বরিশাল। দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুনিম শাহরিয়ার ফেরেন শূন্য রানে। দ্বিতীয় ওভারে এই ওপেনারকে ডু প্লেসির ক্যাচে সাজঘরে ফেরান শহিদুল ইসলাম। প্রথম তিন ম্যাচের পর দলের একাদশে ছিলেন না সৈকত আলী। আজ জিয়াউর রহমানের পরিবর্তে একাদশে ফিরেই তিনে আসেন তিনি। আর এসেই ঝড় তোলেন কুমিল্লার বোলারদের ওপর। ২৬ বলে ব্যক্তিগত অর্ধশতক হাঁকান তিনি।
ওপেনার ক্রিস গেইল সেখানে ধীর গতির ব্যাট করেছিলেন সেখানে ঝড়ো ব্যাট করেন সৈকত। তাদের ৭৪ রানের দারুণ জুটি ভাঙলে ৩৩ বলে ১১ চার ও এক ছক্কায় ৫৮ রানে ফেরেন সৈকত। দশম ওভারের পর প্রথম বাউন্ডারি হাঁকান গেইল, তাও ২০ বল মোকাবিলার পর মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা। তারপর চার-ছক্কার ঝড় দেখা যায় গেইলের ব্যাটে। ৩১ বলে ৩২ রান করে সাজঘরে ফেরেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার।
পাঁচে এসে ৭ রান করে ফেরেন সাকিব। তানভীর ইসলামের বলে মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত ক্যাচ হন তিনি। শেষ দিকে ব্রাভো, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহানদের ফিরিয়ে ম্যাচের চিত্রই বদলে দেয় কুমিল্লার বোলাররা। এক রানে জিতে তৃতীয় শিরোপা ঘরে তুলে কুমিল্লা।
রাজনৈতিক টানাপোড়েনে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ এখন আর দেখা যায় না। দুই দলের ম্যাচ নিয়ে সংশয়, অনিশ্চয়তা তৈরি হয় বহুজাতীয় টুর্নামেন্টেও। ২০২৫ এশিয়া কাপ আয়োজন নিয়ে তো আর কম জলঘোলা হয়নি। জটিলতা কাটিয়ে এশিয়া কাপ ঠিক সময়েই হতে যাচ্ছে।
৯ ঘণ্টা আগেবড় লক্ষ্য বাংলাদেশ ‘এ’ দল দিতে পারেনি মেলবোর্ন স্টারস একাডেমিকে। টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয়ের জন্য স্বাগতিক দলের লক্ষ্য ছিল ১৫৭। ৩ উইকেট ও ৪ বল হাতে রেখেই সেই লক্ষ্যে পৌঁছে ৩ উইকেটে জিতেছে মেলবোর্ন স্টারস একাডেমি।
১০ ঘণ্টা আগেসিলেটে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। এর মধ্যে দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে খবর—বাংলাদেশ দলের ওপেনার তানজিদ তামিম বাগদান সেরেছেন। তাঁর নামে খোলা একটি অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট আসায় বেশ কিছু গণমাধ্যমও উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রকাশ করে।
১২ ঘণ্টা আগেবাংলাদেশের বিপক্ষে গত মাসে ওয়ানডে সিরিজে কাঁপিয়ে দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হাসারাঙ্গা নিয়েছিলেন ৯ উইকেট। এক মাস পর এবার জিম্বাবুয়ে সিরিজে তাঁকে পাচ্ছে না শ্রীলঙ্কা।
১২ ঘণ্টা আগে