Ajker Patrika

কিংবদন্তি ফুটবলারদের তালিকায় দেখা যাবে এনদ্রিককে, বলছেন ব্রাজিল কোচ

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১১: ০০
কিংবদন্তি ফুটবলারদের তালিকায় দেখা যাবে এনদ্রিককে, বলছেন ব্রাজিল কোচ

নতুন কোচ দরিভাল জুনিয়রের অধীনে দারুণ খেলছে ব্রাজিল। ২০২২ কাতার বিশ্বকাপের পর যে দলটির নামের পাশে প্রায়ই পরাজয় লেখা থাকত, এবার সেই ব্রাজিল হারতেই ভুলে গেছে, যার মধ্যে তরুণ ফুটবলার এনদ্রিক গোল করে চলেছেন নিয়মিত। ১৭ বছর বয়সী তরুণকে প্রশংসায় ভাসিয়েছেন ব্রাজিলের নতুন কোচ। 

ব্রাজিলের এ বছরের ফুটবল ম্যাচ শুরু হয় ২৩ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে। ওয়েম্বলির সেই ম্যাচে ইংল্যান্ডকে ব্রাজিল যে ১-০ গোলে হারিয়েছিল, সেই গোলটি করেন এনদ্রিক। এক সপ্তাহ যেতে না যেতে সান্টিয়াগো বার্নাব্যুতে স্পেনের বিপক্ষে গতকাল প্রীতি ম্যাচ খেলতে নামে ব্রাজিল। এই ম্যাচে প্রথমার্ধ ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করে স্পেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিলকে সমতায় ফেরার চেষ্টা করেও সফল হতে পারছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র-লুকাস পাকেতারা। দ্রুতই এনদ্রিকের ম্যাজিকে সমতায় ফেরে ব্রাজিল। ৫০ মিনিটে কর্নার থেকে পাওয়া পাস বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন এনদ্রিক। গোলবন্যার ম্যাচ শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র করে ব্রাজিল-স্পেন। ম্যাচ শেষে এনদ্রিককে নিয়ে ব্রাজিল কোচ বলেন, ‘যদি তার বিকাশ ঠিকমতো হয়, তাহলে অন্যতম এক কিংবদন্তি হবে।’ 

এনদ্রিকের জন্য গতকাল রাতটা ছিল মনে রাখার মতো। সান্টিয়াগো বার্নাব্যুতে খেলেছেন পরিবারের সামনেই। সমতাসূচক গোল করার পর জড়িয়ে ধরেছেন বাবাকে। ব্রাজিলের ১৭ বছর বয়সী তরুণ ফুটবলারের দুর্দান্ত পারফরম্যান্সের দিন নজর কেড়েছেন স্পেনের ল্যামিন ইয়ামাল। প্রথমে রদ্রির পেনাল্টিতে ১২ মিনিটে এগিয়ে যায় স্পেন। এরপর ৩৬ মিনিটে দানি অলমোর গোলে ব্যবধান দ্বিগুণ করে স্পেন।

অলমোকে গোল করতে সহায়তা করেন ইয়ামাল। আন্তর্জাতিক ফুটবলে এরই মধ্যে ৬ ম্যাচে ২ গোল করেছেন ইয়ামাল। সতীর্থকে দিয়ে ২ গোলও করিয়েছেন তিনি। এনদ্রিক, ইয়ামালের মধ্যে সুন্দর ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন দরিভাল, ‘ইয়ামাল ও এনড্রিকের মতো খেলোয়াড়দের ২০২৬ বিশ্বকাপে তারকা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তারা সেরাটা দিয়ে খেলে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত