চার-ছক্কা ছাড়া যেন কিছুই বোঝেন না ট্রাভিস হেড। টি-টোয়েন্টিতে প্রথম ৬ ওভারের পাওয়ারপ্লের সুযোগে বোলারদের ছন্নছাড়া করতে তিনি সিদ্ধহস্ত। ঝড়, সুনামি, টাইফুন—ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে হেডের ব্যাটিংকে কী বলা যায়, সেটাই এখন অভিধানে খুঁজে দেখতে হচ্ছে।
সাউদাম্পটনে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নেন ইংল্যান্ডের নতুন অধিনায়ক ফিল সল্ট। প্রথমে ব্যাটিংয়ের এমন সুযোগ কী করে ছাড়েন হেড! ১৯ বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নিয়েছেন। ইনিংসের পঞ্চম ওভারে স্যাম কারানকে পিটিয়ে একাই ৩০ রান নিয়েছেন হেড। ৩টি করে চার ও ছক্কা হজম করা কারানের কাছে যেন বলার কোনো ভাষাই ছিল না।
হেডের বিস্ফোরক ব্যাটিংয়ে গতকাল প্রথম ৬ ওভারেই ১ উইকেটে ৮৬ রান করে ফেলে অস্ট্রেলিয়া। পাওয়ারপ্লেতে একমাত্র উইকেটটি ছিল হেডের। ২৩ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৫৯ রান করেন তিনি। শেষ পর্যন্ত ম্যাচটি ২৮ রানে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ম্যাচ-সেরা হেড এমন বিধ্বংসী ব্যাটিংয়ের কৃতিত্ব দিয়েছেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও অধিনায়ক মিচেল মার্শকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হেড বলেন, ‘কোচ ও অধিনায়ক আমাকে বলেছেন নিজের ইচ্ছেমতো ব্যাটিং করতে। প্রতিটি বলই মারতে চেয়েছি।’
পাওয়ারপ্লেতে ঝড় তোলা অস্ট্রেলিয়ার ইনিংস একসময় মনে হচ্ছিল ২০০ পেরিয়ে অনেক দূর চলে যাবে। কিন্তু কিসের কী! ১৯.৩ ওভারে ১৭৯ রানে অলআউট হয়েছে অজিরা। হেডের পর অজিদের দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন আরেক ওপেনার ম্যাথু শর্ট। বিস্ফোরক ব্যাটিং করা হেড কদিন আগে স্কটল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের কথাও উল্লেখ করেছেন। এডিনবার্গে স্কটিশদের বিপক্ষে ১৭ বলে ফিফটিও রয়েছে তাঁর।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সংস্করণে সময়টা দারুণ যাচ্ছে অস্ট্রেলিয়ার। অজিরা টানা চারটি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হেড বলেন, ‘দারুণ শুরু করলাম। আমি শুধুই রান করার চেষ্টা করেছি। স্কটল্যান্ডের বিপক্ষে যে উইকেটে খেলেছি, সেটা ছিল ভিন্ন। বলের গতিটাই শুধু কাজে লাগানোর চেষ্টা করেছি।’
হেড ও শর্টের ঝোড়ো ব্যাটিংয়ে মুগ্ধতা ঝরেছে অস্ট্রেলিয়া অধিনায়ক মার্শের কণ্ঠে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মার্শ বলেন, ‘সত্যিই দুর্দান্ত। হেড হচ্ছে বিশেষ প্রতিভা। আমরা চাপ দিয়েছি তাদের (ইংল্যান্ড) ওপর। পাওয়ারপ্লের সদ্ব্যবহার করেছি আমরা।’ হেডকে প্রশংসায় ভাসিয়েছেন ইংলিশ অধিনায়ক সল্টও। জর্ডান কক্স, জ্যাকব বেথেল দুই ইংলিশ ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটে গতকালই অভিষেক হয়েছে। এই ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচ খেলেছেন জেমি ওভারটনও। কার্ডিফ ও ম্যানচেস্টারে ১৩ ও ১৫ সেপ্টেম্বর হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।
চার-ছক্কা ছাড়া যেন কিছুই বোঝেন না ট্রাভিস হেড। টি-টোয়েন্টিতে প্রথম ৬ ওভারের পাওয়ারপ্লের সুযোগে বোলারদের ছন্নছাড়া করতে তিনি সিদ্ধহস্ত। ঝড়, সুনামি, টাইফুন—ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে হেডের ব্যাটিংকে কী বলা যায়, সেটাই এখন অভিধানে খুঁজে দেখতে হচ্ছে।
সাউদাম্পটনে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নেন ইংল্যান্ডের নতুন অধিনায়ক ফিল সল্ট। প্রথমে ব্যাটিংয়ের এমন সুযোগ কী করে ছাড়েন হেড! ১৯ বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নিয়েছেন। ইনিংসের পঞ্চম ওভারে স্যাম কারানকে পিটিয়ে একাই ৩০ রান নিয়েছেন হেড। ৩টি করে চার ও ছক্কা হজম করা কারানের কাছে যেন বলার কোনো ভাষাই ছিল না।
হেডের বিস্ফোরক ব্যাটিংয়ে গতকাল প্রথম ৬ ওভারেই ১ উইকেটে ৮৬ রান করে ফেলে অস্ট্রেলিয়া। পাওয়ারপ্লেতে একমাত্র উইকেটটি ছিল হেডের। ২৩ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৫৯ রান করেন তিনি। শেষ পর্যন্ত ম্যাচটি ২৮ রানে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ম্যাচ-সেরা হেড এমন বিধ্বংসী ব্যাটিংয়ের কৃতিত্ব দিয়েছেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও অধিনায়ক মিচেল মার্শকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হেড বলেন, ‘কোচ ও অধিনায়ক আমাকে বলেছেন নিজের ইচ্ছেমতো ব্যাটিং করতে। প্রতিটি বলই মারতে চেয়েছি।’
পাওয়ারপ্লেতে ঝড় তোলা অস্ট্রেলিয়ার ইনিংস একসময় মনে হচ্ছিল ২০০ পেরিয়ে অনেক দূর চলে যাবে। কিন্তু কিসের কী! ১৯.৩ ওভারে ১৭৯ রানে অলআউট হয়েছে অজিরা। হেডের পর অজিদের দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন আরেক ওপেনার ম্যাথু শর্ট। বিস্ফোরক ব্যাটিং করা হেড কদিন আগে স্কটল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের কথাও উল্লেখ করেছেন। এডিনবার্গে স্কটিশদের বিপক্ষে ১৭ বলে ফিফটিও রয়েছে তাঁর।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সংস্করণে সময়টা দারুণ যাচ্ছে অস্ট্রেলিয়ার। অজিরা টানা চারটি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হেড বলেন, ‘দারুণ শুরু করলাম। আমি শুধুই রান করার চেষ্টা করেছি। স্কটল্যান্ডের বিপক্ষে যে উইকেটে খেলেছি, সেটা ছিল ভিন্ন। বলের গতিটাই শুধু কাজে লাগানোর চেষ্টা করেছি।’
হেড ও শর্টের ঝোড়ো ব্যাটিংয়ে মুগ্ধতা ঝরেছে অস্ট্রেলিয়া অধিনায়ক মার্শের কণ্ঠে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মার্শ বলেন, ‘সত্যিই দুর্দান্ত। হেড হচ্ছে বিশেষ প্রতিভা। আমরা চাপ দিয়েছি তাদের (ইংল্যান্ড) ওপর। পাওয়ারপ্লের সদ্ব্যবহার করেছি আমরা।’ হেডকে প্রশংসায় ভাসিয়েছেন ইংলিশ অধিনায়ক সল্টও। জর্ডান কক্স, জ্যাকব বেথেল দুই ইংলিশ ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটে গতকালই অভিষেক হয়েছে। এই ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচ খেলেছেন জেমি ওভারটনও। কার্ডিফ ও ম্যানচেস্টারে ১৩ ও ১৫ সেপ্টেম্বর হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৬ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৭ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৭ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৭ ঘণ্টা আগে