আন্তর্জাতিক ক্রিকেটকে ইয়ন মরগান বিদায় জানিয়েছিলেন গত বছর। এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরে গেলেন তিনি।
টুইটারে আজ অবসরের কথা জানিয়েছেন মরগান। ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘সব ধরনের ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি। অনেক চিন্তাভাবনা করে দেখলাম, ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটাই সঠিক সময়। এই খেলা আমাকে অনেক কিছু দিয়েছে। মিডলসেক্সে খেলতে ২০০৫ সালে ইংল্যান্ডে এসেছি। তখন থেকে শুরু করে এখন পর্যন্ত এসএ টোয়েন্টি টুর্নামেন্ট—সব মুহূর্তই উপভোগ করেছি।’
সতীর্থ, কোচ ও ভক্তদের ধন্যবাদ জানিয়ে ইংল্যান্ডের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘আজ আমি যে অবস্থায় আছি, সে জন্য সতীর্থ, কোচ, ভক্ত—সবাইকে ধন্যবাদ দিতেই হবে। ক্রিকেটের কারণে আমি বিশ্বের বিভিন্ন দেশে যেতে পেরেছি। বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার কারণে অনেক স্মৃতি তৈরি হয়েছে। আজীবন তা মনে রাখব। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারছি। তবু পেশাদার ক্রিকেটের রোমাঞ্চ ও চ্যালেঞ্জ খুব মিস করব।’
পেশাদার ক্রিকেট ছাড়লেও ক্রিকেটের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন মরগান। ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো খেলার সঙ্গে থাকব। আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধারাভাষ্যকার হিসেবে কাজ করব। ভবিষ্যতের কথা ভেবে অনেক ভেবেচিন্তে এগোচ্ছি।’
আন্তর্জাতিক ক্রিকেটে আয়ারল্যান্ডের হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন মরগান। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত আইরিশদের জার্সিতে ২৩ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি। ২০০৭ বিশ্বকাপ মরগান খেলেছিলেন আয়ারল্যান্ডের হয়ে। এরপর ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ১৩ বছর খেলেছেন ইংল্যান্ডের হয়ে। ইংল্যান্ডের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান করেন তিনি। ২২৫ ম্যাচে ৩৯.৭৫ গড়ে ৬৯৭৫ রান করেছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
আন্তর্জাতিক ক্রিকেটকে ইয়ন মরগান বিদায় জানিয়েছিলেন গত বছর। এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরে গেলেন তিনি।
টুইটারে আজ অবসরের কথা জানিয়েছেন মরগান। ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘সব ধরনের ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি। অনেক চিন্তাভাবনা করে দেখলাম, ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটাই সঠিক সময়। এই খেলা আমাকে অনেক কিছু দিয়েছে। মিডলসেক্সে খেলতে ২০০৫ সালে ইংল্যান্ডে এসেছি। তখন থেকে শুরু করে এখন পর্যন্ত এসএ টোয়েন্টি টুর্নামেন্ট—সব মুহূর্তই উপভোগ করেছি।’
সতীর্থ, কোচ ও ভক্তদের ধন্যবাদ জানিয়ে ইংল্যান্ডের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘আজ আমি যে অবস্থায় আছি, সে জন্য সতীর্থ, কোচ, ভক্ত—সবাইকে ধন্যবাদ দিতেই হবে। ক্রিকেটের কারণে আমি বিশ্বের বিভিন্ন দেশে যেতে পেরেছি। বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার কারণে অনেক স্মৃতি তৈরি হয়েছে। আজীবন তা মনে রাখব। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারছি। তবু পেশাদার ক্রিকেটের রোমাঞ্চ ও চ্যালেঞ্জ খুব মিস করব।’
পেশাদার ক্রিকেট ছাড়লেও ক্রিকেটের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন মরগান। ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো খেলার সঙ্গে থাকব। আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধারাভাষ্যকার হিসেবে কাজ করব। ভবিষ্যতের কথা ভেবে অনেক ভেবেচিন্তে এগোচ্ছি।’
আন্তর্জাতিক ক্রিকেটে আয়ারল্যান্ডের হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন মরগান। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত আইরিশদের জার্সিতে ২৩ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি। ২০০৭ বিশ্বকাপ মরগান খেলেছিলেন আয়ারল্যান্ডের হয়ে। এরপর ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ১৩ বছর খেলেছেন ইংল্যান্ডের হয়ে। ইংল্যান্ডের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান করেন তিনি। ২২৫ ম্যাচে ৩৯.৭৫ গড়ে ৬৯৭৫ রান করেছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
পেশাদার কারিয়ারে সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলার রেকর্ড কার? এই প্রশ্নে এখন নাম নিতে হবে ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক ফ্যাবিওর। ৪৪ বছর বয়সী এই খেলোয়াড় সবচেয়ে বেশি ১ হাজার ৩৯১টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনকে।
৬ ঘণ্টা আগেএপ্রিলে এএইচএফ কাপে ছিলেন দলের অধিনায়ক। অথচ হকি এশিয়া কাপের দলে সুযোগ পাননি পুষ্কর খীসা মিমো। শুধু তা-ই নয়, বাদ পড়েছেন মঈনুল ইসলাম কৌশিক ও নাঈম উদ্দিন। মিমোর দাবি, সিনিয়রদের পূর্বপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। দল নির্বাচনে হকি ফেডারেশনে গতকাল বাগ্বিতণ্ডাও হয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে।
৬ ঘণ্টা আগেদারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে আজ ৩-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।
৮ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেওয়া ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ উদ্যোগের প্রশংসায় করছেন মুশফিকুর রহিম। কিন্তু এই উদ্যোগের ভালো দিকগুলো যত দিন না বাস্তবায়ন করা হবে, তত দিন কোনো ফল আসবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
৮ ঘণ্টা আগে