Ajker Patrika

এখনো ভারতকে সেরা দল বলছেন আমির 

এখনো ভারতকে সেরা দল বলছেন আমির 

কঠিন সময় পার করছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই হারে বিধ্বস্ত অবস্থা বিরাট কোহলিদের। চারদিক থেকে ধেয়ে আসছে সমালোচনার তীর। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মাত্রা যেন সবকিছু ছাড়িয়ে যাচ্ছে! তবে এখনো ভারতকে সেরা দল বলছেন মোহাম্মদ আমির। 

বোর্ডের সঙ্গে মনোমালিন্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আমির। স্বাভাবিকভাবে নেই পাকিস্তানের বিশ্বকাপ দলে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সরব এই সাবেক পাকিস্তান পেসার। সেখানে ভারতকে নিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন আমির। বলেছেন, ‘আমি এখনো বিশ্বাস করি, ভারত সেরা দল। ভালো সময়-খারাপ সময়, এটা স্রেফ একটা চক্র।’ 

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে ভারত। বিশ্বকাপের মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে এটাই প্রথম হার ভারতের। পাকিস্তানের কাছে হার মানতে পারেননি ভারতীয় সমর্থকেরা। হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগরে দেন তাঁরা। হেনস্তার শিকার হয়েছেন ভারত পেসার মোহাম্মদ শামি। 

ভারতীয় সমর্থকদের এমন আচরণে হতাশ হয়েছেন আমির। কঠিন সময়ে কোহলিদের পাশেও দাঁড়াচ্ছেন ২৯ বছর বয়সী এই বাঁহাতি পেসার, খেলোয়াড়দের আর তাদের পরিবারের কটূক্তি, ‘এটা খুবই লজ্জার। মনে রাখতে হবে, দিন শেষে এটাই শুধুই খেলা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত