Ajker Patrika

সাংবাদিকদের তাড়িয়ে ক্ষমা চাইলেন লিটন

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১৮: ১৯
সাংবাদিকদের তাড়িয়ে ক্ষমা চাইলেন লিটন

পারফরমার, নন-পারফরমার-এই দুই ধরনের খেলোয়াড়দের দিকেই ফোকাস থাকে গণমাধ্যমকর্মীদের। ভালো খেলোয়াড়দের পারফরম্যান্সের পর তাদের প্রতিক্রিয়া, অনুভূতি জানতে চাওয়া হয়, অফফর্মে থাকা ক্রিকেটারদের বেলাতেও তেমনি। ছন্দে না থাকা লিটন দাসের দিকে গতকাল পুনের কনরাড হোটেলে ছিল ক্যামেরার ফোকাস। সেখানে হতাশাগ্রস্ত লিটন সাংবাদিকদের তাড়িয়ে দিয়েছেন। 

ধর্মশালা, চেন্নাই পর্ব শেষে বাংলাদেশ ক্রিকেট দল এখন অবস্থান করছে পুনে। ১৯ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। পুনের টিম হোটেল থেকে গতকাল দুপুরে খেতে বেরিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিম। সতীর্থরা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর খেতে বের হলেন লিটন দাস। খেলোয়াড়েরা বের হলেই সংবাদমাধ্যমকর্মীদের ক্যামেরা সক্রিয় হয়ে উঠছিল। 

লিটন অবশ্য এতে (গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলা) আপত্তি করলেন। তিনি নিরাপত্তাকর্মীদের বললেন সাংবাদিকদের সরিয়ে দিতে। অন্য ক্রিকেটারদের যেখানে আপত্তি নেই, সেখানে লিটনের আপত্তি নিয়ে প্রশ্ন উঠেছে। সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনাও হয়েছে ৷ আজ সকালে বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি ৷ ফেসবুকে নিজের পেজে ক্ষমা চাওয়ার ইমো ব্যবহার করে লিখেছেন, ‘গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীর অবস্থান ছিল। হুট করে ঘটা ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার জন্য গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।’ 
 
বছরটা খুব একটা ভালো যাচ্ছে না লিটনের। ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে ৭৬ রানই তাঁর এখন পর্যন্ত বলার মতো পারফরম্যান্স। এ বছর শূন্য রানেই ফিরেছেন পাঁচবার। ছন্দ হারিয়ে ফেলায় লিটন নিজে কতটা হতাশ, সেটি দেখা গিয়েছিল বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে। দ্বিতীয় ম্যাচে দ্রুত আউট হওয়ার হতাশায় ড্রেসিংরুমের সামনে ব্যাট পর্যন্ত আছড়ে ভেঙেছিলেন। লিটনের কাছে সংবাদমাধ্যম কখনোই ‘প্রিয়’ছিল না। ধ্রুপদী ব্যাটিং শৈলীতে যেদিন খেলেন, শুধুই মুগ্ধ হতে হয়—তবু সাফল্যের চেয়ে ক্যারিয়ারে ব্যর্থতার পাল্লা বেশি ভারী হওয়ায় কম সমালোচনা হয়নি লিটনকে নিয়ে। এ সমালোচনার পেছনে তাঁর এলোমেলো মন্তব্য এবং আচরণও কম দায়ী নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত