Ajker Patrika

এখন থেকে ‘কড়ায়-গণ্ডায়’ হিসাব নেবেন মন্ত্রী পাপন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১৯: ২৩
এখন থেকে ‘কড়ায়-গণ্ডায়’ হিসাব নেবেন মন্ত্রী পাপন 

পূর্ণাঙ্গ মন্ত্রী হয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নাজমুল হাসান পাপন। খেলাধুলার মানুষ হিসেবে মন্ত্রিত্ব পাওয়ায় তাঁকে ঘিরে ফেডারেশনগুলোর প্রত্যাশার পারদ তুঙ্গে। দায়িত্ব নেওয়ার আগে থেকে পাপন নিজেও ফেডারেশনগুলোর বিষয়ে খোঁজখবর করতেন। 

আরও নিবিড়ভাবে জানার জন্য উল্লেখযোগ্য আটটি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সঙ্গে আজ জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে আলাদাভাবে বসেছিলেন সদ্য দায়িত্ব পাওয়া মন্ত্রী পাপন। শুনেছেন তাদের চাহিদা, প্রত্যাশার বিষয়গুলো। আশ্বাস দিয়েছেন সেসব পূরণেরও। 

মন্ত্রিত্ব পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই ফেডারেশনগুলোর দাবিদাওয়া শোনা, তাদের চাহিদা পূরণ ও তিন বছরের একটি সময়সীমা বেঁধে দেওয়ার কথা বলেছিলেন পাপন। আজকেও ফেডারেশনগুলোর সঙ্গে আলোচনার পর কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। ফেডারেশনগুলোকে বরাদ্দ দেওয়ার পর সেসব ফেডারেশনকে কড়া নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। 

সাংবাদিকদের থেকে প্রশ্ন ছিল, বরাদ্দ দেওয়ার পর ফেডারেশনগুলো এসব বরাদ্দ কীভাবে ব্যবহার করছে সেসব বিষয়ে কড়া নজরদারির ওপর রাখা হবে কি না। জবাবে পাপন বললেন, ‘আমি এটা মনেপ্রাণে বিশ্বাস করি, যাকে যা দেওয়া হবে সেটা কড়ায়-গণ্ডায় হিসাব নেওয়া হবে। এবং সঠিক জায়গায় ব্যবহার করা হয়েছে কি না সেটা নিশ্চিত করতে হবে। নইলে আর পাবে না। এটা করতেই হবে। এটাতে কোনো ছাড় নেই।’ 

আজকের সভার পরও আর্চারি, শুটিং, ভলিবল ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে আলাদাভাবে বসতে চেয়েছেন পাপন। নতুন মন্ত্রীর কাছে নিজেদের আলাদা কমপ্লেক্স চেয়েছে আর্চারি ও শুটিং। তাদের প্রত্যাশা পূরণ করা খুব সম্ভব বলে মনে করেন ক্রীড়া মন্ত্রী, ‘আমার যতটুকু ধারণা ছিল তার থেকে তাদের চাহিদা অনেক কম। এটা নিয়ে আমি এতটা চিন্তিত না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত