নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পূর্ণাঙ্গ মন্ত্রী হয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নাজমুল হাসান পাপন। খেলাধুলার মানুষ হিসেবে মন্ত্রিত্ব পাওয়ায় তাঁকে ঘিরে ফেডারেশনগুলোর প্রত্যাশার পারদ তুঙ্গে। দায়িত্ব নেওয়ার আগে থেকে পাপন নিজেও ফেডারেশনগুলোর বিষয়ে খোঁজখবর করতেন।
আরও নিবিড়ভাবে জানার জন্য উল্লেখযোগ্য আটটি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সঙ্গে আজ জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে আলাদাভাবে বসেছিলেন সদ্য দায়িত্ব পাওয়া মন্ত্রী পাপন। শুনেছেন তাদের চাহিদা, প্রত্যাশার বিষয়গুলো। আশ্বাস দিয়েছেন সেসব পূরণেরও।
মন্ত্রিত্ব পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই ফেডারেশনগুলোর দাবিদাওয়া শোনা, তাদের চাহিদা পূরণ ও তিন বছরের একটি সময়সীমা বেঁধে দেওয়ার কথা বলেছিলেন পাপন। আজকেও ফেডারেশনগুলোর সঙ্গে আলোচনার পর কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। ফেডারেশনগুলোকে বরাদ্দ দেওয়ার পর সেসব ফেডারেশনকে কড়া নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
সাংবাদিকদের থেকে প্রশ্ন ছিল, বরাদ্দ দেওয়ার পর ফেডারেশনগুলো এসব বরাদ্দ কীভাবে ব্যবহার করছে সেসব বিষয়ে কড়া নজরদারির ওপর রাখা হবে কি না। জবাবে পাপন বললেন, ‘আমি এটা মনেপ্রাণে বিশ্বাস করি, যাকে যা দেওয়া হবে সেটা কড়ায়-গণ্ডায় হিসাব নেওয়া হবে। এবং সঠিক জায়গায় ব্যবহার করা হয়েছে কি না সেটা নিশ্চিত করতে হবে। নইলে আর পাবে না। এটা করতেই হবে। এটাতে কোনো ছাড় নেই।’
আজকের সভার পরও আর্চারি, শুটিং, ভলিবল ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে আলাদাভাবে বসতে চেয়েছেন পাপন। নতুন মন্ত্রীর কাছে নিজেদের আলাদা কমপ্লেক্স চেয়েছে আর্চারি ও শুটিং। তাদের প্রত্যাশা পূরণ করা খুব সম্ভব বলে মনে করেন ক্রীড়া মন্ত্রী, ‘আমার যতটুকু ধারণা ছিল তার থেকে তাদের চাহিদা অনেক কম। এটা নিয়ে আমি এতটা চিন্তিত না।’
পূর্ণাঙ্গ মন্ত্রী হয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নাজমুল হাসান পাপন। খেলাধুলার মানুষ হিসেবে মন্ত্রিত্ব পাওয়ায় তাঁকে ঘিরে ফেডারেশনগুলোর প্রত্যাশার পারদ তুঙ্গে। দায়িত্ব নেওয়ার আগে থেকে পাপন নিজেও ফেডারেশনগুলোর বিষয়ে খোঁজখবর করতেন।
আরও নিবিড়ভাবে জানার জন্য উল্লেখযোগ্য আটটি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সঙ্গে আজ জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে আলাদাভাবে বসেছিলেন সদ্য দায়িত্ব পাওয়া মন্ত্রী পাপন। শুনেছেন তাদের চাহিদা, প্রত্যাশার বিষয়গুলো। আশ্বাস দিয়েছেন সেসব পূরণেরও।
মন্ত্রিত্ব পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই ফেডারেশনগুলোর দাবিদাওয়া শোনা, তাদের চাহিদা পূরণ ও তিন বছরের একটি সময়সীমা বেঁধে দেওয়ার কথা বলেছিলেন পাপন। আজকেও ফেডারেশনগুলোর সঙ্গে আলোচনার পর কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। ফেডারেশনগুলোকে বরাদ্দ দেওয়ার পর সেসব ফেডারেশনকে কড়া নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
সাংবাদিকদের থেকে প্রশ্ন ছিল, বরাদ্দ দেওয়ার পর ফেডারেশনগুলো এসব বরাদ্দ কীভাবে ব্যবহার করছে সেসব বিষয়ে কড়া নজরদারির ওপর রাখা হবে কি না। জবাবে পাপন বললেন, ‘আমি এটা মনেপ্রাণে বিশ্বাস করি, যাকে যা দেওয়া হবে সেটা কড়ায়-গণ্ডায় হিসাব নেওয়া হবে। এবং সঠিক জায়গায় ব্যবহার করা হয়েছে কি না সেটা নিশ্চিত করতে হবে। নইলে আর পাবে না। এটা করতেই হবে। এটাতে কোনো ছাড় নেই।’
আজকের সভার পরও আর্চারি, শুটিং, ভলিবল ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে আলাদাভাবে বসতে চেয়েছেন পাপন। নতুন মন্ত্রীর কাছে নিজেদের আলাদা কমপ্লেক্স চেয়েছে আর্চারি ও শুটিং। তাদের প্রত্যাশা পূরণ করা খুব সম্ভব বলে মনে করেন ক্রীড়া মন্ত্রী, ‘আমার যতটুকু ধারণা ছিল তার থেকে তাদের চাহিদা অনেক কম। এটা নিয়ে আমি এতটা চিন্তিত না।’
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৪ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৪ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
৯ ঘণ্টা আগে