নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
হারের ডাবল হ্যাটট্রিক হাতছানি দিচ্ছে সিলেট স্ট্রাইকার্সকে। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একমাত্র দল তারা, জয় যাদের কাছে এখন সোনার হরিণ। দল টানা হারলেও আনন্দ-ফুর্তি ও স্বতঃস্ফূর্ততার কমতি নেই সিলেট দলে।
আনন্দ-ফুর্তি অবশ্য বিশেষ এক কারণে। গতকাল ২৬তম বসন্ত পূর্ণ করেছেন দলটির ব্যাটার জাকির হাসান। বাঁহাতি ব্যাটারের পয়দা দিবস উপলক্ষে তাই টিম ম্যানেজার নাফিস ইকবাল, সতীর্থ নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি রাব্বি, নাঈম হাসানরা মেতে ওঠেন নাচ-গানে।
গিটারের সঙ্গে তখন সবাই কণ্ঠ মেলান জনপ্রিয় ‘হাওয়া’ সিনেমার গান ‘সাদা সাদা কালা কালার’ সঙ্গে। তার আগে কেক কাটার পর জাকিরের মুখ-চোয়ালে ক্রিম মেখে দিতে দেখা যায় নাঈমকে। আর কেকের প্রথম অংশটুকু জাকিরের মুখে তুলে দিয়েছেন ব্যাটারের জন্মদিনে সবচেয়ে বেশি আনন্দ করা এবং ছন্দ হারিয়ে নিজেকে খোঁজা শান্ত।
তবে শান্ত-রাব্বিরা রানের খোঁজে থাকলেও দারুণ ধারাবাহিক জাকির। পাঁচ ম্যাচে করেছেন ১৮৯ রান। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও এখন পর্যন্ত এই বাঁহাতি ব্যাটার। গড়ও ফিফটি ছুঁই ছুঁই ৪৭.২৫।
এখন পর্যন্ত বিপিএলে ৫ ম্যাচ খেলে প্রতিটিতে হেরেছে সিলেট। নিজেদের হোম গ্রাউন্ডে আগামীকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ষষ্ঠ ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে খেলবে তারা। সেই ম্যাচ থেকে দলকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ মিঠুন। দল টানা হারের মধ্যে থাকলেও নিজেদের উজ্জীবিত রাখতে এমন বিশেষ দিনে আনন্দ-ফুর্তি করছেন সিলেটের ক্রিকেটাররা।
অন্যদিকে বিপিএল থেকে আপাতত বিরতি নিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মূলত জাতীয় সংসদে হুইপের দায়িত্ব নিতেই তাঁর এ সিদ্ধান্ত। রাজনৈতিক দায়িত্ব পালন এবং ব্যস্ততার ফাঁকে সুযোগ মিললে টুর্নামেন্টের পরবর্তী সময়ে সিলেটের হয়ে খেলবেন মাশরাফি।
ব্যস্ততা, চোটে জর্জর শরীর, নিজের হতাশাজনক পারফরম্যান্স—সব মিলিয়ে মাশরাফির সময়টা ভালো যাচ্ছিল না ক্রিকেট মাঠে। পাঁচ ম্যাচের মধ্যে বোলিং করেছেন তিন ম্যাচে। উইকেটে পেয়েছেন মাত্র ১টি। ব্যাট হাতে অবদান ৮ রান।
হারের ডাবল হ্যাটট্রিক হাতছানি দিচ্ছে সিলেট স্ট্রাইকার্সকে। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একমাত্র দল তারা, জয় যাদের কাছে এখন সোনার হরিণ। দল টানা হারলেও আনন্দ-ফুর্তি ও স্বতঃস্ফূর্ততার কমতি নেই সিলেট দলে।
আনন্দ-ফুর্তি অবশ্য বিশেষ এক কারণে। গতকাল ২৬তম বসন্ত পূর্ণ করেছেন দলটির ব্যাটার জাকির হাসান। বাঁহাতি ব্যাটারের পয়দা দিবস উপলক্ষে তাই টিম ম্যানেজার নাফিস ইকবাল, সতীর্থ নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি রাব্বি, নাঈম হাসানরা মেতে ওঠেন নাচ-গানে।
গিটারের সঙ্গে তখন সবাই কণ্ঠ মেলান জনপ্রিয় ‘হাওয়া’ সিনেমার গান ‘সাদা সাদা কালা কালার’ সঙ্গে। তার আগে কেক কাটার পর জাকিরের মুখ-চোয়ালে ক্রিম মেখে দিতে দেখা যায় নাঈমকে। আর কেকের প্রথম অংশটুকু জাকিরের মুখে তুলে দিয়েছেন ব্যাটারের জন্মদিনে সবচেয়ে বেশি আনন্দ করা এবং ছন্দ হারিয়ে নিজেকে খোঁজা শান্ত।
তবে শান্ত-রাব্বিরা রানের খোঁজে থাকলেও দারুণ ধারাবাহিক জাকির। পাঁচ ম্যাচে করেছেন ১৮৯ রান। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও এখন পর্যন্ত এই বাঁহাতি ব্যাটার। গড়ও ফিফটি ছুঁই ছুঁই ৪৭.২৫।
এখন পর্যন্ত বিপিএলে ৫ ম্যাচ খেলে প্রতিটিতে হেরেছে সিলেট। নিজেদের হোম গ্রাউন্ডে আগামীকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ষষ্ঠ ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে খেলবে তারা। সেই ম্যাচ থেকে দলকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ মিঠুন। দল টানা হারের মধ্যে থাকলেও নিজেদের উজ্জীবিত রাখতে এমন বিশেষ দিনে আনন্দ-ফুর্তি করছেন সিলেটের ক্রিকেটাররা।
অন্যদিকে বিপিএল থেকে আপাতত বিরতি নিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মূলত জাতীয় সংসদে হুইপের দায়িত্ব নিতেই তাঁর এ সিদ্ধান্ত। রাজনৈতিক দায়িত্ব পালন এবং ব্যস্ততার ফাঁকে সুযোগ মিললে টুর্নামেন্টের পরবর্তী সময়ে সিলেটের হয়ে খেলবেন মাশরাফি।
ব্যস্ততা, চোটে জর্জর শরীর, নিজের হতাশাজনক পারফরম্যান্স—সব মিলিয়ে মাশরাফির সময়টা ভালো যাচ্ছিল না ক্রিকেট মাঠে। পাঁচ ম্যাচের মধ্যে বোলিং করেছেন তিন ম্যাচে। উইকেটে পেয়েছেন মাত্র ১টি। ব্যাট হাতে অবদান ৮ রান।
প্রীতি ম্যাচ খেলতে গত বছর হংকংয়ে এসেছিল ইন্টার মায়ামি। লিওনেল মেসিকে সরাসরি খেলতে দেখার সুযোগ তো বারবার আসে না। ম্যাচটি নিয়ে তাই তুমুল আগ্রহ ছিল হংকংয়ের মানুষের। কিন্তু মাঠে না নেমে মেসি শুধু বেঞ্চ গরম করেন। ফলে জনশত্রুতে পরিণত হন তিনি। আজ সেখানেই মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো পেলেন
৬ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট থেকে ফিক্সিং ও দুর্নীতি মুক্ত করতে কাজ শুরু করে দিয়েছেন বিসিবির দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া অ্যালেক্স মার্শাল। গতকাল রাজধানীর এক হোটেলে বাংলাদেশের ক্রিকেটার, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক ও কর্মকর্তাদের সামনে নিজের কর্মপরিকল্পনা
৭ ঘণ্টা আগেজয়ে ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল। অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি প্রতিযোগিতায় আজ ২২ রানে হারিয়েছে নর্দান টেরিটরি স্ট্রাইককে। বাংলাদেশের ১৭২ রানের জবাবে নর্দান টেরিটরি স্ট্রাইক ২০ ওভার খেললেও ৭ উইকেটে ১৫০ রানের বেশি তুলতে পারেনি।
৯ ঘণ্টা আগে২৯৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা খুব খারাপ ছিল না। ট্রাভিস হেডকে নিয়ে অধিনায়ক মিচেল মার্শ ৭ ওভারেই তুলে ফেলেছিলেন ৬০ রান। কিন্তু এরপরই ‘মিনি’ মোড়ক অস্ট্রেলিয়ার ইনিংসে। ৬০ থেকে ৬৯—এই ২৯ রানের মধ্যেই অস্ট্রেলিয়া হারিয়ে ফেলে ৬ উইকেট! যার ৫টিই নেন কেশব মহারাজ।
১০ ঘণ্টা আগে