Ajker Patrika

এবার বিসিবির টিকিটে ইংল্যান্ডের ভুল পতাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ৩৩
এবার বিসিবির টিকিটে ইংল্যান্ডের ভুল পতাকা

কখনো স্কোয়াডে ক্রিকেটারদের নামে ভুল, কখনো নিজ দেশের নামে ভুল বানান—আন্তর্জাতিক টুর্নামেন্টে এমন ঘটনা অনেকবারই দেখা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাজে। এবার বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজেও আরেকটি বড় ভুল করেছে। টিকিটে বাংলাদেশের পতাকা ঠিক থাকলেও ইংল্যান্ডের পতাকার জায়গায় ছাপানো হয়েছে যুক্তরাজ্যের পতাকা। 

যুক্তরাজ্যের অধীনে স্বাধীন দেশ ইংল্যান্ড। যুক্তরাজ্য বা ব্রিটেন মূলত ইংল্যান্ড, স্কটল্যান্ড, উওর আয়ারল্যান্ড ও ওয়েলসসহ কয়েকটি দ্বীপ নিয়ে গঠিত। এই দেশগুলোর পতাকার সমন্বয়ে যুক্তরাজ্যের পতাকা। ইংল্যান্ডের পতাকা হলো সাদার মধ্যে লাল ক্রস (রেখা)। কিন্তু বিসিবির টিকিটে ইংল্যান্ডের নয়; বরং ছাপানো হয়েছে যুক্তরাজ্যের পতাকা। 

এমন ভুল এটাই প্রথম নয় বিসিবির। এর আগে ২০১৮ সালে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের টিকিটে ভুল করেছিল। এই টিকিটে ইংরেজি লেখা সব বানান ঠিক থাকলেও বাংলাদেশ বানানে ‘বি’-এর পর একটি ‘এন’ বেশি লেখা হয়েছে। 

২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের খেলোয়াড় তালিকায় দেখা যায়, বাংলাদেশের নাম লেখা ‘Bamgladesh’! একই সিরিজে খেলা সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও টিকিটে লেখা ছিল রাত ১০টায়। এবার হলো পতাকায় ভুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত