Ajker Patrika

হারের পরও তাইজুলদের পারফরম্যান্সে খুশি মুমিনুল

হারের পরও তাইজুলদের পারফরম্যান্সে খুশি মুমিনুল

ঢাকা: দ্বিতীয় টেস্টে স্পিনেই নাকাল হয়েছে বাংলাদেশ। আরও নির্দিষ্ট করে বললে প্রবীন জয়াবিক্রমাই বেশি ভুগিয়েছেন। লঙ্কান বাঁহাতি স্পিনার অভিষেক টেস্টেই পেয়েছেন ১১ উইকেট। দুর্দান্ত বোলিং করেছেন অফ স্পিনার রমেশ মেন্ডিসও। দুই ইনিংস মিলে এই দুজনের শিকার ১৮ উইকেট। সেখানে বাংলাদেশের দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী মিরাজের শিকার ৯ উইকেট। তবুও স্পিনারদের পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক।

পরিসংখ্যানই বলে দিচ্ছে শ্রীলঙ্কান স্পিনারের চেয়ে বাংলাদেশের স্পিনাররা পিছিয়ে। তবুও ম্যাচশেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মুমিনুল হক বলছেন, তাঁরা স্পিনাররা যথেষ্ট ভালো করেছেন, ‘এমন উইকেটে আসলে বেশি স্পিনার লাগে না। দুই স্পিনার যথেষ্ট। আমাদের দুজন স্পিনারই ভালো বোলিং করেছে।’

লঙ্কান স্পিনারদের তুলনায় উইকেটশিকারে পিছিয়ে থাকলেও মুমিনুল মনে করছেন রান আটকানোর কাজটা ঠিকঠাকই করেছেন বাংলাদেশের স্পিনাররা। বাংলাদেশ অধিনায়কের চোখে স্পিনারদের পারফরম্যান্স ধরা দিয়েছে এভাবে, ‘এমন উইকেটে আসলে ব্যাটসম্যানকে সহজে আউট করতে না পারলে রান আটকানোটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের স্পিনাররা সেই কাজটা ভালোমতোই করছে । বিশেষ করে দ্বিতীয় ইনিংসে তাইজুল দুর্দান্ত ছিল।’

মুমিনুল অবশ্য এই কথাও মনে করিয়ে দিয়েছেন, এই পারফরম্যান্সে যথেষ্ট নয়, তাঁদের আরও ভালো করার জায়গা আছে। সিরিজটা হারলেও অনেক ইতিবাচক দিকও খুঁজে পেয়েছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক, ‘সিরিজ হেরেছি মানে সব হেরেছি, তা নয়। এখানে ইতিবাচক অনেক কিছু আছে। তামিম ভাই দুটো ৯০ পেরোনো ইনিংস খেলেছেন। একটা ৭০ পেরোনো ইনিংস খেলেছেন। শান্ত (নাজমুল) ভালো ব্যাটিং করেছে। তাসকিন ভালো বোলিং করেছে। অনেক ইতিবাচক দিক আছে এই সিরিজে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত