নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরের দিনক্ষণ নিয়ে ধোঁয়াশা কাটছে না। আজ সকালে পাকিস্তানের উড়ানে চড়ার কথা ছিল ক্রিকেটারদের। ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর এখনো বেশ অস্থিতিশীল দেশের পরিস্থিতি। বিমানবন্দরে নিরাপত্তাজনিত কারণে ফ্লাইট ওঠা-নামা বন্ধ ঘোষণায় আটকে যায় ‘এ’ দলের ক্রিকেটারদের ফ্লাইট।
বিসিবি সূত্রে জানা গেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে বিসিবি। বিমানবন্দর কয়েক ঘণ্টার বন্ধ ঘোষণায় ‘এ’ দলের ফ্লাইটসূচি নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। ক্রিকেট বোর্ড চেষ্টা করছে দ্রুতই খেলোয়াড়দের পাঠাতে, যাতে পাকিস্তান গিয়ে এক-দুই দিন প্রস্তুতি নিতে পারেন তাঁরা। ধীরে ধীরে বিমানবন্দরের ফ্লাইট স্বাভাবিক হতে শুরু করেছে। দ্রুতই টিকিট পাওয়ার আশা বিসিবির।
চট্টগ্রামে বেশ কিছু দিন ধরে চলা প্রস্তুতি ক্যাম্প শেষে ঢাকায় ফেরেন ক্রিকেটাররা। জাতীয় দলের কোচিং স্টাফদের অধীনে মিরপুরেও কয়েক দিন অনুশীলন করার কথা ছিল ‘এ’ দলের ক্রিকেটারদের। কঠিন পরিস্থিতিতে বাতিল করা হয় ক্যাম্প। জানা গেছে, সব খেলোয়াড়েরা ঢাকায় অবস্থান করছেন। অপেক্ষা শুধু ফ্লাইটের।
দুপুরে পাকিস্তান সফরের জন্য প্রথম চার দিনের ম্যাচে ‘এ’ দলে ডাক পাওয়া স্পিনার নাঈম হাসান মিরপুরে জিম করতে এসেছিলেন। পাকিস্তান সফর নিয়ে আজকের পত্রিকাকে বললেন, ‘আমাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে সফরের জন্য। আমরা প্রস্তুত আছি। ফ্লাইট টিকিট পাওয়া গেলে আমাদের জানানো হবে।’
সূচি অনুযায়ী আগামী ১০ আগস্ট থেকে পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে প্রথম চার দিনের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় ম্যাচ শুরু হবে ১৭ আগস্ট। ওয়ানডে ম্যাচগুলো হবে ২৩,২৫ ও ২৭ আগস্ট। দুই সংস্করণের সব ম্যাচই হবে ইসলামাবাদে।
বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরের দিনক্ষণ নিয়ে ধোঁয়াশা কাটছে না। আজ সকালে পাকিস্তানের উড়ানে চড়ার কথা ছিল ক্রিকেটারদের। ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর এখনো বেশ অস্থিতিশীল দেশের পরিস্থিতি। বিমানবন্দরে নিরাপত্তাজনিত কারণে ফ্লাইট ওঠা-নামা বন্ধ ঘোষণায় আটকে যায় ‘এ’ দলের ক্রিকেটারদের ফ্লাইট।
বিসিবি সূত্রে জানা গেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে বিসিবি। বিমানবন্দর কয়েক ঘণ্টার বন্ধ ঘোষণায় ‘এ’ দলের ফ্লাইটসূচি নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। ক্রিকেট বোর্ড চেষ্টা করছে দ্রুতই খেলোয়াড়দের পাঠাতে, যাতে পাকিস্তান গিয়ে এক-দুই দিন প্রস্তুতি নিতে পারেন তাঁরা। ধীরে ধীরে বিমানবন্দরের ফ্লাইট স্বাভাবিক হতে শুরু করেছে। দ্রুতই টিকিট পাওয়ার আশা বিসিবির।
চট্টগ্রামে বেশ কিছু দিন ধরে চলা প্রস্তুতি ক্যাম্প শেষে ঢাকায় ফেরেন ক্রিকেটাররা। জাতীয় দলের কোচিং স্টাফদের অধীনে মিরপুরেও কয়েক দিন অনুশীলন করার কথা ছিল ‘এ’ দলের ক্রিকেটারদের। কঠিন পরিস্থিতিতে বাতিল করা হয় ক্যাম্প। জানা গেছে, সব খেলোয়াড়েরা ঢাকায় অবস্থান করছেন। অপেক্ষা শুধু ফ্লাইটের।
দুপুরে পাকিস্তান সফরের জন্য প্রথম চার দিনের ম্যাচে ‘এ’ দলে ডাক পাওয়া স্পিনার নাঈম হাসান মিরপুরে জিম করতে এসেছিলেন। পাকিস্তান সফর নিয়ে আজকের পত্রিকাকে বললেন, ‘আমাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে সফরের জন্য। আমরা প্রস্তুত আছি। ফ্লাইট টিকিট পাওয়া গেলে আমাদের জানানো হবে।’
সূচি অনুযায়ী আগামী ১০ আগস্ট থেকে পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে প্রথম চার দিনের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় ম্যাচ শুরু হবে ১৭ আগস্ট। ওয়ানডে ম্যাচগুলো হবে ২৩,২৫ ও ২৭ আগস্ট। দুই সংস্করণের সব ম্যাচই হবে ইসলামাবাদে।
প্রীতি ম্যাচ খেলতে গত বছর হংকংয়ে এসেছিল ইন্টার মায়ামি। লিওনেল মেসিকে সরাসরি খেলতে দেখার সুযোগ তো বারবার আসে না। ম্যাচটি নিয়ে তাই তুমুল আগ্রহ ছিল হংকংয়ের মানুষের। কিন্তু মাঠে না নেমে মেসি শুধু বেঞ্চ গরম করেন। ফলে জনশত্রুতে পরিণত হন তিনি। আজ সেখানেই মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো পেলেন
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট থেকে ফিক্সিং ও দুর্নীতি মুক্ত করতে কাজ শুরু করে দিয়েছেন বিসিবির দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া অ্যালেক্স মার্শাল। গতকাল রাজধানীর এক হোটেলে বাংলাদেশের ক্রিকেটার, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক ও কর্মকর্তাদের সামনে নিজের কর্মপরিকল্পনা
২ ঘণ্টা আগেজয়ে ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল। অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি প্রতিযোগিতায় আজ ২২ রানে হারিয়েছে নর্দান টেরিটরি স্ট্রাইককে। বাংলাদেশের ১৭২ রানের জবাবে নর্দান টেরিটরি স্ট্রাইক ২০ ওভার খেললেও ৭ উইকেটে ১৫০ রানের বেশি তুলতে পারেনি।
৪ ঘণ্টা আগে২৯৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা খুব খারাপ ছিল না। ট্রাভিস হেডকে নিয়ে অধিনায়ক মিচেল মার্শ ৭ ওভারেই তুলে ফেলেছিলেন ৬০ রান। কিন্তু এরপরই ‘মিনি’ মোড়ক অস্ট্রেলিয়ার ইনিংসে। ৬০ থেকে ৬৯—এই ২৯ রানের মধ্যেই অস্ট্রেলিয়া হারিয়ে ফেলে ৬ উইকেট! যার ৫টিই নেন কেশব মহারাজ।
৫ ঘণ্টা আগে