২০১১ সালে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে খেলেছিল নেদারল্যান্ডস। তখন আয়োজক ছিল বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। ১২ বছর পর আবারও উপমহাদেশে হচ্ছে বিশ্বকাপ। ভারতে হতে যাওয়া বিশ্বকাপ সামনে রেখে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ডাচরা।
২০২৩ বিশ্বকাপে নেদারল্যান্ডস দলকে নেতৃত্ব দেবেন স্কট এডওয়ার্ডস। তাঁর নেতৃত্বে ভারতে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে ডাচরা। এ বছরের জিম্বাবুয়েতে হওয়া বিশ্বকাপ বাছাইয়ে ৪ ফিফটি ও ৬২.৮০ গড়ে করেছেন ৩১৪ রান। এই দলের উইকেটরক্ষকের দায়িত্বেও থাকবেন তিনি। এই দলে ওপেনার হিসেবে থাকবেন ম্যাক্স ও ডাউড ও বিক্রমজিৎ সিং। গত এক বছর ওয়ানডেতে ডাচদের নির্ভরযোগ্য উদ্বোধনী জুটি হয়ে উঠেছেন ও’ডাউড ও বিক্রমজিৎ।
নেদারল্যান্ডসের ওয়ানডেতে প্রায় দুই বছর পর ফিরেছেন রোয়েলফ ফন ডার মারউই। ২০২১ এর নভেম্বরে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছেন মারউই। মারউই একসময় প্রোটিয়াদের হয়ে ১৩ ম্যাচ খেলেছেন। ওয়ানডে দলে ফিরেছেন কলিন অ্যাকারমান। এ বছরের মার্চে সর্বশেষ ওয়ানডে খেলেছেন অ্যাকারমান। আর গত বছর অস্ট্রেলিয়ায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। তাছাড়া এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেক্ট।
লোগান ফন বিক, বাস ডি লিডির মতো কার্যকরী অলরাউন্ডাররাও আছেন নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে। বিশ্বকাপ বাছাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার ওভারে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ জিতিয়েছেন ফন বিক। বাছাইপর্বেই স্কটল্যান্ডের বিপক্ষে ঝোড়ো সেঞ্চুরি ও বোলিংয়ে ম্যাচ জিতিয়েছেন ডি লিডি।
নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও ডাউড, বাস ডি লিডি, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, রোয়েলফ ফন ডার মারউই, আরিয়ান দত্ত পল ফন মিকিরেন, কলিন অ্যাকারমান, লোগান ফন বিক, রায়ান ক্লেইন, ওয়েসলি বারেসি, সাকিব জুলফিকার, সারিজ আহমাদ, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেক্ট।
২০১১ সালে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে খেলেছিল নেদারল্যান্ডস। তখন আয়োজক ছিল বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। ১২ বছর পর আবারও উপমহাদেশে হচ্ছে বিশ্বকাপ। ভারতে হতে যাওয়া বিশ্বকাপ সামনে রেখে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ডাচরা।
২০২৩ বিশ্বকাপে নেদারল্যান্ডস দলকে নেতৃত্ব দেবেন স্কট এডওয়ার্ডস। তাঁর নেতৃত্বে ভারতে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে ডাচরা। এ বছরের জিম্বাবুয়েতে হওয়া বিশ্বকাপ বাছাইয়ে ৪ ফিফটি ও ৬২.৮০ গড়ে করেছেন ৩১৪ রান। এই দলের উইকেটরক্ষকের দায়িত্বেও থাকবেন তিনি। এই দলে ওপেনার হিসেবে থাকবেন ম্যাক্স ও ডাউড ও বিক্রমজিৎ সিং। গত এক বছর ওয়ানডেতে ডাচদের নির্ভরযোগ্য উদ্বোধনী জুটি হয়ে উঠেছেন ও’ডাউড ও বিক্রমজিৎ।
নেদারল্যান্ডসের ওয়ানডেতে প্রায় দুই বছর পর ফিরেছেন রোয়েলফ ফন ডার মারউই। ২০২১ এর নভেম্বরে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছেন মারউই। মারউই একসময় প্রোটিয়াদের হয়ে ১৩ ম্যাচ খেলেছেন। ওয়ানডে দলে ফিরেছেন কলিন অ্যাকারমান। এ বছরের মার্চে সর্বশেষ ওয়ানডে খেলেছেন অ্যাকারমান। আর গত বছর অস্ট্রেলিয়ায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। তাছাড়া এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেক্ট।
লোগান ফন বিক, বাস ডি লিডির মতো কার্যকরী অলরাউন্ডাররাও আছেন নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে। বিশ্বকাপ বাছাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার ওভারে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ জিতিয়েছেন ফন বিক। বাছাইপর্বেই স্কটল্যান্ডের বিপক্ষে ঝোড়ো সেঞ্চুরি ও বোলিংয়ে ম্যাচ জিতিয়েছেন ডি লিডি।
নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও ডাউড, বাস ডি লিডি, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, রোয়েলফ ফন ডার মারউই, আরিয়ান দত্ত পল ফন মিকিরেন, কলিন অ্যাকারমান, লোগান ফন বিক, রায়ান ক্লেইন, ওয়েসলি বারেসি, সাকিব জুলফিকার, সারিজ আহমাদ, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেক্ট।
চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরা
৩৩ মিনিট আগেবৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
১ ঘণ্টা আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
২ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
৩ ঘণ্টা আগে