নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বকাপের এখনো পাঁচ মাস বাকি। তবে বাংলাদেশে বিশ্বকাপ দল নিয়ে বেশ জোরেশোরে আলোচনা হচ্ছে। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিজিক্যালি চ্যালেঞ্জড টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে এসে বিশ্বকাপ দল নিয়ে একটা পরিষ্কার ধারণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বাংলাদেশের বিশ্বকাপ দলের সাত নম্বর পজিশন নিয়েই এই মুহূর্তে আলোচনাটা বেশি হচ্ছে। এই প্রশ্নে বিসিবি সভাপতি পাপন বিশ্বকাপ দল নিয়েই বলেছেন, ‘আমাকে যদি জিজ্ঞেস করেন—তামিম, লিটন, শান্ত, হৃদয়, মুশফিক, সাকিব-এই ছয়জনের মধ্যে কাউকে বাদ দেওয়া যাবে বলে মনে হয় না। ওপেনিংয়ে নাঈম শেখ ও বিজয়, তারাও ভালো পারফর্ম করছে। তারাও আসতে পারে। কে আসবে আমি জানি না। আমার পর্যবেক্ষণ করছি। আমার ধারণা ওপেনিংয়ে (বাড়তি) একজনকে তারা (টিম ম্যানেজমেন্ট) নেবে। চোটের জন্য ব্যাকআপ লাগবে।’
বোলিং বিভাগে তিন পেসার নিয়ে খেলা নিশ্চিত বলে জানিয়েছেন পাপন। তিনি বলেছেন, ‘আমার ধারণা তিনটা পেসার খেলবে নিশ্চিত। সাকিব যদি খেলে একটা স্পিনার খেলবে। পাঁচটা বোলার ছাড়া তো বিশ্বকাপ খেলবেন না। হাসান, তাসকিন, শরীফুল, ইবাদত, মোস্তাফিজ আছে। যে কেউ খেলতে পারে। চারজন পেসারও খেলতে পারে। যদি তিনজন স্পিনার নিয়ে খেলে মানে ছয়টা বোলার নিয়ে খেলতে চায় তাহলে বাড়তি স্পিনার লাগবে। বাড়তি থাকে একটা জায়গা সেখানে আছে মেহেদী হাসান মিরাজ। আমার মনে হয় না কেউ বলবে মিরাজকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেবে।’
এরপর বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেনদের সম্ভাবনার প্রসঙ্গ নিয়ে পাপন বলেন, ‘কোনো কারণে পাঁচ বোলার নিয়ে খেললে একটা সুযোগ আসে একজন বাড়তি ব্যাটার খেলানোর। ওখানে এখন স্কোয়াডে আছে রাব্বি (ইয়াসির আলী)। স্কোয়াডে নাই কিন্তু যেকোনো সময় ঢুকতে পারে আফিফ, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক। যদি আমি পাঁচ বোলার নিয়ে খেলি কোনো কারণে একটা বোলার চোটে পড়লে ম্যাচে তাহলে বল করবে কে? এ জন্য অলরাউন্ডার পেলে ভালো হয়। দিন শেষে নান্নু কী করবে আমি জানি না, আমার কথা বলছি।’
বিশ্বকাপের এখনো পাঁচ মাস বাকি। তবে বাংলাদেশে বিশ্বকাপ দল নিয়ে বেশ জোরেশোরে আলোচনা হচ্ছে। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিজিক্যালি চ্যালেঞ্জড টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে এসে বিশ্বকাপ দল নিয়ে একটা পরিষ্কার ধারণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বাংলাদেশের বিশ্বকাপ দলের সাত নম্বর পজিশন নিয়েই এই মুহূর্তে আলোচনাটা বেশি হচ্ছে। এই প্রশ্নে বিসিবি সভাপতি পাপন বিশ্বকাপ দল নিয়েই বলেছেন, ‘আমাকে যদি জিজ্ঞেস করেন—তামিম, লিটন, শান্ত, হৃদয়, মুশফিক, সাকিব-এই ছয়জনের মধ্যে কাউকে বাদ দেওয়া যাবে বলে মনে হয় না। ওপেনিংয়ে নাঈম শেখ ও বিজয়, তারাও ভালো পারফর্ম করছে। তারাও আসতে পারে। কে আসবে আমি জানি না। আমার পর্যবেক্ষণ করছি। আমার ধারণা ওপেনিংয়ে (বাড়তি) একজনকে তারা (টিম ম্যানেজমেন্ট) নেবে। চোটের জন্য ব্যাকআপ লাগবে।’
বোলিং বিভাগে তিন পেসার নিয়ে খেলা নিশ্চিত বলে জানিয়েছেন পাপন। তিনি বলেছেন, ‘আমার ধারণা তিনটা পেসার খেলবে নিশ্চিত। সাকিব যদি খেলে একটা স্পিনার খেলবে। পাঁচটা বোলার ছাড়া তো বিশ্বকাপ খেলবেন না। হাসান, তাসকিন, শরীফুল, ইবাদত, মোস্তাফিজ আছে। যে কেউ খেলতে পারে। চারজন পেসারও খেলতে পারে। যদি তিনজন স্পিনার নিয়ে খেলে মানে ছয়টা বোলার নিয়ে খেলতে চায় তাহলে বাড়তি স্পিনার লাগবে। বাড়তি থাকে একটা জায়গা সেখানে আছে মেহেদী হাসান মিরাজ। আমার মনে হয় না কেউ বলবে মিরাজকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেবে।’
এরপর বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেনদের সম্ভাবনার প্রসঙ্গ নিয়ে পাপন বলেন, ‘কোনো কারণে পাঁচ বোলার নিয়ে খেললে একটা সুযোগ আসে একজন বাড়তি ব্যাটার খেলানোর। ওখানে এখন স্কোয়াডে আছে রাব্বি (ইয়াসির আলী)। স্কোয়াডে নাই কিন্তু যেকোনো সময় ঢুকতে পারে আফিফ, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক। যদি আমি পাঁচ বোলার নিয়ে খেলি কোনো কারণে একটা বোলার চোটে পড়লে ম্যাচে তাহলে বল করবে কে? এ জন্য অলরাউন্ডার পেলে ভালো হয়। দিন শেষে নান্নু কী করবে আমি জানি না, আমার কথা বলছি।’
দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত-পাকিস্তানের মধ্যে চলছে যুদ্ধ। ভারত-পাকিস্তানের এমন যুদ্ধের প্রভাব পড়েছে খেলাধুলার ওপরও। নিরাপত্তা ইস্যুতে আইপিএল স্থগিত করা হয়েছে। একই কারণে পাকিস্তান সুপার লিগও (পিএসএল) স্থগিত করা হয়েছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ সাফল্য এসেছে ২০২০ সালে। আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারতকে হারিয়ে। সেবার চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২২ ও ২০২৪ টানা দুই যুব বিশ্বকাপে বাংলাদেশ ব্যর্থ হয়েছে।
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যে চলছে সামরিক হামলা পাল্টা হামলা। এর প্রভাব পড়ছে দুই দেশের ক্রীড়াঙ্গনেও। ভারত স্থগিত করেছে আইপিএল, পাকিস্তান পিএসএল স্থানান্তরিত হয়েছে দুবাইয়ে। পাকিস্তানে পিএসএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটারদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
১ ঘণ্টা আগেঘরের মাঠে ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের দল কেমন হবে তা নিয়ে এখনই জল্পনাকল্পনা চলছে সমর্থকদের মধ্যে। কারণ হামজা চৌধুরীর পর সমিত সোমও বাংলাদেশের হয়ে খেলতে সবুজ সংকেত পেয়েছেন। সব ঠিক থাকলে ঘরের মাঠে একসঙ্গে অভিষেক হবে দুজনের।
২ ঘণ্টা আগে