Ajker Patrika

‘বাংলাদেশ-ভারত ক্রিকেটের পার্থক্য কমেছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৪: ৩৯
‘বাংলাদেশ-ভারত ক্রিকেটের পার্থক্য কমেছে’

জাতীয় দলের ক্রিকেটাররা অনেকেই নেই। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগকে (ডিপিএল) জমজমাট করতে প্রত্যেক দলে একজন করে বিদেশি ক্রিকেটার অন্তর্ভুক্তির সুযোগ দিয়েছে আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সুযোগ কাজে লাগিয়ে ভারত থেকে হনুমা বিহারিকে উড়িয়ে এনেছে আবাহনী লিমিটেড। দ্বিতীয়বার ঢাকা লিগে খেলতে এসে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের ভূয়সী প্রশংসা করলেন ভারতীয় ক্রিকেটার। 

ঢাকা লিগের এই মৌসুমের প্রথম দুই ম্যাচে সুবিধা করতে পারেননি ভারতের হয়ে ১৫টি টেস্ট খেলা হনুমা। তৃতীয় ম্যাচ থেকে হাসতে শুরু করেছে তাঁর ব্যাট। সবশেষ তিন ম্যাচের একটি সেঞ্চুরির সঙ্গে একটি ফিফটি করেছেন তিনি। নিজের তৃতীয় ম্যাচে অল্পের জন্য হাতছাড়া করেছেন ফিফটি। সব মিলিয়ে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সময়টা ভালোই কাটছে হনুমার। কদিনের এই অভিজ্ঞতাই তিনি তুলে ধরলেন। 

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা ডার্বিতে মোহামেডানকে ৬ উইকেটে হারিয়েছে আবাহনী। ৫৯ রানের দারুণ ইনিংস খেলে দলের জয়ে অবদান রেখেছেন হনুমা। নিষ্প্রাণ জয়ের পর সংবাদমাধ্যমকে ভারতীয় ক্রিকেটার বলেছেন, ‘কয়েক বছর আগে যখন এখানে এসেছি, তখনকার হিসেব করলে ভারতের চেয়ে (বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট) কিছুটা পিছিয়ে ছিল। কিন্তু এখন প্রেক্ষাপট ভিন্ন মনে হচ্ছে। দুই দেশের ক্রিকেট মানের পার্থক্য কমা শুরু হয়েছে।’

ঢাকা লিগে প্রথমবার ২০১৮ সালে খেলতে এসেছিলেন হনুমা। ওই আসরে ৪ ম্যাচে ২০৪ রান করেন আবাহনী ব্যাটার। তাঁর আগে বাংলাদেশের লিস্ট ‘এ’ টুর্নামেন্ট খেলে গেছেন ভারতের অনেক নামীদামি ক্রিকেটার। অরুণ লাল, অজয় জাদেজা, সুনীল জোশি, ইউসুফ পাঠান, ওয়াসিম জাফরকে ঢাকার ক্লাব ক্রিকেটে খেলতে দেখা গেছে। তাঁদের উত্তরসূরি হিসেবে এখন খেলে যাচ্ছেন হনুমা। আসরে এখন পর্যন্ত ৫ ম্যাচে ২৩৭ রান করেছেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত