Ajker Patrika

সাইবার জালিয়াতির শিকার শচীনের বন্ধু কাম্বলি

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১২: ১৬
সাইবার জালিয়াতির শিকার শচীনের বন্ধু কাম্বলি

শচীন টেন্ডুলকারের সঙ্গে বিনোদ কাম্বলির বন্ধুত্ব নিয়ে বহু চর্চা হয়েছে। সেই স্কুল ক্রিকেটের রেকর্ড জুটির আগে থেকেই গলায়-গলায় বন্ধুত্ব। শচীনের সেই বন্ধু কাম্বলি এবার সাইবার জালিয়াতির শিকার হয়েছেন। 

বেসরকারি ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে কাম্বলির অ্যাকাউন্টের সব তথ্য চেয়ে নেন এক প্রতারক। পরে তাঁর অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হয় ১ লাখ ১৪ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৩০ হাজার টাকা)। একাধিক ভারতীর সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে। 

ভারতীর সংবাদমাধ্যম বলছে, গত ৩ ডিসেম্বর ব্যাংক কর্মকর্তা পরিচয়ে কাম্বলিকে ফোন করেন সেই প্রতারক। তাঁর অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ করার কথা জানান। এ বিষয়ে এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘সেই প্রতারকের কথা অনুযায়ী কাম্বলি একটি অ্যাপ ডাউনলোড করেন। অ্যাপের সহায়তায় কাম্বলির ফোনের যাবতীয় তথ্য পৌঁছে যায় জালিয়াতের কাছে। ফোনের দখল নেওয়ার পর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লেনদেনের সময় ওয়ান টাইম পাসওয়ার্ডও (OTP) পেয়ে যান সেই ব্যক্তি।’ 

সেখান থেকে অ্যাকাউন্টে থাকা সব টাকা গায়েব করে দেন সেই প্রতারক। প্রতারণার শিকার বুঝতে পেরে তৎক্ষণাৎ ব্যাংকে জানিয়ে অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক করেন কাম্বলি। ব্যাংক ও সাইবার পুলিশের সহায়তায় হাতিয়ে নেওয়া অর্থ ফেরত পান তিনি। কাম্বলির ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য কোন অ্যাকাউন্টে টাকা সরিয়ে নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখছে সাইবার পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত