Ajker Patrika

মামলা-আইনি নোটিশের কোনো মানেই দেখেন না পাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জুন ২০২৩, ২১: ১২
মামলা-আইনি নোটিশের কোনো মানেই দেখেন না পাপন

সমালোচনা নিয়ে সংবাদ করায় কদিন আগে সাংবাদিকদের জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। সমালোচনা থেকে বাদ যায় না দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় বোর্ড বিসিবিও।

এমন কিছুর বিপরীতে মামলা করার ইচ্ছে আছে কি না, এক প্রশ্নে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘মামলা করা বা লিগ্যাল নোটিশ দেওয়া এগুলোর তো প্রশ্নই আসে না। বাংলাদেশের ক্রিকেটের একটা বড় অংশীদার হচ্ছে মিডিয়া। এটা সব সময় বলে এসেছি। বাংলাদেশে ক্রিকেটের আজকে যে অবস্থান, এটার পেছনে মিডিয়ার বড় অবদান আছে। এ জন্য এ রকম কোনো চিন্তার প্রশ্নই আসে না।’

এক দশকের বেশি সময় ধরে বিসিবির দায়িত্বে আছেন পাপন। নানা সময়ে তাঁর বোর্ড ও তাঁকে নিয়ে সমালোচনা নিয়ে পাপন বলছেন, ‘আমি একটা কথা বলি। আমাকে নিয়ে যত আলোচনা হয়, খারাপই বেশি। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে। আমি কখনো প্রতিক্রিয়া দেখাই না। একটা জিনিস মনে করি, আমার একটা পরিকল্পনা থাকতে হবে, সেই অনুযায়ী এগোতে হবে। এটা অনেকের ভালো লাগবে, অনেকের লাগবে না। এটা যে একেবারে সব সময় ঠিক হবে, এমনও কোনো কথা নেই। আমার ভুলও হতে পারে।’

তবে এসব ক্ষেত্রে ভুল হলে নিজেকে সংশোধনের চেষ্টা করেন জানিয়ে পাপন আরও যোগ করেন, ‘এসব শুনলে একটা জিনিস হয় যে আমাদের একটা সতর্কতা আসে। কে কী বলছে, এটা দেখি। যদি দেখি যে না এটা ঠিক না, তাহলে মাথা ঘামানোর কোনো কারণই দেখি না। আর যদি ঠিক হয়, তাহলে আমাদের সংশোধনের একটা সুযোগ আছে। অনেক কিছু আছে আমাদের ভালো না লাগতে পারে, কিন্তু সবই যে একেবারে খুব খারাপ কিছু বলছে; তা না। কিছু জিনিস আমাদের সংশোধনে সাহায্য করে। এগুলো নিয়ে চিন্তা করার প্রশ্নই আসে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত