Ajker Patrika

এত বছরেও কিছুই শেখেনি দেশের তরুণ ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ৩৩
এত বছরেও কিছুই শেখেনি দেশের তরুণ ক্রিকেটাররা

শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়ের অবস্থা থেকে তাঁর দল ফরচুন বরিশাল ফাইনাল হেরেছে, ব্যাপারটা খালেদ মাহমুদ সুজনের জন্য পীড়াদায়ক। কোচ হিসেবে সেটা তাঁকে পোড়াচ্ছেও। তবে দল থেকেও সুজনের কষ্টটা স্থানীয় ক্রিকেটারদের নিয়ে বেশি। মাঠে তাঁদের খেলার পরিস্থিতি বুঝতে না পারার মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় দলের টিম ডিরেক্টর সুজন।

সুজনের মতে, সবাই খেলার মধ্যে আছেন কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে সেটা কাজে লাগানোর ক্ষেত্রে পিছিয়ে স্থানীয় ক্রিকেটাররা। শেখাটাও হচ্ছে তবে সেটা আরও দ্রুত হওয়া উচিত বলে মনে করেন তিনি। গতকাল ফাইনাল একটা পর্যায়ে বরিশালের দরকার ছিল ২৪ বলে ২৬ রান। উইকেটে ছিলেন জাতীয় দলের দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত আর নুরুল হাসান সোহান। সেখান থেকে তাঁরা ম্যাচটা শেষ করতে পারেননি।

ম্যাচ শেষে খেলোয়াড়দের মানসিকতা ঠিক করতে হবে জানিয়ে সুজন বলেছেন, ‘সমস্যাটা মানসিকতার। ওদের কোনো টেকনিক্যাল সমস্যা নেই। অনুশীলনে ভালো করছে। কিন্তু ম্যাচে গিয়ে সেটা কাজে লাগাতে পারছে না। এই ব্যাপারটা ব্যাটারকেই ঠিক করতে হবে। আমাকে মানসিকতা ঠিক করতে হবে, গেম সেন্স তৈরি করতে হবে। আমি কোন বোলারকে মারব, কোন বোলারকে সামলে খেলব সেটাও ব্যাটারকে বুঝতে হবে। আমার অপর প্রান্তের ব্যাটার ভালো করছে তাকে স্ট্রাইক দেওয়ার এই বিষয়গুলো গেম সেন্সের অংশ। এখানেই আমাদের অনেক সমস্যা আছে বলে মনে হয়। অনেক দিন খেলেও গেম সেন্স তৈরি না হওয়াটা হতাশার।’

খেলোয়াড়দের শেখাটা আরও দ্রুত হওয়ার কথা বলছেন সুজন। তাঁর মতে, ‘মাঠে গিয়ে খেলোয়াড়দের খেলতে হবে। শিখিয়ে দেওয়ার বিষয় না, সাকিবকে তো কেউ শিখিয়ে দেয় না। শুধু পারফরম্যান্সে না তার নেতৃত্বও অসাধারণ ছিল। সাকিব-মুজিব একটানা ৮ ওভার বল করে গেল, অন্য দলের কাউকে তো দেখলাম না, এই সাহসটা নিতে জানতে হবে। এ রকম আক্রমণাত্মক মানসিকতাই আমি পছন্দ করি। আপনার যদি ইতিবাচক মানসিকতা না থাকে, যখন ২০ বলে ২৫ লাগুক আর ২০ বলে ৫০ লাগুক, একই মানসিকতা কাজ করবে। এই ব্যাপারগুলো ব্যাটারকেই ঠিক করতে হবে। যেমন কালকের ম্যাচের কথা যদি বলি, শেষ ৪ ওভারে কাকে আমরা মারব, কোন বোলার বল করবে, এটা তো ক্রিকেটারদের চিন্তা করে বের করতে হবে। বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য, টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো করার জন্য এই জায়গাগুলো উন্নতি করতে হবে। নেতিবাচক মানসিকতা থেকে বেরিয়ে এসে দ্রুত শিখতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত