Ajker Patrika

লিটনের শট নির্বাচনকে সাহসী বললেন বাংলাদেশের সহকারী কোচ

লিটনের শট নির্বাচনকে সাহসী বললেন বাংলাদেশের সহকারী কোচ

অনেক দিন ধরেই লিটন দাসের গল্পটা একইভাবে চলছে। এক ম্যাচ ভালো তো কয়েক ম্যাচে তাঁর ব্যাটে রান নেই। এমন পরিস্থিতিতে যখন লিটনের সময় প্রয়োজন ঠিক তখনই কিনা নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসলেন তিনি। ইনিংসের প্রথম বলেই উইকেট থেকে বেরিয়ে ট্রেন্ট বোল্টকে বাউন্ডারি মারতে গিয়ে।

এতে করে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে নাম তুলেছেন লিটন। আন্তর্জাতিক ক্রিকেট প্রথম খেলোয়াড় হিসেবে জন্মদিনে ‘গোল্ডেন ডাক’ মেরেছেন তিনি। তাঁর ব্যাটিংয়ের মতোই দুর্দিন চলছে বাংলাদেশের পারফরম্যান্সেও। তাই গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ঘুরে দাঁড়ানোর একটা বিষয় ছিল। কিন্তু ভুল সময়ে তাঁর শট নির্বাচনে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ।

লিটনের এমন শটকে অনেকে অপরিণামদর্শী মনে করলেও নিক পোথাস অবশ্য তা মানছেন না। উল্টো উইকেটরক্ষক ব্যাটারের শট নির্বাচনকে সাহসী বলেই জানিয়েছেন বাংলাদেশের সহকারী কোচ। তাঁর মতে, লিটনের চিন্তা ছিল সাহসী।

নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হারের পর সংবাদমাধ্যমকে এমনটিই জানিয়েছেন পোথাস। তিনি বলেছেন, ‘আপনারা একটি ফল নিয়ে কথা বলছেন, কিন্তু আমি পদ্ধতির কথা বলছি। বলটি চার হলে আমরা এই আলোচনা করতাম না। যদি আরও তিন বল ব্যাটিং করার পর এলবিডব্লিউ হতো আমাদের আলোচনাও একই থাকত।’

ইনিংসের প্রথম বলেই লিটনের মারতে যাওয়াকে সাহসী বলে উল্লেখ করেছেন পোথাস। তিনি বলেছেন, ‘পদ্ধতি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তার পদ্ধতি এবং চিন্তা সাহসী ছিল। ব্যাটে বল সুইং করা একজন ব্যাটারের জন্য এটি ভালো চিন্তাভাবনা ছিল। সে বলের মুখোমুখি হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত বল ফিল্ডারের হাতে যায়। এটি হতেই পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত