আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের দিকে নিশ্চিতভাবেই তাকিয়ে আছে শত কোটি ভারতীয় সমর্থক। আর এই ম্যাচে আফগানদের জয় প্রার্থনা করছে তারা। ভারতের সেমিফাইনালে উঠতে আফগানিস্তানের কাছে নিউজিল্যান্ডকে যে হারতেই হবে। প্রথম ইনিংস শেষে আফগানদের লক্ষ্য দেখে ভারতীয়দের কপালে হয়তো এখন চিন্তার ভাঁজ! জয়ের জন্য মোহাম্মদ নবীর দল নিউজিল্যান্ডকে ১২৫ রানের বেশি লক্ষ্য দিতে পারেনি।
টস জিতে আগে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ট্রেন্ট বোল্ট, টিম সাউদি আর অ্যাডাম মিলনের পেস তোপে শুরুতে সুবিধা করতে পারেননি আফগানরা। ৮ রানে মোহাম্মদ শেহজাদ আউট হলে ভাঙে উদ্বোধনী জুটি। ১১ বলে ৪ রান করা শেহজাদ মিলনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। পরে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ফিরেছেন হজরতুল্লাহ জাজাই (২) আর রহমানুল্লাহ গুরবাজ (৬)।
১৯ রানের মধ্যে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে নাজবউল্লাহ জাদরান ও গুলবাদিন নাইব ২৯ বলে ৩৭ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলান। দলীয় ৫৬ রানে ইশ সোধির অনেক বাহিরের বল টেনে এনে খেলতে গিয়ে ব্যাটের কানায় লাগিয়ে বোল্ড হোন নাইব (১৮)। পরে মোহাম্মদ নবীকে নিয়ে এগোতে থাকেন জাদরান। পঞ্চম উইকেটে এই দুজন যোগ করেন ৪৮ বলে ৫৯।
ব্যক্তিগত ১৪ রান করে নবী সাউদিকে ফিরতি ক্যাচ দেওয়ার বেশিক্ষণ টিকতে পারেননি জাদরানও (৭৩)। বোল্টের বলে দৌড়ে এসে লং অফে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ নেন জিমি নিশাম। ১ বলেই পরে কারিম জানাতকে সোধির হাতে ক্যাচ বানান বোল্ট। ১৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১১১৫ তোলা আফগানিস্তান শেষ দুই ওভারে যোগ করতে পেরেছিল ৯ রান। শেষ ওভারে নিশাম তো ২ রান দিয়ে শেষ বলে ফিরিয়েছেন রশিদকে। শেষ পর্যন্ত আফগানিস্তান থামে ৮ উইকেটে ১২৪ রানে।
আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের দিকে নিশ্চিতভাবেই তাকিয়ে আছে শত কোটি ভারতীয় সমর্থক। আর এই ম্যাচে আফগানদের জয় প্রার্থনা করছে তারা। ভারতের সেমিফাইনালে উঠতে আফগানিস্তানের কাছে নিউজিল্যান্ডকে যে হারতেই হবে। প্রথম ইনিংস শেষে আফগানদের লক্ষ্য দেখে ভারতীয়দের কপালে হয়তো এখন চিন্তার ভাঁজ! জয়ের জন্য মোহাম্মদ নবীর দল নিউজিল্যান্ডকে ১২৫ রানের বেশি লক্ষ্য দিতে পারেনি।
টস জিতে আগে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ট্রেন্ট বোল্ট, টিম সাউদি আর অ্যাডাম মিলনের পেস তোপে শুরুতে সুবিধা করতে পারেননি আফগানরা। ৮ রানে মোহাম্মদ শেহজাদ আউট হলে ভাঙে উদ্বোধনী জুটি। ১১ বলে ৪ রান করা শেহজাদ মিলনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। পরে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ফিরেছেন হজরতুল্লাহ জাজাই (২) আর রহমানুল্লাহ গুরবাজ (৬)।
১৯ রানের মধ্যে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে নাজবউল্লাহ জাদরান ও গুলবাদিন নাইব ২৯ বলে ৩৭ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলান। দলীয় ৫৬ রানে ইশ সোধির অনেক বাহিরের বল টেনে এনে খেলতে গিয়ে ব্যাটের কানায় লাগিয়ে বোল্ড হোন নাইব (১৮)। পরে মোহাম্মদ নবীকে নিয়ে এগোতে থাকেন জাদরান। পঞ্চম উইকেটে এই দুজন যোগ করেন ৪৮ বলে ৫৯।
ব্যক্তিগত ১৪ রান করে নবী সাউদিকে ফিরতি ক্যাচ দেওয়ার বেশিক্ষণ টিকতে পারেননি জাদরানও (৭৩)। বোল্টের বলে দৌড়ে এসে লং অফে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ নেন জিমি নিশাম। ১ বলেই পরে কারিম জানাতকে সোধির হাতে ক্যাচ বানান বোল্ট। ১৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১১১৫ তোলা আফগানিস্তান শেষ দুই ওভারে যোগ করতে পেরেছিল ৯ রান। শেষ ওভারে নিশাম তো ২ রান দিয়ে শেষ বলে ফিরিয়েছেন রশিদকে। শেষ পর্যন্ত আফগানিস্তান থামে ৮ উইকেটে ১২৪ রানে।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৯ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
১০ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
১০ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
১০ ঘণ্টা আগে