নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ার সুযোগ এসেছিল। ডারবান টেস্টে জিততে বাংলাদেশের দরকার ছিল ২৭৪ রান। টেস্ট ক্রিকেটে এটা কঠিন লক্ষ্য। কিন্তু অসম্ভব ছিল না। অথচ রান তাড়া করতে গিয়ে মুমিনুল হকের দল গুটিয়ে গেল ৫৩ রানে। লাল বলের ক্রিকেটে এটাই বাংলাদেশের সর্বনিম্ন দ্বিতীয় সংগ্রহ।
বিব্রতকর হারের দায় কোনোভাবেই এড়াতে পারেন না দলের ব্যাটাররা। এমনিতেই বড় হারে হতাশ বাংলাদেশ। সেই হতাশা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকানরা। ডারবান টেস্টজুড়ে বাজে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন উঠেছে। আজ প্রথম টেস্ট থেকে আরও একটা অভিযোগ তুলেছেন সফরকারী অধিনায়ক মুমিনুল।
মুমিনুল দাবি করেছেন দক্ষিণ আফ্রিকা কেবল স্লেজিং-ই করেনি, গালাগাল দিয়েছেন তাঁদের। আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, 'মাঠে স্লেজিং হয়, এটা স্বাভাবিক। কিন্তু স্লেজিং যখন গালাগালির কাছে কাছে চলে যায় তখন খারাপ। আমার মনে হয়েছে ওরা মাঝে মাঝে গালাগাল করছিল, আম্পায়ারও বিষয়গুলো ওদেরকে পরিষ্কার করেনি।'
এই টেস্টে অনফিল্ডের দুই আম্পায়ারই ছিলেন দক্ষিণ আফ্রিকান। পুরো টেস্টে আম্পায়ারিংয়ের মান নিয়ে উঠেছে প্রশ্ন। মারাইস এরাসমাস ও অ্যাড্রিয়ান হোল্ডস্ট্রোক অনেকে সিদ্ধান্তে দেখা গেছে পক্ষপাতিত্ব। ফলে মাঠে কেবল ১১ জন ক্রিকেটার নন, আম্পায়ারের বৈষম্যমূলক আচরণের বিপক্ষেও লড়তে হয়েছে দলকে।
মুমিনুল তাই দাবি জানালেন নিরপেক্ষ আম্পারিংয়ের। তিনি বলেছেন, 'আম্পায়ারিং নিয়ে আমাদের কিছু করার নেই। এখন আইসিসির নিরপেক্ষ আম্পায়ারের ব্যাপারে চিন্তা করা উচিত। নজর দেওয়া উচিত। কোভিডের আগে যেমন ছিল, এখন আল্লাহর রহমতে কোভিড প্রায় ঠিক হওয়ার পথে। শুধু এই সিরিজে না আগেও অনেক সিরিজে এমন হয়েছে। আম্পায়াররা অনেক সময় ওই দেশের পক্ষে সিদ্ধান্ত দিয়ে থাকে। আমরা এটা আগেও দেখেছি।'
দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ার সুযোগ এসেছিল। ডারবান টেস্টে জিততে বাংলাদেশের দরকার ছিল ২৭৪ রান। টেস্ট ক্রিকেটে এটা কঠিন লক্ষ্য। কিন্তু অসম্ভব ছিল না। অথচ রান তাড়া করতে গিয়ে মুমিনুল হকের দল গুটিয়ে গেল ৫৩ রানে। লাল বলের ক্রিকেটে এটাই বাংলাদেশের সর্বনিম্ন দ্বিতীয় সংগ্রহ।
বিব্রতকর হারের দায় কোনোভাবেই এড়াতে পারেন না দলের ব্যাটাররা। এমনিতেই বড় হারে হতাশ বাংলাদেশ। সেই হতাশা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকানরা। ডারবান টেস্টজুড়ে বাজে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন উঠেছে। আজ প্রথম টেস্ট থেকে আরও একটা অভিযোগ তুলেছেন সফরকারী অধিনায়ক মুমিনুল।
মুমিনুল দাবি করেছেন দক্ষিণ আফ্রিকা কেবল স্লেজিং-ই করেনি, গালাগাল দিয়েছেন তাঁদের। আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, 'মাঠে স্লেজিং হয়, এটা স্বাভাবিক। কিন্তু স্লেজিং যখন গালাগালির কাছে কাছে চলে যায় তখন খারাপ। আমার মনে হয়েছে ওরা মাঝে মাঝে গালাগাল করছিল, আম্পায়ারও বিষয়গুলো ওদেরকে পরিষ্কার করেনি।'
এই টেস্টে অনফিল্ডের দুই আম্পায়ারই ছিলেন দক্ষিণ আফ্রিকান। পুরো টেস্টে আম্পায়ারিংয়ের মান নিয়ে উঠেছে প্রশ্ন। মারাইস এরাসমাস ও অ্যাড্রিয়ান হোল্ডস্ট্রোক অনেকে সিদ্ধান্তে দেখা গেছে পক্ষপাতিত্ব। ফলে মাঠে কেবল ১১ জন ক্রিকেটার নন, আম্পায়ারের বৈষম্যমূলক আচরণের বিপক্ষেও লড়তে হয়েছে দলকে।
মুমিনুল তাই দাবি জানালেন নিরপেক্ষ আম্পারিংয়ের। তিনি বলেছেন, 'আম্পায়ারিং নিয়ে আমাদের কিছু করার নেই। এখন আইসিসির নিরপেক্ষ আম্পায়ারের ব্যাপারে চিন্তা করা উচিত। নজর দেওয়া উচিত। কোভিডের আগে যেমন ছিল, এখন আল্লাহর রহমতে কোভিড প্রায় ঠিক হওয়ার পথে। শুধু এই সিরিজে না আগেও অনেক সিরিজে এমন হয়েছে। আম্পায়াররা অনেক সময় ওই দেশের পক্ষে সিদ্ধান্ত দিয়ে থাকে। আমরা এটা আগেও দেখেছি।'
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুলের তিন মাসও পূর্ণ হয়নি। এই আড়াই মাসেই দেশের ক্রিকেটে আমূল পরিবর্তন আনতে নতুন অনেক উদ্যোগ নিয়েছেন তিনি। এর মধ্যে আছে জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিয়ে চালানো জরিপ।
৩৩ মিনিট আগেশেফিল্ড ওয়েডনেজদের বিপক্ষে ১০ আগস্ট খেলেননি হামজা চৌধুরী। চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে তাঁর দল লেস্টার সিটি হেরেছিল ২-১ গোলে। হাডার্সফিল্ড টাউনের ঘরের মাঠ জন স্মিথস স্টেডিয়ামে গত রাতে হামজা খেলেছেন শুরুর একাদশেই।
১ ঘণ্টা আগেশিরোপা নির্ধারণী ম্যাচ যদি রোমাঞ্চ না ছড়ায় তাহলে সেই ম্যাচ নিয়ে মজাই বা কী থাকে! উদিনেসের ব্লু এনার্জি স্টেডিয়ামে গত রাতে সুপার কাপের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-টটেনহাম ফাইনালটা ছিল রোমাঞ্চে ভরপুর। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২০২৫ সুপার কাপের শিরোপা জিতল পিএসজি।
১ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন আগামী সোমবার। এবার ঢাকায় ফিরে তাঁর মূল কাজ হবে হাতে থাকা সময়ের মধ্যে নিজের উদ্যোগগুলো পরিপূর্ণ বাস্তবায়ন করা।
২ ঘণ্টা আগে