নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে ফিরিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলানোর প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের মন্তব্যের বিপরীতে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন দেশের অন্যতম কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
আজ মিরপুরে জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মোস্তাফিজের আইপিএল খেলে এখন শেখার কিছু নেই। মোস্তাফিজের শেখার প্রক্রিয়া শেষ।’ এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বেশ আলোচনা-সমালোচনা। জালালের সেই মন্তব্যের একটি ছবি ফেসবুকে পোস্ট করে, এবার সালাহ উদ্দীন লিখেছেন, ‘এর চেয়ে ভালো কিছু আশা করিনি, বাহ দুর্দান্ত চিন্তাভাবনা, সর্বকালের সেরা কৌতুক। আল্লাহ মাফ করো।’ সঙ্গে ক্যাপশনে জুড়ে দিয়েছেন হাসি, চোখ বুজে যাওয়া আর ক্ষমার কয়েকটি ইমোজি।
এবারের আইপিএল বেশ ভালোই যাচ্ছে মোস্তাফিজের। আইপিএলের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে ছন্দে থাকা নিঃসন্দেহে আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য সুখবর। ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে উইকেটশিকারির তালিকায় সেরা তিনে আছেন এ বাঁহাতি পেসার। তবে জাতীয় দলের সিরিজ থাকায় আইপিএলের মাঝপথেই দেশে ফিরতে হবে তাঁকে।
আগামী ১ মে চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেই বাংলাদেশের বিমান ধরবেন মোস্তাফিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মোস্তাফিজের পুরোপুরি ছন্দে ফেরা হবে বাংলাদেশের দলের জন্য দারুণ ব্যাপার। তাই অনেকের মতে, তাঁকে জিম্বাবুয়ের সিরিজ না খেলিয়ে আইপিএলে খেলতে দিলেই বাংলাদেশের লাভ।
বিসিবি অবশ্য বিপরীত চিন্তাই করছে। আজ মিরপুরে সাংবাদমাধ্যমের সঙ্গে জালাল ইউনুসের কথায় সেটি স্পষ্ট, ‘আইপিএল খেললে ভালো হতো কোন দিক দিয়ে? মোস্তাফিজের আইপিএল খেলে এখন শেখার কিছু নেই। মোস্তাফিজের শেখার প্রক্রিয়া শেষ। বরং তাঁর থেকে শিখতে পারে আইপিএলের অনেক ক্রিকেটার। এতে বাংলাদেশেরও কোনো লাভ হবে না। মোস্তাফিজের কাছাকাছি থেকে অন্যদের লাভ হবে।’
জালাল জানিয়েছেন, মোস্তাফিজের ফিটনেস নিয়ে ভাবছে বিসিবি। বিশ্বকাপে ফিট মোস্তাফিজকেই নিয়ে যেতে চান তাঁরা। বিসিবির এই পরিচালক বললেন, ‘আমাদের চিন্তা হচ্ছে, মোস্তাফিজের স্বাস্থ্য। তার ফিটনেস। সেখানে তারা চাইবে, মোস্তাফিজ থেকে শতভাগ নিতে। তার ফিটনেস নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। কিন্তু আমাদের আছে। যাওয়ার আগে তো তার ফিট থাকতে হবে।’
মোস্তাফিজের কোচ সালাহ উদ্দীন যে জালালের মন্তব্য ভালোভাবে নেননি, ইঙ্গিতপূর্ণ পোস্টে সেটি একরকম পরিষ্কার। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসে সালাহ উদ্দীনের অধীনেই খেলেছেন মোস্তাফিজ। বিপিএলের এই সফল কোচ হয়তো ভালো করেই জানেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং মোস্তাফিজ সম্পর্কে, তাই হয়তো তাঁর এমন প্রতিক্রিয়া।
আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে ফিরিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলানোর প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের মন্তব্যের বিপরীতে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন দেশের অন্যতম কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
আজ মিরপুরে জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মোস্তাফিজের আইপিএল খেলে এখন শেখার কিছু নেই। মোস্তাফিজের শেখার প্রক্রিয়া শেষ।’ এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বেশ আলোচনা-সমালোচনা। জালালের সেই মন্তব্যের একটি ছবি ফেসবুকে পোস্ট করে, এবার সালাহ উদ্দীন লিখেছেন, ‘এর চেয়ে ভালো কিছু আশা করিনি, বাহ দুর্দান্ত চিন্তাভাবনা, সর্বকালের সেরা কৌতুক। আল্লাহ মাফ করো।’ সঙ্গে ক্যাপশনে জুড়ে দিয়েছেন হাসি, চোখ বুজে যাওয়া আর ক্ষমার কয়েকটি ইমোজি।
এবারের আইপিএল বেশ ভালোই যাচ্ছে মোস্তাফিজের। আইপিএলের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে ছন্দে থাকা নিঃসন্দেহে আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য সুখবর। ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে উইকেটশিকারির তালিকায় সেরা তিনে আছেন এ বাঁহাতি পেসার। তবে জাতীয় দলের সিরিজ থাকায় আইপিএলের মাঝপথেই দেশে ফিরতে হবে তাঁকে।
আগামী ১ মে চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেই বাংলাদেশের বিমান ধরবেন মোস্তাফিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মোস্তাফিজের পুরোপুরি ছন্দে ফেরা হবে বাংলাদেশের দলের জন্য দারুণ ব্যাপার। তাই অনেকের মতে, তাঁকে জিম্বাবুয়ের সিরিজ না খেলিয়ে আইপিএলে খেলতে দিলেই বাংলাদেশের লাভ।
বিসিবি অবশ্য বিপরীত চিন্তাই করছে। আজ মিরপুরে সাংবাদমাধ্যমের সঙ্গে জালাল ইউনুসের কথায় সেটি স্পষ্ট, ‘আইপিএল খেললে ভালো হতো কোন দিক দিয়ে? মোস্তাফিজের আইপিএল খেলে এখন শেখার কিছু নেই। মোস্তাফিজের শেখার প্রক্রিয়া শেষ। বরং তাঁর থেকে শিখতে পারে আইপিএলের অনেক ক্রিকেটার। এতে বাংলাদেশেরও কোনো লাভ হবে না। মোস্তাফিজের কাছাকাছি থেকে অন্যদের লাভ হবে।’
জালাল জানিয়েছেন, মোস্তাফিজের ফিটনেস নিয়ে ভাবছে বিসিবি। বিশ্বকাপে ফিট মোস্তাফিজকেই নিয়ে যেতে চান তাঁরা। বিসিবির এই পরিচালক বললেন, ‘আমাদের চিন্তা হচ্ছে, মোস্তাফিজের স্বাস্থ্য। তার ফিটনেস। সেখানে তারা চাইবে, মোস্তাফিজ থেকে শতভাগ নিতে। তার ফিটনেস নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। কিন্তু আমাদের আছে। যাওয়ার আগে তো তার ফিট থাকতে হবে।’
মোস্তাফিজের কোচ সালাহ উদ্দীন যে জালালের মন্তব্য ভালোভাবে নেননি, ইঙ্গিতপূর্ণ পোস্টে সেটি একরকম পরিষ্কার। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসে সালাহ উদ্দীনের অধীনেই খেলেছেন মোস্তাফিজ। বিপিএলের এই সফল কোচ হয়তো ভালো করেই জানেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং মোস্তাফিজ সম্পর্কে, তাই হয়তো তাঁর এমন প্রতিক্রিয়া।
নারীদের বয়সভিত্তিক বিশ্বকাপে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে সাথিরা জাকির জেসির। এশিয়া কাপ, আইসিসি ইভেন্টে সবশেষ দুই বছর আম্পায়ারিং করেছেন। এবার তিনি আম্পায়ার হিসেবে কাজ করবেন আইসিসির মূল ইভেন্টেও।
১ ঘণ্টা আগেপাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টি খেলার অপেক্ষা বেড়েই চলেছে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের। দুজনেই সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছরের ডিসেম্বরে টি-টোয়েন্টিতে খেলেছিলেন তাঁরা (বাবর-রিজওয়ান)।
২ ঘণ্টা আগেশিরোপা ধরে রাখার মিশনে নতুন মৌসুমে শুরুটা দারুণ করেছে বার্সেলোনা। সন মইক্স স্টেডিয়ামে গত রাতে লা লিগায় মায়োর্কাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। তবে ম্যাচের ফল ছাপিয়ে এখানে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে চলছে আলাপ-আলোচনা।
৩ ঘণ্টা আগেনেপালকে গতকাল ৩২ রানে হারিয়ে এবারের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচ রয়েছে আজও।
৩ ঘণ্টা আগে