Ajker Patrika

মোহামেডানের মুশফিক-মিরাজ এখন শেখ জামালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৪: ৩২
মোহামেডানের মুশফিক-মিরাজ এখন শেখ জামালে

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের মৌসুমে বেশ শক্ত দল গড়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। জাতীয় দলের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে দলে ভেড়ায় তারা। তবে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ব্যস্ততা থাকায় লিগের শুরুতে না পেলেও সুপার লিগে পাওয়ার সুযোগ ছিল মোহামেডানের। 

কিন্তু লিগ পর্বে সুবিধা করতে পারেনি মোহামেডান। শেষ ম্যাচে জিতলেও টেবিলের ৭ নম্বরে থেকে বিদায় নিয়েছে তারা। তবে যেহেতু তাদের কয়েকজন ক্রিকেটার লিগ পর্বে অংশ নেননি। তাঁদের সুপার লিগে অন্য দলে খেলার সুযোগ ছিল। সেই সুযোগ কাজে লাগিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। লিগ পর্বে না খেলা মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজকে দলে নিয়েছে তারা। এবার সুপার লিগে শক্তিশালী দল নিয়ে শিরোপা জিততে চায় ধানমন্ডির দলটি। 

মিরাজ-মুশফিককে দলে ভেড়ানোর কথা নিশ্চিত করে শেখ জামালের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমরা এ বছর গ্রুপ পর্বটা খুব ভালোমতো শেষ করতে পেরেছি। সিটি ক্লাবের সঙ্গে জয়ের পর আমরা ১৮ পয়েন্ট নিয়ে সুপার লিগে কোয়ালিফাই করেছি এবং টেবিল টপার। আমরা আমাদের দলকে আরও কীভাবে শক্তিশালী করা যায় সেটা চিন্তা করছিলাম।’ 

 তানিম আরও যোগ করেন, ‘মোহামেডান যেহেতু সুপার লিগে কোয়ালিফাই করতে পারেনি। তখন আমরা দেখলাম যে মিরাজ ও মুশফিক সুপার লিগের অন্য দলের হয়ে খেলতে পারবে। আমরা তাদের প্রস্তাব করেছিলাম এবং মোহামেডানও সম্মতি দেওয়ায় আমরা তাদের নিতে পেরেছি। আশা করছি তারা আসাতে আমাদের শিরোপা জয় আরও সহজ হবে। তিনটা ম্যাচ জিতলেই আমরা শিরোপা জিতে যাব। আশা করছি এবার চ্যাম্পিয়নশিপে আমরা ভালো লড়াই করতে পারব।’ 

ডিপিএলে ১০ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন দলটি। দুই নম্বরে থাকা আবাহনীর পয়েন্ট ১৪। তাই ৪ পয়েন্ট এগিয়ে থাকা জামাল শিরোপা জয়ের পথে হট ফেবারিট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত