নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের মৌসুমে বেশ শক্ত দল গড়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। জাতীয় দলের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে দলে ভেড়ায় তারা। তবে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ব্যস্ততা থাকায় লিগের শুরুতে না পেলেও সুপার লিগে পাওয়ার সুযোগ ছিল মোহামেডানের।
কিন্তু লিগ পর্বে সুবিধা করতে পারেনি মোহামেডান। শেষ ম্যাচে জিতলেও টেবিলের ৭ নম্বরে থেকে বিদায় নিয়েছে তারা। তবে যেহেতু তাদের কয়েকজন ক্রিকেটার লিগ পর্বে অংশ নেননি। তাঁদের সুপার লিগে অন্য দলে খেলার সুযোগ ছিল। সেই সুযোগ কাজে লাগিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। লিগ পর্বে না খেলা মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজকে দলে নিয়েছে তারা। এবার সুপার লিগে শক্তিশালী দল নিয়ে শিরোপা জিততে চায় ধানমন্ডির দলটি।
মিরাজ-মুশফিককে দলে ভেড়ানোর কথা নিশ্চিত করে শেখ জামালের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমরা এ বছর গ্রুপ পর্বটা খুব ভালোমতো শেষ করতে পেরেছি। সিটি ক্লাবের সঙ্গে জয়ের পর আমরা ১৮ পয়েন্ট নিয়ে সুপার লিগে কোয়ালিফাই করেছি এবং টেবিল টপার। আমরা আমাদের দলকে আরও কীভাবে শক্তিশালী করা যায় সেটা চিন্তা করছিলাম।’
তানিম আরও যোগ করেন, ‘মোহামেডান যেহেতু সুপার লিগে কোয়ালিফাই করতে পারেনি। তখন আমরা দেখলাম যে মিরাজ ও মুশফিক সুপার লিগের অন্য দলের হয়ে খেলতে পারবে। আমরা তাদের প্রস্তাব করেছিলাম এবং মোহামেডানও সম্মতি দেওয়ায় আমরা তাদের নিতে পেরেছি। আশা করছি তারা আসাতে আমাদের শিরোপা জয় আরও সহজ হবে। তিনটা ম্যাচ জিতলেই আমরা শিরোপা জিতে যাব। আশা করছি এবার চ্যাম্পিয়নশিপে আমরা ভালো লড়াই করতে পারব।’
ডিপিএলে ১০ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন দলটি। দুই নম্বরে থাকা আবাহনীর পয়েন্ট ১৪। তাই ৪ পয়েন্ট এগিয়ে থাকা জামাল শিরোপা জয়ের পথে হট ফেবারিট।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের মৌসুমে বেশ শক্ত দল গড়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। জাতীয় দলের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে দলে ভেড়ায় তারা। তবে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ব্যস্ততা থাকায় লিগের শুরুতে না পেলেও সুপার লিগে পাওয়ার সুযোগ ছিল মোহামেডানের।
কিন্তু লিগ পর্বে সুবিধা করতে পারেনি মোহামেডান। শেষ ম্যাচে জিতলেও টেবিলের ৭ নম্বরে থেকে বিদায় নিয়েছে তারা। তবে যেহেতু তাদের কয়েকজন ক্রিকেটার লিগ পর্বে অংশ নেননি। তাঁদের সুপার লিগে অন্য দলে খেলার সুযোগ ছিল। সেই সুযোগ কাজে লাগিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। লিগ পর্বে না খেলা মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজকে দলে নিয়েছে তারা। এবার সুপার লিগে শক্তিশালী দল নিয়ে শিরোপা জিততে চায় ধানমন্ডির দলটি।
মিরাজ-মুশফিককে দলে ভেড়ানোর কথা নিশ্চিত করে শেখ জামালের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমরা এ বছর গ্রুপ পর্বটা খুব ভালোমতো শেষ করতে পেরেছি। সিটি ক্লাবের সঙ্গে জয়ের পর আমরা ১৮ পয়েন্ট নিয়ে সুপার লিগে কোয়ালিফাই করেছি এবং টেবিল টপার। আমরা আমাদের দলকে আরও কীভাবে শক্তিশালী করা যায় সেটা চিন্তা করছিলাম।’
তানিম আরও যোগ করেন, ‘মোহামেডান যেহেতু সুপার লিগে কোয়ালিফাই করতে পারেনি। তখন আমরা দেখলাম যে মিরাজ ও মুশফিক সুপার লিগের অন্য দলের হয়ে খেলতে পারবে। আমরা তাদের প্রস্তাব করেছিলাম এবং মোহামেডানও সম্মতি দেওয়ায় আমরা তাদের নিতে পেরেছি। আশা করছি তারা আসাতে আমাদের শিরোপা জয় আরও সহজ হবে। তিনটা ম্যাচ জিতলেই আমরা শিরোপা জিতে যাব। আশা করছি এবার চ্যাম্পিয়নশিপে আমরা ভালো লড়াই করতে পারব।’
ডিপিএলে ১০ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন দলটি। দুই নম্বরে থাকা আবাহনীর পয়েন্ট ১৪। তাই ৪ পয়েন্ট এগিয়ে থাকা জামাল শিরোপা জয়ের পথে হট ফেবারিট।
চল্লিশে অভিষেক, আর ৪১ বছর বয়সে সামান্থি দুনুকেদেনি জায়গা করে নিলেন রেকর্ডবুকে। গতকাল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৫ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন সাইপ্রাসের এই স্পিনার।
১২ ঘণ্টা আগেআইপিএল থেকে মাঝপথেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। গত তিন এপ্রিল তাঁর দেশে ফিরে যাওয়া কী কারণে, সেটিরও ব্যাখ্যা না রাবাদা, না তাঁর দল গুজরাট টাইটানস—কেউই দেয়নি। শুধু বলা হয়েছিল ব্যক্তিগত কারণেই দেশে ফিরে যাচ্ছেন তিনি।
১৪ ঘণ্টা আগেতিন ম্যাচ পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের দেখা পেল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। পাঁচ গোলের লড়াইয়ে তলানির দল চট্টগ্রাম আবাহনীকে আজ ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন বেন ইব্রাহিম।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর আট মাস পার করেছেন ফারুক আহমেদ। এ সময়ের মধ্যে নানা বিতর্কে নাম এসে গেছে ফারুকের। বোর্ডের স্থায়ী আমানত (এফডিআর) কয়েকটি ব্যাংকে স্থানান্তর, সংযুক্ত আরব আমিরাতে ‘গোল্ডেন ভিসা’ সুবিধায় ব্যবসা পরিচালনা, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ
১৫ ঘণ্টা আগে