Ajker Patrika

ভারত সিরিজের ফল নিয়ে বেশি ভাবছেন না মিরাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ২১: ২৫
ভারত সিরিজের ফল নিয়ে বেশি ভাবছেন না মিরাজ

আন্তর্জাতিক ক্রিকেটে ৬৮ ম্যাচের মুখোমুখি দেখায় ভারতকে ৯ বার হারিয়েছে বাংলাদেশ। সবগুলো জয়ই এসেছে সীমিত ওভারের ক্রিকেটে (ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে)। টেস্টে এবার প্রথমবারের মতো ভারতকে বাংলাদেশ হারাতে পারবে বলে আশা করছেন মেহেদী হাসান মিরাজ।

পাকিস্তানের মাঠে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে ফুরফুরে অবস্থায় বাংলাদেশ। সেই সিরিজের রেশ কাটতে না কাটতেই ভারতে উড়াল দিতে হবে নাজমুল হোসেন শান্তদের। ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে শুরু হবে বাংলাদেশ-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ। যেখানে ভারত এখন টেস্ট র‍্যাঙ্কিংয়ে রয়েছে দুইয়ে। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে। ঘরের মাঠে সবশেষ ভারত টেস্ট সিরিজ হেরেছে ২০১২ সালে।

মিরাজের মতে প্রত্যাশার চাপ বেশি না নিয়ে ভারতের বিপক্ষে খেলতে হবে। মিরপুরে আজ অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে বাংলাদেশের অলরাউন্ডার বলেন, ‘টেস্ট ক্রিকেটে সব সময়ই চ্যালেঞ্জ থাকে। প্রত্যেক সেশন, প্রত্যেক বল, সবটাই চ্যালেঞ্জ। ব্যাটার, বোলার-সবার জন্য। ভারত অবশ্যই দারুণ দল। যেভাবে আমরা খেলছি, সেভাবে যদি থাকি, ফলের চিন্তা না করে যদি পারফর্ম করার কথা চিন্তা করি, তাহলে ভালো ফল আসবে।’

চেন্নাইতে প্রথম টেস্ট সামনে রেখে ভারত ১৬ সদস্যের দল ঘোষণা করে গত রাতে। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো অভিজ্ঞদের সঙ্গে ব্যাটিং লাইন আপে আছেন লোকেশ রাহুল, ঋষভ পন্তের মতো তারকারা। ১৬ সদস্যের ভারতীয় দলের বোলিং আক্রমণও সমীহ জাগানিয়া। কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেলরা নিজেদের মাঠে কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন, তা তো কারও অজানা নয়। ভারতের ব্যাটিং-বোলিংয়ের ব্যাপারে মিরাজ বলেন, ‘তাদের বোলাররা অনেক ভালো। ব্যাটাররাও দুর্দান্ত।

ভারতের মাঠে এর আগে তিন টেস্ট খেলেছে বাংলাদেশ। তিনটিতেই বাজেভাবে হেরেছে বাংলাদেশ। যার সর্বশেষ ছিল ২০১৯ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দুই টেস্টেই ইনিংসে জিতেছে ভারত। অতীত ইতিহাসের কথা স্মরণ করে মিরাজ বলেন, ‘অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। ভারতের মাঠে এর আগেও আমরা টেস্ট খেলেছি। আগের পারফরম্যান্স ভালো ছিল না। আমাদের অভিজ্ঞতা আছে উইকেটের আচরণ সম্পর্কে। আমার মনে হয় সেখানে উইকেট অনেক ভালো থাকবে।’

১০ উইকেট ও ১৫৫ রানের অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তানের বিপক্ষে সিরিজসেরা হয়েছিলেন মিরাজ। সিরিজসেরার টাকা নিহত রিকশাচালকের পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। দেশে ফিরে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তান সিরিজ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপসহ বিভিন্ন ব্যাপারে কথা বলেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত