রানা আব্বাস, সেন্ট ভিনসেন্ট থেকে
‘আজ কী হেডিং দেবেন’—সংবাদ সম্মেলন থেকে ড্রেসিংরুমে ফেরার সময় সাকিব আল হাসানের জিজ্ঞাসা। জয়ের পর সেই ফুরফুরে সাকিবের দেখা মিলল সেন্ট ভিনসেন্টের আর্নস ভেলে।
এ ম্যাচের আগে কত আলোচনা সাকিবকে নিয়ে। সেন্ট ভিনসেন্টে পরশু তারকা অলরাউন্ডারের অনুশীলনের তীব্রতা দেখে বোঝা যাচ্ছিল রানে ফিরতে তিনি উন্মুখ। সাকিবের অনেক অপেক্ষার অবসান হয়েছে কাল। ঠিক ১ বছর ৮ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিফটির দেখা পেয়েছেন, ৮ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০ করলেন। ৪৬ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলার পথে তানজিদ তামিম এবং মাহমুদউল্লাহর সঙ্গে দুটি কার্যকর জুটি গড়লেন। তাতেই বাংলাদেশ পেল ১৫৯ রানের লড়াইয়ের স্কোর। সাকিবের সংবাদ সম্মেলনের গুরুত্বপূর্ণ অংশ থাকল এখানে—
বীরেন্দর শেবাগসহ সব প্রশ্নের উত্তর
‘একজন খেলোয়াড় কখনো প্রশ্নের উত্তর দিতে আসে না। তাঁর কাজ হচ্ছে দলের জন্য অবদান রাখা। এখানে আসলে উত্তর দেওয়ার কিছু নেই কাউকে। একজন খেলোয়াড় তার দলে কতটা অবদান রাখতে পারে, সেটা যখন রাখতে পারে না, স্বাভাবিকভাবে কথা হবে। আমি মনে করি সেটা খুব একটা খারাপ কিছু না।’
অবশেষে অনেক অপেক্ষার অবসান
‘গুরুত্বপূর্ণ ছিল ওপরের চারজনের একজন বড় স্কোর গড়া। বেশি সময় ধরে ব্যাটিং করা, ১৫–১৭ ওভার। আজ আমার দিন ছিল। আলহামদুলিল্লাহ ওটা করতে পেরেছি। সামনে আরেকজনের সময় আসবে, তাকে করতে হবে। এভাবেই টি-টোয়েন্টি ম্যাচ যায়। টি-টোয়েন্টিকে আমার পারফরম্যান্সনির্ভর (ব্যক্তিগত) খেলা মনে হয় না। দলে কে কতটা অবদান রাখতে পারল, এটাই গুরুত্বপূর্ণ।’
ঈদ উপহার কেমন হবে
‘অবশ্যই নেপালের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। ওই ম্যাচ জিতলে আমাদের সুপার এইট নিশ্চিত হবে। আমরা মুখিয়ে আছি। ঈদের দিন, মুসলমানদের জন্য আনন্দের দিন। বাংলাদেশে সবাই উদযাপন করে। আশা করি ঈদের দিনে আমরা সবার মুখে হাসি ফোটাতে পারব।’
এ রকম পরিস্থিতিতে কখনো পড়েছেন
‘আল্লাহ আমার প্রতি সব সময়ই দয়ালু। এরকম পরিস্থিতি যখনই আসে, আল্লাহ ভালো কিছু দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পেরেছি। গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট পেয়েছি। দেশ থেকে আসার আগে কেউ যদি বলত আমাদের ৪ পয়েন্ট থাকবে, তাহলে আমরা খুশি মনেই নিতাম।’
ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে চিন্তা
‘জীবনে কখনোই ব্যক্তিগত লক্ষ্যের জন্য খেলি না। দলের জন্যই খেলেছি সব সময়ই। ব্যক্তিগত অর্জনের জন্য খেললে অন্যভাবে ব্যাটিং করতাম। দলের জন্যই এভাবে ব্যাটিং করেছি।’
‘আজ কী হেডিং দেবেন’—সংবাদ সম্মেলন থেকে ড্রেসিংরুমে ফেরার সময় সাকিব আল হাসানের জিজ্ঞাসা। জয়ের পর সেই ফুরফুরে সাকিবের দেখা মিলল সেন্ট ভিনসেন্টের আর্নস ভেলে।
এ ম্যাচের আগে কত আলোচনা সাকিবকে নিয়ে। সেন্ট ভিনসেন্টে পরশু তারকা অলরাউন্ডারের অনুশীলনের তীব্রতা দেখে বোঝা যাচ্ছিল রানে ফিরতে তিনি উন্মুখ। সাকিবের অনেক অপেক্ষার অবসান হয়েছে কাল। ঠিক ১ বছর ৮ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিফটির দেখা পেয়েছেন, ৮ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০ করলেন। ৪৬ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলার পথে তানজিদ তামিম এবং মাহমুদউল্লাহর সঙ্গে দুটি কার্যকর জুটি গড়লেন। তাতেই বাংলাদেশ পেল ১৫৯ রানের লড়াইয়ের স্কোর। সাকিবের সংবাদ সম্মেলনের গুরুত্বপূর্ণ অংশ থাকল এখানে—
বীরেন্দর শেবাগসহ সব প্রশ্নের উত্তর
‘একজন খেলোয়াড় কখনো প্রশ্নের উত্তর দিতে আসে না। তাঁর কাজ হচ্ছে দলের জন্য অবদান রাখা। এখানে আসলে উত্তর দেওয়ার কিছু নেই কাউকে। একজন খেলোয়াড় তার দলে কতটা অবদান রাখতে পারে, সেটা যখন রাখতে পারে না, স্বাভাবিকভাবে কথা হবে। আমি মনে করি সেটা খুব একটা খারাপ কিছু না।’
অবশেষে অনেক অপেক্ষার অবসান
‘গুরুত্বপূর্ণ ছিল ওপরের চারজনের একজন বড় স্কোর গড়া। বেশি সময় ধরে ব্যাটিং করা, ১৫–১৭ ওভার। আজ আমার দিন ছিল। আলহামদুলিল্লাহ ওটা করতে পেরেছি। সামনে আরেকজনের সময় আসবে, তাকে করতে হবে। এভাবেই টি-টোয়েন্টি ম্যাচ যায়। টি-টোয়েন্টিকে আমার পারফরম্যান্সনির্ভর (ব্যক্তিগত) খেলা মনে হয় না। দলে কে কতটা অবদান রাখতে পারল, এটাই গুরুত্বপূর্ণ।’
ঈদ উপহার কেমন হবে
‘অবশ্যই নেপালের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। ওই ম্যাচ জিতলে আমাদের সুপার এইট নিশ্চিত হবে। আমরা মুখিয়ে আছি। ঈদের দিন, মুসলমানদের জন্য আনন্দের দিন। বাংলাদেশে সবাই উদযাপন করে। আশা করি ঈদের দিনে আমরা সবার মুখে হাসি ফোটাতে পারব।’
এ রকম পরিস্থিতিতে কখনো পড়েছেন
‘আল্লাহ আমার প্রতি সব সময়ই দয়ালু। এরকম পরিস্থিতি যখনই আসে, আল্লাহ ভালো কিছু দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পেরেছি। গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট পেয়েছি। দেশ থেকে আসার আগে কেউ যদি বলত আমাদের ৪ পয়েন্ট থাকবে, তাহলে আমরা খুশি মনেই নিতাম।’
ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে চিন্তা
‘জীবনে কখনোই ব্যক্তিগত লক্ষ্যের জন্য খেলি না। দলের জন্যই খেলেছি সব সময়ই। ব্যক্তিগত অর্জনের জন্য খেললে অন্যভাবে ব্যাটিং করতাম। দলের জন্যই এভাবে ব্যাটিং করেছি।’
নারীদের বয়সভিত্তিক বিশ্বকাপে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে সাথিরা জাকির জেসির। এশিয়া কাপ, আইসিসি ইভেন্টে সবশেষ দুই বছর আম্পায়ারিং করেছেন। এবার তিনি আম্পায়ার হিসেবে কাজ করবেন আইসিসির মূল ইভেন্টেও।
১ ঘণ্টা আগেপাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টি খেলার অপেক্ষা বেড়েই চলেছে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের। দুজনেই সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছরের ডিসেম্বরে টি-টোয়েন্টিতে খেলেছিলেন তাঁরা (বাবর-রিজওয়ান)।
২ ঘণ্টা আগেশিরোপা ধরে রাখার মিশনে নতুন মৌসুমে শুরুটা দারুণ করেছে বার্সেলোনা। সন মইক্স স্টেডিয়ামে গত রাতে লা লিগায় মায়োর্কাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। তবে ম্যাচের ফল ছাপিয়ে এখানে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে চলছে আলাপ-আলোচনা।
৩ ঘণ্টা আগেনেপালকে গতকাল ৩২ রানে হারিয়ে এবারের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচ রয়েছে আজও।
৩ ঘণ্টা আগে