Ajker Patrika

বিপিএলের থিম সংয়ের কয়েকটা লাইন লিখেছেন ড. ইউনূস

ক্রীড়া ডেস্ক    
বিপিএলের থিম সংয়ের কয়েকটা লাইন লিখেছেন ড. মুহাম্মদ ইউনূস। ছবি: বিসিবি
বিপিএলের থিম সংয়ের কয়েকটা লাইন লিখেছেন ড. মুহাম্মদ ইউনূস। ছবি: বিসিবি

২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) থিম সং ও গ্রাফিতি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বর্ণিল আয়োজনের মাধ্যমে প্রকাশ হয় থিম সং। অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, থিম সংয়ের কয়েকটি লাইন লিখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও।

জুলাই-আগস্টের গণ–অভ্যুত্থান ব্যবহৃত গ্রাফিতি ও স্লোগান থাকবে বিপিএলে। জায়ান্ট স্ক্রিনে ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাই নেই’, ‘বল বীর, চির উন্নত মম শির’, ‘মোরা আকাশের মতো বাধাহীন’ গ্রাফিতি-স্লোগানগুলো প্রদর্শনী হয়।

বিপিএলের সঙ্গে প্রধান উপদেষ্টার যুক্ত হওয়া প্রসঙ্গে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস—আমি নিজেও যখন স্যারকে অ্যাপ্রোচ করেছিলাম...। আপনিতো অলিম্পিকসহ অনেক বড় বড় ডিজাইনে ইম্পুট দিয়ে থাকেন, আমাদের যদি একটু সাহায়তা করেন (বিপিএলে)। আমি তখন আশা করিনি, স্যার এতটা জড়াবেন ব্যক্তিগতভাবে। স্যার, তাঁর টিমসহ আমার চেয়ে বেশি জড়িত ছিলেন। এমনকি থিম সংয়েও কয়েকটা লাইন স্যার নিজে লিখে দিয়েছেন।’

২০২৫ বিপিএলকে আকর্ষণীয় করতে অনেক নতুনত্ব আনার চেষ্টা করছে বিসিবি। এরই মধ্যে ঘটা করে উন্মোচন করা হয়েছে বিপিএলের মাসকট। আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে বিপিএলের থিম সং ও গ্রাফিতি। বিপিএলের থিম সং গেয়েছেন সাহিল সানজান, মুজাহিদ আব্দুল্লাহ মুজা আর র‍্যাপার হান্নান। থিম সং তৈরি করেছে ঢাকার বিজ্ঞাপন নির্মাণকারী প্রতিষ্ঠান ‘কাইনেটিক নেটওয়ার্ক’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত