Ajker Patrika

নাসুমের ক্যারিয়ারসেরা ইনিংসে ২০০ পেরোল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
নাসুম আহমেদ খেলেছেন ৬৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। ছবি: বিসিবি
নাসুম আহমেদ খেলেছেন ৬৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। ছবি: বিসিবি

সিরিজ আগের ম্যাচেই নিশ্চিত করেছে বাংলাদেশ। মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে আজ সিরিজের শেষ ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ‘এ’ দল। কিউইদের সামনে চ্যালেঞ্জ ধবলধোলাই এড়ানোর। স্বাগতিকদের সামনে সুযোগ সফরকারীদের ধবলধোলাইয়ের তেতো স্বাদ দেওয়ার।

আগের দুই ম্যাচে ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত ছিল বাংলাদেশ। তবে সিরিজের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ভালো সুবিধা করতে পারেনি তারা। ৪৭.৪ ওভারে ২২৬ রানে অলআউট হয়ে গেছে নুরুল হাসান সোহানের দল। আগের দুই ম্যাচ বিবেচনায় নিউজিল্যান্ডের সামনে ২২৭ রান চ্যালেঞ্জিং লক্ষ্যই।

মিডল অর্ডারে ইয়াসির আলী রাব্বির ফিফটি ও শেষ দিকে নাসুম আহমেদ খেলেছেন ৫০ ওভারের স্বীকৃত ক্রিকেটে ক্যারিয়ারসেরা ইনিংস। ১০৪ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। ১৫০ পেরোনো নিয়েই শঙ্কা তৈরি হয়। চার নম্বরে নেমে রাব্বি ৬৫ বলে ৬৩ রানের কার্যকর এক ইনিংস খেলেছেন। ৩টি ছক্কার সঙ্গে মেরেছেন ৭টি চার।

দলীয় ১৪৬ রানে ফেরেন ইয়াসির। তখনো স্কোরটা বেশ ছোটই ছিল। কিন্তু আট নম্বরে ব্যাটিংয়ে নেমে লেজের ব্যাটারদের নিয়ে একক লড়াই চালিয়ে গেছেন নাসুম। দলের প্রয়োজনের সময় ৯৭ বলে ৬৭ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন তিনি। ইনিংসে ছিল ৯টি চার ও ১টি ছক্কা। প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচটি ফিফটি থাকলেও লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিই তাঁর সর্বোচ্চ ইনিংস এবং প্রথম ফিফটি। আগে সর্বোচ্চ ছিল ৪৪ রান।

শেষ উইকেটে ইবাদত হোসেনের সঙ্গে ৪৬ রানের দারুণ এক জুটি গড়েন নাসুম। এ জুটির কল্যাণেই স্কোর ২০০ পেরোয় বাংলাদেশের ১২ রানে অপরাজিত থাকেন ইবাদত। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে লেগ স্পিনার আদিত্য আশোক ৪৪ রানে নিয়েছেন ৩ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত