আগের চেয়ে অনেক বেশি দ্রুত গতিতে ঘুরছে লাল গ্রহ বলে খ্যাত মঙ্গল। মার্কিন মহাকাশযান ইনসাইট গ্রহটির ব্যাপারে এই নতুন তথ্য সংগ্রহ করেছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নাসা মঙ্গল গ্রহের ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য ২০১৮ সালে ইনসাইট মহাকাশযানটি উৎক্ষেপণ করে। এই রোবোটিক মহাকাশযানটিকে মূলত মঙ্গলের ভূতাত্ত্বিক গঠন, মহাকর্ষ এবং মহাশূন্যে এর বিচরণ পথের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য পাঠানো হয়েছিল। একই সঙ্গে মহাকাশযানটিতে একটি অ্যানটেনা এবং রেডিও ট্রান্সপন্ডারও সংযুক্ত করা হয়েছিল।
ইনসাইট মঙ্গলের কক্ষপথে পৌঁছানোর পর প্রায় ৯০০ দিন গ্রহটির নিজ অক্ষের ওপর আবর্তনের ওপর তথ্য সংগ্রহ করে। ইনসাইটের পাঠানো তথ্যের ভিত্তিতে বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন যে, মঙ্গলের দিনের দৈর্ঘ্য আগের চেয়ে প্রতিবছরে এক মিলিসেকেন্ড করে কমে যাচ্ছে। উল্লেখ্য, মঙ্গলের দিনের দৈর্ঘ্য পৃথিবীর চেয়ে অন্তত ৪০ মিনিট বেশি।
যদিও এই সময় কমে যাওয়ার হার খুবই কম তারপরও বিজ্ঞানীরা বিষয়টি নিয়ে অনেকটাই সতর্ক অবস্থানে রয়েছেন। তবে তাঁরা এখনো নিশ্চিত নন, ঠিক কী কারণে এই সময় কমে যাচ্ছে। তবে তাদের ধারণা, মঙ্গলের মেরু অঞ্চলে বরফ পুঞ্জীভূত হওয়া কিংবা গ্রহটির সর্বত্র বরফ জমে যাওয়ার ফলে গ্রহটির ভর বেড়ে যাওয়ার কারণে এমনটি হতে পারে।
এ বিষয়ে বেলজিয়ামের রয়্যাল অবজারভেটরি এক বিবৃতিতে বলেছে, ‘মঙ্গলগ্রহের বছরের হিসেবে যে সামান্য তারতম্য ঘটেছে তার কারণ অনুসন্ধান করছি আমরা। এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার আগে আমাদের পর্যাপ্ত তথ্য একীভূত করে যাচাই করতে হবে।’
আগের চেয়ে অনেক বেশি দ্রুত গতিতে ঘুরছে লাল গ্রহ বলে খ্যাত মঙ্গল। মার্কিন মহাকাশযান ইনসাইট গ্রহটির ব্যাপারে এই নতুন তথ্য সংগ্রহ করেছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নাসা মঙ্গল গ্রহের ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য ২০১৮ সালে ইনসাইট মহাকাশযানটি উৎক্ষেপণ করে। এই রোবোটিক মহাকাশযানটিকে মূলত মঙ্গলের ভূতাত্ত্বিক গঠন, মহাকর্ষ এবং মহাশূন্যে এর বিচরণ পথের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য পাঠানো হয়েছিল। একই সঙ্গে মহাকাশযানটিতে একটি অ্যানটেনা এবং রেডিও ট্রান্সপন্ডারও সংযুক্ত করা হয়েছিল।
ইনসাইট মঙ্গলের কক্ষপথে পৌঁছানোর পর প্রায় ৯০০ দিন গ্রহটির নিজ অক্ষের ওপর আবর্তনের ওপর তথ্য সংগ্রহ করে। ইনসাইটের পাঠানো তথ্যের ভিত্তিতে বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন যে, মঙ্গলের দিনের দৈর্ঘ্য আগের চেয়ে প্রতিবছরে এক মিলিসেকেন্ড করে কমে যাচ্ছে। উল্লেখ্য, মঙ্গলের দিনের দৈর্ঘ্য পৃথিবীর চেয়ে অন্তত ৪০ মিনিট বেশি।
যদিও এই সময় কমে যাওয়ার হার খুবই কম তারপরও বিজ্ঞানীরা বিষয়টি নিয়ে অনেকটাই সতর্ক অবস্থানে রয়েছেন। তবে তাঁরা এখনো নিশ্চিত নন, ঠিক কী কারণে এই সময় কমে যাচ্ছে। তবে তাদের ধারণা, মঙ্গলের মেরু অঞ্চলে বরফ পুঞ্জীভূত হওয়া কিংবা গ্রহটির সর্বত্র বরফ জমে যাওয়ার ফলে গ্রহটির ভর বেড়ে যাওয়ার কারণে এমনটি হতে পারে।
এ বিষয়ে বেলজিয়ামের রয়্যাল অবজারভেটরি এক বিবৃতিতে বলেছে, ‘মঙ্গলগ্রহের বছরের হিসেবে যে সামান্য তারতম্য ঘটেছে তার কারণ অনুসন্ধান করছি আমরা। এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার আগে আমাদের পর্যাপ্ত তথ্য একীভূত করে যাচাই করতে হবে।’
মহাকাশ গবেষণায় নতুন এক চমকপ্রদ তথ্য উঠে এসেছে যা সৌরজগৎ সম্পর্কে আমাদের ধারণা আবারও বদলে দিতে পারে। আন্তর্জাতিক গবেষকদলের দাবি, সৌরজগতের একেবারে প্রান্তে লুকিয়ে আছে রহস্যময় নবম গ্রহ ‘প্ল্যানেট নাইন’ বা ‘প্ল্যানেট এক্স’।
৬ ঘণ্টা আগেপৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ নিয়ে মানুষের আগ্রহের অন্ত নেই। সাধারণ মানুষেরই যেখানে আগ্রহ সীমাহীন, সেখানে যেসব গবেষক চাঁদ নিয়ে কাজ করছেন তাদের আগ্রহ কেমন হতে পারে? এবার বিজ্ঞানীদের সেই আগ্রহ মেটাতেই চাঁদের মাটিতে ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন বা আন্তর্জাতিক চন্দ্র গবেষণাকেন্দ্র (আইএলআরএস) গড়তে
১ দিন আগেসাধারণত গাছের চাহিদা বুঝতে নিজের অভিজ্ঞতা এবং অনুমানের ওপর নির্ভর করেন কৃষকেরা। তবে ভবিষ্যতে গাছও জানাতে পারবে তার প্রয়োজনের কথা। কখন তার পানির প্রয়োজন বা কীটের আক্রমণ হয়েছে, তা সে নিজেই কৃষককে জানিয়ে দেবে।
১ দিন আগেআপনি কি কখনো ভেবে দেখেছেন—কেন কুকুর, বিড়াল বা গরিলার মতো আপনার সারা শরীর ঘন লোমে ঢাকা নয়? মানুষই একমাত্র স্তন্যপায়ী প্রাণী নয় যাদের লোম পাতলা। হাতি, গন্ডার এবং নেংটি ইঁদুরের গায়েও খুব কম লোম থাকে। তিমি এবং ডলফিনের মতো কিছু সামুদ্রিক স্তন্যপায়ীর ক্ষেত্রেও এটা সত্যি।
৩ দিন আগে