Ajker Patrika

কোষ থেকে এইচআইভি নির্মূলে সফল হলেন বিজ্ঞানীরা

কোষ থেকে এইচআইভি নির্মূলে সফল হলেন বিজ্ঞানীরা

সংক্রমিত কোষ থেকে সফলভাবে এইচআইভি ভাইরাস নির্মূল করা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। নোবেলজয়ী ক্রিসপার জেন-এডিটিং প্রযুক্তি ব্যবহার করে এই সফলতা এসেছে বলে জানিয়েছেন তাঁরা। এই প্রযুক্তির সাহায্যে কোষের আণবিক স্তরে ডিএনএকে অনেকটা কাঁচির মতো কেটে ফেলা যায়। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণার এই পর্যায়ে শরীর থেকে ভাইরাসটিকে সম্পূর্ণরূপে অপসারণ করার লক্ষ্য নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা। প্রক্রিয়াটি নিরাপদ কি-না তা পরীক্ষা করার জন্যও আরও অনেক পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। পৃথিবীতে এখন পর্যন্ত এইচআইভি ভাইরাসের যেসব ওষুধ পাওয়া যায় সেগুলো এই ভাইরাসের কার্যক্রমকে কিছু সময়ের জন্য থামিয়ে রাখতে পারে কিন্তু পুরোপুরিভাবে নির্মূল করতে পারে না। 

আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের ওই গবেষক দলটি একটি মেডিকেল কনফারেন্সে তাদের প্রাথমিক ফলাফলের সারসংক্ষেপ উপস্থাপন করেছে। সফলতার বিষয়টিকে তাঁরা শুধুমাত্র একটি প্রাথমিক অবস্থা হিসেবে চিহ্নিত করেছেন। এর মানে এই নয় যে—শিগগিরই এইচআইভি ভাইরাস নিরাময় সম্ভব হবে। 

এই গবেষণার বিষয়ে নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের স্টেম-সেল এবং জিন-থেরাপি প্রযুক্তির সহযোগী অধ্যাপক ডক্টর জেমস ডিক্সন মত দিয়েছেন, ফলাফলগুলো এখনো অনেক যাচাই-বাছাই করা প্রয়োজন। 

এইচআইভি আক্রান্ত বেশির ভাগ মানুষের আজীবন অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপির প্রয়োজন হয়। যদি একজন এইচআইভি রোগী নির্ধারিত ওষুধ খাওয়া বন্ধ করে দেয়—তাহলে সুপ্ত ভাইরাস আবার জেগে উঠতে পারে এবং সমস্যার কারণ হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত