সংক্রমিত কোষ থেকে সফলভাবে এইচআইভি ভাইরাস নির্মূল করা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। নোবেলজয়ী ক্রিসপার জেন-এডিটিং প্রযুক্তি ব্যবহার করে এই সফলতা এসেছে বলে জানিয়েছেন তাঁরা। এই প্রযুক্তির সাহায্যে কোষের আণবিক স্তরে ডিএনএকে অনেকটা কাঁচির মতো কেটে ফেলা যায়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণার এই পর্যায়ে শরীর থেকে ভাইরাসটিকে সম্পূর্ণরূপে অপসারণ করার লক্ষ্য নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা। প্রক্রিয়াটি নিরাপদ কি-না তা পরীক্ষা করার জন্যও আরও অনেক পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। পৃথিবীতে এখন পর্যন্ত এইচআইভি ভাইরাসের যেসব ওষুধ পাওয়া যায় সেগুলো এই ভাইরাসের কার্যক্রমকে কিছু সময়ের জন্য থামিয়ে রাখতে পারে কিন্তু পুরোপুরিভাবে নির্মূল করতে পারে না।
আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের ওই গবেষক দলটি একটি মেডিকেল কনফারেন্সে তাদের প্রাথমিক ফলাফলের সারসংক্ষেপ উপস্থাপন করেছে। সফলতার বিষয়টিকে তাঁরা শুধুমাত্র একটি প্রাথমিক অবস্থা হিসেবে চিহ্নিত করেছেন। এর মানে এই নয় যে—শিগগিরই এইচআইভি ভাইরাস নিরাময় সম্ভব হবে।
এই গবেষণার বিষয়ে নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের স্টেম-সেল এবং জিন-থেরাপি প্রযুক্তির সহযোগী অধ্যাপক ডক্টর জেমস ডিক্সন মত দিয়েছেন, ফলাফলগুলো এখনো অনেক যাচাই-বাছাই করা প্রয়োজন।
এইচআইভি আক্রান্ত বেশির ভাগ মানুষের আজীবন অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপির প্রয়োজন হয়। যদি একজন এইচআইভি রোগী নির্ধারিত ওষুধ খাওয়া বন্ধ করে দেয়—তাহলে সুপ্ত ভাইরাস আবার জেগে উঠতে পারে এবং সমস্যার কারণ হতে পারে।
সংক্রমিত কোষ থেকে সফলভাবে এইচআইভি ভাইরাস নির্মূল করা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। নোবেলজয়ী ক্রিসপার জেন-এডিটিং প্রযুক্তি ব্যবহার করে এই সফলতা এসেছে বলে জানিয়েছেন তাঁরা। এই প্রযুক্তির সাহায্যে কোষের আণবিক স্তরে ডিএনএকে অনেকটা কাঁচির মতো কেটে ফেলা যায়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণার এই পর্যায়ে শরীর থেকে ভাইরাসটিকে সম্পূর্ণরূপে অপসারণ করার লক্ষ্য নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা। প্রক্রিয়াটি নিরাপদ কি-না তা পরীক্ষা করার জন্যও আরও অনেক পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। পৃথিবীতে এখন পর্যন্ত এইচআইভি ভাইরাসের যেসব ওষুধ পাওয়া যায় সেগুলো এই ভাইরাসের কার্যক্রমকে কিছু সময়ের জন্য থামিয়ে রাখতে পারে কিন্তু পুরোপুরিভাবে নির্মূল করতে পারে না।
আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের ওই গবেষক দলটি একটি মেডিকেল কনফারেন্সে তাদের প্রাথমিক ফলাফলের সারসংক্ষেপ উপস্থাপন করেছে। সফলতার বিষয়টিকে তাঁরা শুধুমাত্র একটি প্রাথমিক অবস্থা হিসেবে চিহ্নিত করেছেন। এর মানে এই নয় যে—শিগগিরই এইচআইভি ভাইরাস নিরাময় সম্ভব হবে।
এই গবেষণার বিষয়ে নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের স্টেম-সেল এবং জিন-থেরাপি প্রযুক্তির সহযোগী অধ্যাপক ডক্টর জেমস ডিক্সন মত দিয়েছেন, ফলাফলগুলো এখনো অনেক যাচাই-বাছাই করা প্রয়োজন।
এইচআইভি আক্রান্ত বেশির ভাগ মানুষের আজীবন অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপির প্রয়োজন হয়। যদি একজন এইচআইভি রোগী নির্ধারিত ওষুধ খাওয়া বন্ধ করে দেয়—তাহলে সুপ্ত ভাইরাস আবার জেগে উঠতে পারে এবং সমস্যার কারণ হতে পারে।
মহাকাশ গবেষণায় নতুন এক চমকপ্রদ তথ্য উঠে এসেছে যা সৌরজগৎ সম্পর্কে আমাদের ধারণা আবারও বদলে দিতে পারে। আন্তর্জাতিক গবেষকদলের দাবি, সৌরজগতের একেবারে প্রান্তে লুকিয়ে আছে রহস্যময় নবম গ্রহ ‘প্ল্যানেট নাইন’ বা ‘প্ল্যানেট এক্স’।
২৮ মিনিট আগেপৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ নিয়ে মানুষের আগ্রহের অন্ত নেই। সাধারণ মানুষেরই যেখানে আগ্রহ সীমাহীন, সেখানে যেসব গবেষক চাঁদ নিয়ে কাজ করছেন তাদের আগ্রহ কেমন হতে পারে? এবার বিজ্ঞানীদের সেই আগ্রহ মেটাতেই চাঁদের মাটিতে ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন বা আন্তর্জাতিক চন্দ্র গবেষণাকেন্দ্র (আইএলআরএস) গড়তে
১ দিন আগেসাধারণত গাছের চাহিদা বুঝতে নিজের অভিজ্ঞতা এবং অনুমানের ওপর নির্ভর করেন কৃষকেরা। তবে ভবিষ্যতে গাছও জানাতে পারবে তার প্রয়োজনের কথা। কখন তার পানির প্রয়োজন বা কীটের আক্রমণ হয়েছে, তা সে নিজেই কৃষককে জানিয়ে দেবে।
১ দিন আগেআপনি কি কখনো ভেবে দেখেছেন—কেন কুকুর, বিড়াল বা গরিলার মতো আপনার সারা শরীর ঘন লোমে ঢাকা নয়? মানুষই একমাত্র স্তন্যপায়ী প্রাণী নয় যাদের লোম পাতলা। হাতি, গন্ডার এবং নেংটি ইঁদুরের গায়েও খুব কম লোম থাকে। তিমি এবং ডলফিনের মতো কিছু সামুদ্রিক স্তন্যপায়ীর ক্ষেত্রেও এটা সত্যি।
৩ দিন আগে