মঙ্গলগ্রহে সবচেয়ে বড় জৈব যৌগ আবিষ্কার করেছে নাসার কিউরিওসিটি রোভার। গ্রহটিতে একসময় প্রাণের বিকাশ হয়েছিল কি না, তা জানার নতুন পথ খুলে দিল এই আবিষ্কার। এই জৈব যৌগগুলো ৩ দশমিক ৭ বিলিয়ন বছর পুরোনো একটি শিলার নমুনায় পাওয়া গেছে। এই শিলা মঙ্গল গ্রহের ইয়েলোফায়েন বেই অঞ্চলের প্রাচীন একটি সম্ভাব্য জলাশয়ের তলদেশ থেকে সংগ্রহ করা হয়েছে। বিজ্ঞানীদের মতে, এই অঞ্চলে একসময় উষ্ণ ও আর্দ্র পরিবেশ ছিল, যা প্রাণের বিকাশের জন্য প্রয়োজনীয় সব উপাদান ধারণ করত।
রোভারটির পরীক্ষায় এই শিলায় দীর্ঘ-শৃঙ্খলযুক্ত অ্যালকেন আবিষ্কৃত হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি ফ্যাটি অ্যাসিডের অবশিষ্টাংশ। এই যৌগগুলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হতে পারে। তবে পৃথিবীর সব জীবিত কোষের ঝিল্লিতে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ফ্যাটি অ্যাসিড রয়েছে।
যদিও মঙ্গলে প্রাণের কোনো সরাসরি প্রমাণ পাননি গবেষকেরা, তবে এক বিশেষজ্ঞের মতে, বিজ্ঞানীদের কাছে এটি মঙ্গলগ্রহে জীবনের উপস্থিতি সম্পর্কে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে সম্ভাবনাময় প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।
ফ্রান্সের গায়ানকোর্ট অ্যাটমসফিয়ারস অ্যান্ড স্পেস অবজারভেশনস ল্যাবরেটরিতে এই গবেষণা পরিচালিত হয়। এই গবেষণার নেতৃত্ব দেন রসায়নবিদ ক্যারোলিন ফ্রেইসিনেট। এই আবিষ্কার সম্পর্কে তিনি বলেন, ‘এই যৌগগুলো রাসায়নিক বা জীব বৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হতে পারে। যদি মঙ্গলগ্রহে দীর্ঘ শৃঙ্খলযুক্ত ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, তবে তা কোষের ঝিল্লির ক্ষয়ের অবশিষ্টাংশ হতে পারে। এটি সম্ভবত ৩ দশমিক ৭ বিলিয়ন বছর আগে ছিল।
কিউরিওসিটি রোভার ২০১২ সালে মঙ্গলগ্রহে অবতরণ করার পর থেকে গেইল ক্রেটারের মধ্যে দিয়ে চলে ২০ মাইলের (৩২ কিলোমিটার) বেশি দূর অতিক্রম করেছে। ছয় বছর পর এটি প্রাচীন মাডস্টোনে (মাটি, কাদামাটি এবং কাদার দিয়ে তৈরি শিলা) জৈব উপাদানের উপস্থিতি শনাক্ত করেছিল রোবটটি। তবে সেগুলো তুলনামূলকভাবে ছোট কার্বন-শৃঙ্খলযুক্ত অণু ছিল।
তবে এই গবেষণায় মাডস্টোন থেকে আরও বেশি নমুনা পরীক্ষা করার জন্য একটি নতুন পদ্ধতি তৈরি করেছেন ফ্রেইসিনেট এবং তার সহকর্মীরা। এর ফলে কিউরিওসিটি রোভারের মাধ্যমে অনেক বড় আকারের জৈব উপাদান শনাক্ত হয়েছে। যেমন: ডেকেন, আনডেকেন ও ডোডেকেন।
পৃথিবীতে পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা ধারণা করেন, এই মঙ্গল গ্রহের শিলায় সম্ভবত কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা তাপ প্রক্রিয়ায় অ্যালকেনে রূপান্তরিত হয়েছে। যদিও অজৈব প্রক্রিয়ায় এই অ্যাসিডগুলো তৈরি হতে পারে, তবে এগুলো জীববিজ্ঞানের একটি সাধারণ উপাদান হিসেবে বিবেচিত হয়।
এ ছাড়া, আরও একটি অদ্ভুত বিষয় হলো—পৃথিবীতে যখন জীবিত কোষ ফ্যাটি অ্যাসিড তৈরি করে, তখন সাধারণত সেগুলোর মধ্যে সমানসংখ্যক কার্বন অণু থাকে। কারণ কিছু এনজাইম একবারে দুটি করে কার্বন আণবিক যোগ করে। মঙ্গলে পাওয়া ফ্যাটি অ্যাসিডেও এ ধরনের একটি প্রবণতা দেখা গেছে।
এটি অন্তত প্রমাণ করছে যে, মঙ্গলে প্রাণের চিহ্ন সংরক্ষিত থাকতে পারে, যা ভবিষ্যতে মঙ্গল গ্রহের অতীতে জীবনের উপস্থিতি সম্পর্কে আরও তথ্য দিতে সাহায্য করতে পারে।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির ভূতত্ত্ব এবং ভূ-রসায়নের অধ্যাপক জন আইলার বলেন, ‘মঙ্গল গ্রহে জীবন ছিল কি না, তা নিশ্চিত করার জন্য অবশ্যই কিছু পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। তবে বর্তমানে এটি পৃথিবী থেকে সংগ্রহ করে পরীক্ষা করার মতো যন্ত্রপাতি ছাড়া মঙ্গল গ্রহে এটি করা সম্ভব নয়।’
এই আবিষ্কার মঙ্গল গ্রহে জীবনের উপস্থিতি সম্পর্কে বিজ্ঞানীদের কাছে সবচেয়ে শক্তিশালী সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। তবে চূড়ান্ত প্রমাণ লাভের জন্য মঙ্গলগ্রহ থেকে নমুনা সংগ্রহ করে সেগুলি পৃথিবীতে নিয়ে আসা প্রয়োজন।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
মঙ্গলগ্রহে সবচেয়ে বড় জৈব যৌগ আবিষ্কার করেছে নাসার কিউরিওসিটি রোভার। গ্রহটিতে একসময় প্রাণের বিকাশ হয়েছিল কি না, তা জানার নতুন পথ খুলে দিল এই আবিষ্কার। এই জৈব যৌগগুলো ৩ দশমিক ৭ বিলিয়ন বছর পুরোনো একটি শিলার নমুনায় পাওয়া গেছে। এই শিলা মঙ্গল গ্রহের ইয়েলোফায়েন বেই অঞ্চলের প্রাচীন একটি সম্ভাব্য জলাশয়ের তলদেশ থেকে সংগ্রহ করা হয়েছে। বিজ্ঞানীদের মতে, এই অঞ্চলে একসময় উষ্ণ ও আর্দ্র পরিবেশ ছিল, যা প্রাণের বিকাশের জন্য প্রয়োজনীয় সব উপাদান ধারণ করত।
রোভারটির পরীক্ষায় এই শিলায় দীর্ঘ-শৃঙ্খলযুক্ত অ্যালকেন আবিষ্কৃত হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি ফ্যাটি অ্যাসিডের অবশিষ্টাংশ। এই যৌগগুলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হতে পারে। তবে পৃথিবীর সব জীবিত কোষের ঝিল্লিতে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ফ্যাটি অ্যাসিড রয়েছে।
যদিও মঙ্গলে প্রাণের কোনো সরাসরি প্রমাণ পাননি গবেষকেরা, তবে এক বিশেষজ্ঞের মতে, বিজ্ঞানীদের কাছে এটি মঙ্গলগ্রহে জীবনের উপস্থিতি সম্পর্কে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে সম্ভাবনাময় প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।
ফ্রান্সের গায়ানকোর্ট অ্যাটমসফিয়ারস অ্যান্ড স্পেস অবজারভেশনস ল্যাবরেটরিতে এই গবেষণা পরিচালিত হয়। এই গবেষণার নেতৃত্ব দেন রসায়নবিদ ক্যারোলিন ফ্রেইসিনেট। এই আবিষ্কার সম্পর্কে তিনি বলেন, ‘এই যৌগগুলো রাসায়নিক বা জীব বৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হতে পারে। যদি মঙ্গলগ্রহে দীর্ঘ শৃঙ্খলযুক্ত ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, তবে তা কোষের ঝিল্লির ক্ষয়ের অবশিষ্টাংশ হতে পারে। এটি সম্ভবত ৩ দশমিক ৭ বিলিয়ন বছর আগে ছিল।
কিউরিওসিটি রোভার ২০১২ সালে মঙ্গলগ্রহে অবতরণ করার পর থেকে গেইল ক্রেটারের মধ্যে দিয়ে চলে ২০ মাইলের (৩২ কিলোমিটার) বেশি দূর অতিক্রম করেছে। ছয় বছর পর এটি প্রাচীন মাডস্টোনে (মাটি, কাদামাটি এবং কাদার দিয়ে তৈরি শিলা) জৈব উপাদানের উপস্থিতি শনাক্ত করেছিল রোবটটি। তবে সেগুলো তুলনামূলকভাবে ছোট কার্বন-শৃঙ্খলযুক্ত অণু ছিল।
তবে এই গবেষণায় মাডস্টোন থেকে আরও বেশি নমুনা পরীক্ষা করার জন্য একটি নতুন পদ্ধতি তৈরি করেছেন ফ্রেইসিনেট এবং তার সহকর্মীরা। এর ফলে কিউরিওসিটি রোভারের মাধ্যমে অনেক বড় আকারের জৈব উপাদান শনাক্ত হয়েছে। যেমন: ডেকেন, আনডেকেন ও ডোডেকেন।
পৃথিবীতে পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা ধারণা করেন, এই মঙ্গল গ্রহের শিলায় সম্ভবত কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা তাপ প্রক্রিয়ায় অ্যালকেনে রূপান্তরিত হয়েছে। যদিও অজৈব প্রক্রিয়ায় এই অ্যাসিডগুলো তৈরি হতে পারে, তবে এগুলো জীববিজ্ঞানের একটি সাধারণ উপাদান হিসেবে বিবেচিত হয়।
এ ছাড়া, আরও একটি অদ্ভুত বিষয় হলো—পৃথিবীতে যখন জীবিত কোষ ফ্যাটি অ্যাসিড তৈরি করে, তখন সাধারণত সেগুলোর মধ্যে সমানসংখ্যক কার্বন অণু থাকে। কারণ কিছু এনজাইম একবারে দুটি করে কার্বন আণবিক যোগ করে। মঙ্গলে পাওয়া ফ্যাটি অ্যাসিডেও এ ধরনের একটি প্রবণতা দেখা গেছে।
এটি অন্তত প্রমাণ করছে যে, মঙ্গলে প্রাণের চিহ্ন সংরক্ষিত থাকতে পারে, যা ভবিষ্যতে মঙ্গল গ্রহের অতীতে জীবনের উপস্থিতি সম্পর্কে আরও তথ্য দিতে সাহায্য করতে পারে।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির ভূতত্ত্ব এবং ভূ-রসায়নের অধ্যাপক জন আইলার বলেন, ‘মঙ্গল গ্রহে জীবন ছিল কি না, তা নিশ্চিত করার জন্য অবশ্যই কিছু পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। তবে বর্তমানে এটি পৃথিবী থেকে সংগ্রহ করে পরীক্ষা করার মতো যন্ত্রপাতি ছাড়া মঙ্গল গ্রহে এটি করা সম্ভব নয়।’
এই আবিষ্কার মঙ্গল গ্রহে জীবনের উপস্থিতি সম্পর্কে বিজ্ঞানীদের কাছে সবচেয়ে শক্তিশালী সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। তবে চূড়ান্ত প্রমাণ লাভের জন্য মঙ্গলগ্রহ থেকে নমুনা সংগ্রহ করে সেগুলি পৃথিবীতে নিয়ে আসা প্রয়োজন।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ নিয়ে মানুষের আগ্রহের অন্ত নেই। সাধারণ মানুষেরই যেখানে আগ্রহ সীমাহীন, সেখানে যেসব গবেষক চাঁদ নিয়ে কাজ করছেন তাদের আগ্রহ কেমন হতে পারে? এবার বিজ্ঞানীদের সেই আগ্রহ মেটাতেই চাঁদের মাটিতে ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন বা আন্তর্জাতিক চন্দ্র গবেষণাকেন্দ্র (আইএলআরএস) গড়তে
১১ ঘণ্টা আগেসাধারণত গাছের চাহিদা বুঝতে নিজের অভিজ্ঞতা এবং অনুমানের ওপর নির্ভর করেন কৃষকেরা। তবে ভবিষ্যতে গাছও জানাতে পারবে তার প্রয়োজনের কথা। কখন তার পানির প্রয়োজন বা কীটের আক্রমণ হয়েছে, তা সে নিজেই কৃষককে জানিয়ে দেবে।
১২ ঘণ্টা আগেআপনি কি কখনো ভেবে দেখেছেন—কেন কুকুর, বিড়াল বা গরিলার মতো আপনার সারা শরীর ঘন লোমে ঢাকা নয়? মানুষই একমাত্র স্তন্যপায়ী প্রাণী নয় যাদের লোম পাতলা। হাতি, গন্ডার এবং নেংটি ইঁদুরের গায়েও খুব কম লোম থাকে। তিমি এবং ডলফিনের মতো কিছু সামুদ্রিক স্তন্যপায়ীর ক্ষেত্রেও এটা সত্যি।
৩ দিন আগেপ্রায় ৪ দশমিক ৫ বিলিয়ন বা ৪৫০ কোটি বছর আগে গঠিত হওয়ার পর ধীরে ধীরে ঘূর্ণনের গতি কমছে পৃথিবীর। এর ফলে দীর্ঘ হচ্ছে দিনগুলোও। মানবজীবনের সময়কাল অনুযায়ী এই পরিবর্তন খুব একটা দৃশ্যমান না হলেও দীর্ঘ সময় পর তা পৃথিবীর পরিবেশে বড় পরিবর্তন এনেছে।
৩ দিন আগে